ডাকনামের পলিটিক্স Featured
বাংলাদেশের লগে শবচে বেশি বর্ডার শেয়ার করে জেই দেশ, তার নাম কি? ইনডিয়া। এইটাই তো নাম, নাকি? তাইলে বাংলাদেশের মিডিয়াগুলা ‘ভারত’ নামে একটা দেশ আছে বইলা লেখে, ঐটা কোন দেশ!? বাংলাদেশের বহু আতেল বয়াতিও কয়, আজকে হজরত জাহেদ নামে এক বয়াতির ইউটিউব বয়ান শুনলাম, উনিও বারবার ভারতের কথা কইতেছিলেন, কোনটা শেই দেশ!?
কোন একটা দেশকে কোন নামে ডাকা উচিত আমাদের? এই পোশ্নের জবাব খুব শোজা, ইউএন-এ জেই নামে কোন একটা দেশ মেম্বারশিপ নিছে, ঐটাই তার ইন্টারনেশনাল নাম। তাই ইউএছএ নামে ডাকা উচিত, আমেরিকা বলা/লেখার বদলে। ইউএছএ-কে আমেরিকা নামে ডাকার ভিতর দিয়া আমরা আশলে বেরাজিল বা চিলি বা কানাডারে গায়েব কইরা দেই; ওদিকে, ইউএন’কে হিশাবে রাখলে আমেরিকা বা ইউরোপ বা এশিয়া–এইগুলা অফিশিয়ালি কিছু মিন করে না, কেননা, ঐটা দুনিয়ার রাশ্টোগুলার অর্গানাইজেশন, কন্টিনেন্ট শেইখানে অফিশিয়ালি ব্যাপার না কোন! তবে, কোন কোন ব্যাপারে আমাদের ডিফরেন্ট মোরাল পজিশন থাকতে পারে, ইউএন’কে আমরা পেরেশার দিতে পারি তারে না মাইনা! জেমন ধরেন, প্যালেস্টাইনকে আমরা একটা ফুল রাশ্টো হিশাবে দাবি করতে পারি, ইউএছএ আর ইজরায়েল জেইটা হইতে দিতে নারাজ!
এখন তাইলে আমাদের ভাবা দরকার, ইনডিয়ার ব্যাপারেও কি তেমন কোন মোরাল পজিশন আছে আমাদের? ইউএছএ’র ব্যাপারে নাই খুব শম্ভব, ঐটারে আমরা আমেরিকা ডাকি ছেরেফ হেবিটের কারনে হয়তো, আর নামের ভিতরে আছেও তো, আবার ঐটাতে বাস্তবে তেমন কোন লাভ-লোকশান নাই, বেহুদা তর্ক! কিন্তু ইনডিয়ার ব্যাপারেও কি আলাপটা বেহুদা?
হজরত জাহেদ বা বাংলাদেশের মিডিয়া বা আতেল বয়াতিরা জখন ইনডিয়ারে ভারত কয়/লেখে, তখন কি ঘটে আশলে, এইটা লইয়া আমাদের কি মাথা ঘামানো আদৌ দরকার আছে, নাকি বেহুদা আলাপ!?
ইনডিয়া তার কন্সটিটুশনে আরেকটা নাম হিশাবে ‘ভারত’ লেইখা রাখছে শেই ১৯৫০ শালে, নিজেদের এই নামে ডাকে তারা, নিজেদের দেশের ভিতর, ইন্টারনেশনাল নাম জদিও ‘ইনডিয়া’। আরেকটা দেশ, দেশের মিডিয়া বা লোক হিশাবে আমরা কি আরেকটা দেশকে তার ইন্টারনেশনাল নামে ডাকবো, নাকি তার কন্সটিটুশন পইড়া তার ইন্টারনাল নামে ডাকবো? বাংলাদেশের হজরত জাহেদ বা আরো আরো লোক বা মিডিয়া দেখা জাইতেছে, ইনডিয়ার কন্সটিটুশন পইড়া তার ছেকেন্ডারি নাম, জেইটা কিনা একান্তই ইন্টারনাল, শেই নামে ডাকতেই আরাম পায়! কেন এমন? তাতে ঝামেলাটাই বা কি?
এইখানে আমাদের বুঝতে হবে, ‘ভারত’ কি। ‘ভারত’ হইলো ইতিহাশ ছাইড়া মিথের দিকে হাটা শুরু করা এবং মিথ মোতাবেক ইতিহাশ বানাবার ধান্দা। এইখানে শুরুতেই খেয়াল করা দরকার জে, আজকের ইনডিয়ার বিজেপি-শিবশেনাদের ইতিহাশভাবনা এবং পলিটিক্সের গোড়াটা জে কংগেরেছেই আছিলো, শেইটা পাওয়া জাইতেছে ঐ ১৯৫০ শালে কংগেরেছের বানানো ইনডিয়ার কন্সটিটুশনের ভিতরেই! কেননা, মিথ (মহাভারত) মোতাবেক ‘ভরত’ আছিলেন ‘আর্জাবর্তে’র বাদশা, হিমালয় থিকা শাগর তক আছিলো তার এম্পায়ার বা বাদশাহি এবং শেই বাদশাহির নামই ভারত। খেয়াল করেন, শুরুটাই হইতেছে রেছিস্ট জমিনে, এরিয়ান দেশ হিশাবে দাবি করা হইতেছে এইখানে, রেশিয়াল ছুপ্রিমেছিতে শুরু হইতেছে বয়ান।
Continue reading