বলিউডি কিছু কেস স্টাডি
১. হিন্দিতে ডাবিং করা স্পাইডারম্যান দেখলাম কিছুটা। নায়ক রেস্টুরেন্টে বিয়ার প্রোপোজাল দিতে চায় নায়িকারে; এনগেজমেন্ট রিং’টা দেয় রেস্টুরেন্ট ম্যানেজারকে, দুইজনে প্লান করে–নায়িকারে দেওয়া ড্রিংকের গ্লাসে থাকবে সেই রিং, তখন ভায়োলিনে বাজানো হবে নায়িকার ফেভারিট মিউজিক ট্র্যাক। হিন্দিতে কইতে থাকা নায়কেরে এমন দরকারি সার্ভিসটা যেই ম্যানেজার দিলেন সে কথা কয় বাংলায়। এই হিন্দি নায়কের নাম বিজয় মনে হইলো, আর একজন ভিলেনের নাম ইউসুফ। এমনতর ডাবিং-এ কোলকাতার স্পেশাল কোন ফিলিং হয় নাকি? ইন্ডিয়ার মোসলমান সিটিজেনদের? কী জানি! বাট, হিন্দি হিন্দুরা মোসলমান আর বাংলারে কোন কোন পজিশনে দেখতে পায় সেইটা ভিজ্যুয়ালি দেখাইয়া দেওয়া গেল এই ডাবিং দিয়াই। সো, ফিল্ম কিন্তু বানান লাগলো না মোটেই; হলিউডি ফিল্ম দিয়াই, সরাসরি কিছুই না বলে চাকর আর দুশমনরে চিনাইয়া দেওয়া গেল আরামসে…
[pullquote][AWD_comments][/pullquote]
২. সমাজে ফিল্ম কেমনে কেমনে কাম করে সেইটা বোঝার জন্য বলিউডি কিছু কেস স্টাডি করা যায়; ইন্ডিয়ার আম আদমী পার্টি লইয়া বাংলাদেশে কিছু আলাপ আছে; আছে কিছু লোকের আশা দেখতে পাওয়া, দেখতে পাওয়া সাকসেসের সম্ভাবনাও।
৩. কংগ্রেস আর বিজেপির চিপা দিয়া আম আদমি পার্টির জয়ে বাংলাদেশে তেমন সাকসেসের আশা করেন এমন কিছু লোকের একটা দেশি পার্টি ধরা যাক ‘গণসংহতি আন্দোলন’। এমন যদি হয় তাইলে আমাদের মনে হইতে পারে আম আদমি পার্টি’র ধরন-ধারন লইয়া কিছু বোঝাপড়া আছে তেনাদের। ইন্ডিয়ায় ঐ সাকসেস নিশ্চই কিছু সবক দিছে তেনাদের; বাট দিছে কি? কট্টর হিন্দুতে ভরা ভারতে একটা পার্টির নামে দেখা যাইতাছে ইংরাজি শব্দ একটা; ইভেন আরবি-ফার্সি শব্দও আছে দুই-দুইটা! সেই ফার্সি যেইটারে ঐ কট্টর হিন্দুরা ভাবে আর দেখায় উপনিবেশি শক্তি হিসাবে; বিজেপি আর শিবসেনারা ইংরাজের চাইতেও বড় দুশমন বলে মোগলদের (বা ইংরাজ মে বি তত দুশমনই নাই আর); এই মোগলরাই ভারতে ফার্সির কলম করা গাছ লাগাইছিল; বাবরি মসজিদ ভাইঙ্গা মনে একটু শান্তি হইছিলো মাত্র। এই ইন্ডিয়ায় পলিটিক্যাল সাকসেস চাইলে কি পার্টির নামে ফার্সি ওয়ার্ড রাখা ঠিক হইলো? নাম তো রাখা উচিত ছিল ‘সাধারণ মনুষ্য পক্ষ’, বড়জোর ইংরাজির ‘পার্টি’ থাকতে পারে।
