নাউ প্লেয়িং: প্রোটোজে
প্রোটোজে। জ্যমেইকান সিংগার, সং রাইটার। মিউজিক জঁরা রেগে, ডাব, রক। স্টুডিও অ্যালবাম দ্য সেভেন ইয়ার ইচ্ [The Seven Year Itch] (২০১১), দ্য এইট ইয়ার আফেয়ার [The 8 Year Affair] (২০১৩), এনশিয়েন্ট ফিউচার [Ancient Future] (২০১৫), রয়ালটি ফ্রি [Royalty Free] (২০১৬)।
প্রোটোজে রেগে-র জেনারেশন নেক্সট-এর অংশ, “রেগে রিভাইভাল”-এর অংশ। যারা রেগেকে রিইনভেন্ট করতে চায়, যারা রেগের সাথে যোগ করে অন্য কিছু, কিন্তু মূলটা ঠিকঠাক রাখে – সেইম “রিডিম”, ডিফ্রেন্ট ট্রিটমেন্টস্।[pullquote][AWD_comments][/pullquote]
প্রোটোজে স্ট্রেইট ফরওয়ার্ড, যা-হচ্ছে-তাই বলে – বলে ‘ফ্রম দ্য স্ট্রিট্স্ অভ জ্যমেইকা কামিং লাইভ অ্যান্ড ডিরেক্ট’। প্রোটোজে হালকা, খানিকটা মিসচিভাসও। কিন্তু তার জ্যমেইকান ইংলিশ বা জ্যমেইকান পাতোয়া আর আইয়ারিক-এ সে যা বলে অধিকাংশ সময়ই তা হালকা না। প্রোটোজে ভারি কথা হালকাচালে বলে ফেলে। এবং তাতে ভারি কথা ভারিই থাকে, চালটাই হালকা হয়।
রেগে-র রাস্টাফারাই রেফারেন্স প্রোটোজের গানে বারবার আসে। সেই রেড-গোল্ড-গ্রিন, ম্যারিহুয়ানা, জাহ্ আর আই অ্যান্ড আই। সেই ট্রিক্স্, হিপক্রিসি আর অপ্রেশনের ব্যাবিলন দেখা, বোঝা, আর বিরুদ্ধে আওয়াজ তোলা; সেই জায়নের কথা ভাবা। অর্থাৎ কিনা নতুন প্রেক্ষাপটে ফান্ডামেন্টালি পুরান। এবং ফান্ডামেন্টালি পুরান তো থাকবেই; কেননা ফান্ডামেন্টালি নতুন কিছু তো ঘটতেছে না, আর পুরান নিয়েও নতুন নতুন হইতে পারে, বিপরীত যেহেতু না, মিউচুয়ালি এক্সক্লুসিভ যেহেতু না।
উল্লেখ্য, প্রোটোজের সবগুলা অ্যালবামের গান শোনা যাবে ওর সাউন্ডক্লাউডে। আর রয়ালটি ফ্রি-র বি-সাইড ডাউনলোড করা যাবে ওর ওয়েবসাইট থেকে, [রয়ালটি] ফ্রি।
টপ টেন।
[youtube id=”qGSpIBZI5u4″]
[youtube id=”he3n2-93gpA”]
[youtube id=”CbRW9U2Oj7U”]
[youtube id=”ncWmJcEie1k”]
[youtube id=”hzqFmXZ8tOE”]
[youtube id=”-sks_McbbqM”]
[youtube id=”cb9FsrYuNXE”]
[youtube id=”pdheAy7Hggk”]
[youtube id=”yTZ8HZGNoGQ”]
[youtube id=”4sNreYo0rF4″]
————-
সাউন্ডক্লাউড – https://soundcloud.com/protoje
ওয়েবসাইট – http://www.protoje.com/
Latest posts by আনিকা শাহ (see all)
- নাউ প্লেয়িং: প্রোটোজে - আগস্ট 18, 2016
- ফিশ লাভ ।। আন্তন চেখভ ।। - জুলাই 24, 2016
- নাউ প্লেয়িং: লানা ডেল রেই - জুলাই 11, 2016