নাউ প্লেয়িং: ডেমিয়েন রাইস
ডেমিয়েন রাইস আইরিশ মিউজিশিয়ান, সিংগার-সংরাইটার, রেকর্ড প্রডিউসার। গান মূলত ফোক, ইন্ডি রক, ফোক রক জঁরার। এখন পর্যন্ত অ্যালবাম তিনটা – ও [O] (২০০২), ৯ [9] (২০০৬), মাই ফেভারিট ফেইডেড ফ্যান্টাসি [My Favourite Faded Fantasy] (২০১৪)। [pullquote][AWD_comments][/pullquote]
রাইসের গান একই সাথে হার্শ এবং স্মুদ। অস্থির হইলেও শান্ত, শান্ত হইলেও অস্থির। এক ধরনের স্যাডনেস আছে, মেলাংকলি আছে, আমি আইরিশ ফোক লালাবাইগুলার সাথে সেইটার মিল পাই। রাইসের সাথে প্রথমদিকে লিসা হ্যানিগান গান গাইত। প্রথমদিকে বলতে রাইসের প্রথম দুইটা অ্যালবামের কাজ চলাকালীন সময়ে হ্যানিগান ওর ব্যান্ডের অংশ ছিল, পরে আলাদা হয়ে যায়। হয়তো ওদের একসাথে করা মিউজিকই ভালো ছিল, ওদের হারমনি-সমেত। অন্তত রাইসের জন্য বটেই, হ্যানিগান একটা এজ দিত ওকে। হ্যানিগানের জন্য হয়তো আলাদা হয়ে যাওয়াটাই ভালো ছিল। তবে প্রসঙ্গ আসলেও, হ্যানিগান এখানে না, সিন্স শী ডিমান্ডস হার ওউন প্রোফাইল।
রাইসের গানে প্রেম একটা ডমিনেটিং থীম। কিন্তু এই প্রেম হয়তো রোম্যান্টিক প্রেমের চাইতে ব্রড [মানে, এমন না যে শুধু রোম্যান্টিক প্রেম হইলেও সমস্যা ছিল – সেইটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণই, আমাদের অপ্রস্তুত-হয়ে-থাকা সত্ত্বেও]। একদিকে প্রেমকে রিয়ালিস্টিক্যলি দেখানোর চেষ্ট আছে – “রিয়াল” প্রেম, বা, দ্য “রিয়্যালিটি” অভ প্রেম; অন্যদিকে আইডিয়ালিস্টিক ভিউ-ও আছে – শেষপর্যন্ত প্রেমই আমাদের বাঁচায়ে দিবে, তুমি আমাকে বাঁচায়ে দিবা, বা, হয়তো আমিও তোমাকে।
এইখানের এগারটা গান পার্সোনাল ফেভারিট।
[youtube id=”5YXVMCHG-Nk”]
[youtube id=”cgqOSCgc8xc”]
[youtube id=”wGs-smk5-WM”]
[youtube id=”ZduDvIBu3EU”]
[youtube id=”DbIKsUybL2k”]
[youtube id=”dRPwFAoQwxc”]
[youtube id=”3yqM–IMkX4″]
[youtube id=”GLPCTw0eUn0″]
[youtube id=”FnzHOsiaJns”]
[youtube id=”M2SbH6tFLOs”]
Hallelujah [Leonard Cohen/Jeff Buckley Cover]
[youtube id=”rbk8JnzvUX4″]
Latest posts by আনিকা শাহ (see all)
- নাউ প্লেয়িং: প্রোটোজে - আগস্ট 18, 2016
- ফিশ লাভ ।। আন্তন চেখভ ।। - জুলাই 24, 2016
- নাউ প্লেয়িং: লানা ডেল রেই - জুলাই 11, 2016