দেখা যাইতাছে, আম আদমি পার্টি বাংলাদেশের গণসংহতি আন্দোলনের হিসাবে চলে নাই; আবার পার্টির নামের ব্যাপারে বাংলাদেশের গণসংহতি আন্দোলন আম আদমি পার্টির কাছ থেকে কোন সবক লয় নাই। আম আদমি পার্টি তাইলে কোন হিসাব লইছে নিজের নামে? ব্যাপারটা সোজাই একদম, বলিউডের হিসাব লইছে। মনুষ্য’রে বলিউড হাজার হাজার এন্ট্রির ভিতর দিয়া ‘আদমি’ বানাইয়া দিছে; তেমনি ‘সাধারণ’রে বানাইছে ‘আম’–মুভির নাম থেকে বলিউডের গান-ডায়লগ ‘মনুষ্য’ আর থাকতে দেয় নাই, ‘আদমি’ বানাইয়া দিছে। বাট বলিউডের লগে আম আদমি পার্টির লেনাদেনা কি এইখানেই শেষ হইলো? নাহ্! পুরা পার্টিটাই বা তার ভোটারদের অরিজিনাল ম্যানুফ্যাকচারার আসলে বলিউড; দেশি-বিদেশি এনজিও আন্না হাজারে’রে বানাইতে পারে, বাট তারে আমের মাঝে ঢুকাইয়া দিছে বলিউডের ‘লগে রহো মুন্না ভাই’; কেজরিওয়ালের মোচ আসলে ‘নায়ক’-এর অনিল কাপুরের সেই মোচের ম্যসক্যুলিনিটি; ‘রানঝানা’ শিখাইছে কেমনে কংগ্রেস আর বিজেপি বাদেও ভোট দেওয়া যাইতে পারে। হিন্দি সিনামা দেখি না বইলা আরো আরো নজির পেশ করতে পারলাম না; বাট আম আদমি পার্টির এসেন্স বলিউডে পাওয়া যাবে হামেশাই; কংগ্রেস আর বিজেপির বাইরে যে যাইতে হবে সেইটাও বলিউড শিখাইছে; ভাবতে পারেন, রং দে বাসন্তি’র কথা।
৪. আমরা এমনসব ফিল্ম বা স্টার বানাইতে পারি নাই; আমরা বানাই ‘মেঘমল্লার’, আরো আরো মেঘমল্লার যেন বানাই আমরা সেই জন্য এরে পুরস্কারও দিতে থাকি। মেঘমল্লার যারা বানায়, ড. খানের ( সলিমুল্লাহ খান – Salimullah Khan ) মতো যেইসব বুদ্ধিজীবী তার রিভিউ লেখে, আর যারা অঞ্জনরে ( Anjan Zahidur Rahim ) পুরস্কার দেয় তাগো পুরাই ফালাইয়া দিতে হবে; আমরা যতদিন অমন মুভি আর স্টার বানাইতে না পারি ততদিন ডাবিং তো করতে পারি; বাট ‘গণসংহতি আন্দোলন’ টাইপের ওয়ার্ডিং দিয়া ডাবিং করা যাবে না আলবত; নায়ক বা রানঝানা ডাবিং করেন; বলিউড অপছন্দ হইলে হলিউড ডাবিং করেন। অ্যাভেঞ্জার্সের হাল্কের নাম হোক সাকি (Zonayed Saki ), স্কারলেট জোহানসেনের নাম হোক মোশরেফা মিশু, স্যামুয়েল এল. জনসনের নাম হৌক আনু মুহাম্মদ ( Anu Muhammad ) । আর ভিলেনদের নাম প্রোপোজ করার সাহস নাই আমার।
২ মে ২০১৫
রক মনু
Latest posts by রক মনু (see all)
- হিস্ট্রিওগেরাফি এন্ড পলিটিকেল লয়ালটি - অক্টোবর 18, 2024
- খলিফা হইয়া ওঠা - সেপ্টেম্বর 2, 2024
- আমাদের নিয়ত এবং বাংলাদেশের ফিউচার - আগস্ট 25, 2024