ইমরুল হাসান-এর ‘মকারি’
মকারি জিনিসটা হিউমারাস হইলেও, ঠিক হিউমার না; একটু ইনফিরিয়র, ভোঁতা টাইপের জিনিস; একটা সেন্স অফ অরিজিনালিটি থাকতে হয় আগে তা নাইলে মকারি হয় না। একটা জিনিস আছে অরিজিনাল, সুন্দর, আপনি তারে ভেঙ্গাইলেন। তো, ওইটা না থাকলে তো হইলো না, অরিজিনাল’টারে মেনশন করার ভিতর দিয়া তারে বাতিল করার একটা ব্যাপার থাকে। আছে তো, কিন্তু পাত্তা দিলাম না, বদলাইয়া ফেললাম, হাসলাম ওইটারে নিয়া। বা বদলাইতে যে পারলাম, হাসিটা ওইখানেই। এমনিতে কমন হিউমারে একটা ‘সেন্স অফ অরিজিনালিটি’ বরং মিসিং থাকে; আছে, সবাই জানে, কিন্তু না বইলাই বেশি বুঝানো যায়, এইরকম। সত্যিটা সবাই জানে; যেহেতু জানে, যে জানে না বা জাইনাও বুঝে না, তার লগে হিউমার করলেন। ঠারে ঠারে বুঝাইলেন। না-বলা সত্যিটারে না বইলাই আরো জোরদার কইরা দিলেন। মকারি’র এই টেনশনটা কম। কোনকিছু প্রমাণ করার। নিজের কোন গ্রাউন্ড নাই, ভেঙ্গানিটাই আছে। যদি অরিজিনালের ঘটনাটা আপনার জানা না থাকে তাইলে মকারির ব্যাপারটা আপনি ঠিকমতো টের পাইবেন না। তখন সেইটা অবশ্য মকারি না আর, হয়তো নতুন কোন ম্যাক্সিম। 🙂 [pullquote][AWD_comments][/pullquote]
———————————-
।। বোদলেয়ার ।। লালন ।। রবীন্দ্রনাথ ।। জীবনানন্দ দাশ ।। সুমনের গান ।। লতা মুঙ্কেশকর ।। ফিউশন উইথ সন্ধ্যা মুখোপাধ্যায় ।। সক্রেটিস ।। জুলিয়াস সিজার ।। সুনীল গঙ্গোপাধ্যায় ।। ভাস্কর চক্রবর্তী ।। সুকান্ত ভট্টাচার্য ।। মান্না দে ।। হেমন্ত মুখার্জী ।। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।। পবন দাস বাউল ।। অর্ণব ।। অমিয় চক্রবর্তী ।। মানিক বন্দোপাধ্যায় ।। সিগমুন্ড ফ্রয়েড ।। অনন্ত জলিল ।। শহীদ কাদরী ।। তারাশঙ্কর বন্দোপাধ্যায় ।। ভ্যান গগঁ ।।
———————————-
বোদলেয়ার
আমি ভালোবাসি অ্যাভারেজ পিপল… থমকে থাকা অ্যাভারেজ পিপল… ঐ নিচাতে… ঐ নিচাতে… আমি ভালোবাসি আশ্চর্য অ্যাভারেজ পিপলদের!
লালন
আমার নেইবার যে আছে, সে তো খালি আমারেই দেখে!
রবীন্দ্রনাথ
তুমি চঞ্চল হে,
তুমি বাংলাদেশি প্রবাসী
জীবনানন্দ দাশ
যে হৃদয় বাঘেদের, সিংহদের, হরিণীদের সাথে তাদের হইতেছে দেখা
সুমনের গান
পুলিশ তুমি কেঁদো না, আমারও কান্না আছে
লতা মুঙ্কেশকর
প্রেম এসেছিলো দুয়ারে,
এখন যাইতেছে চলে
বলে, তোমার ত খালি বউ না
লগে দুইটা বাচ্চাও আছে!
ফিউশন উইখ সন্ধ্যা মুখোপাধ্যায়
আমি দিবো না লাইক তোমার কোন পোস্টে
যাবো না আর তোমার পেইজে
খালি দূর হতে ভালোবেসে যাবো
অ্যাট লিস্ট একটা রিভেঞ্জ-ফিলিংস তো পাবো!
সক্রেটিস
আমি জানি না – এর বাইরে আর কোনকিছুই থাকতে পারে না।
জুলিয়াস সিজার
The technical fault of the language is not poetry.
সুনীল গঙ্গোপাধ্যায়
বুকের মধ্যে সুগন্ধি রুমাল লুকিয়ে রেখে বরুণা বলেছিল
বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমার বুক দেখাবো…
ভাস্কর চক্রবর্তী
শীতকাল কি চলে এসে আবার চলেই যাবে না, স্বপ্না?
সুকান্ত ভট্টাচার্য
এসেছেন নতুন প্রেমিক উনার জন্য ছেড়ে দিতে হবে টাইম
মান্না দে
আমি ক্লোজ ফ্রেন্ড না হয়ে, ফ্রেন্ড হয়েই বেটার ছিলাম…
হেমন্ত মুখার্জী
ছোট্ট-খোঁচা আর যত মকারি-কবিতা আমি তোমাকে দিলাম, মনে রেখো…
তারপর?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
তোমার বউ নাই, তাই বইলা আমার প্রেমিক না-থাকবে কেন?
পবন দাস বাউল
পর জনমে অ্যান্টনি হইও তুমি কিওপেট্রা
অর্ণব
মাঝে মাঝে তবু লাইক পাইতাম, কোনদিন আর পাবো না
অমিয় চক্রবর্তী
খুঁজেও পাবে না তারে সার্চ–ইঞ্জিনের অজস্র রেজাল্টে
মানিক বন্দোপাধ্যায়
ম্যাসেঞ্জার! ম্যাসেঞ্জার! তোমার স্কাইপি নাই কুসুম?
সিগমুন্ড ফ্রয়েড
যেখানেই আমি যাই, গিয়ে দেখি আমার আগে একজন পুলিশ দাঁড়ায়া আছে
অনন্ত জলিল (হোয়াট ইজ লাভ?)
জগতের এইসব ফেইক ইমেজগুলিরেই আমরা ভালোবাসছিলাম।
[youtube id=”XU_DkrXEgnw”]
শহীদ কাদরী
বন্য প্রেমিকা খুঁজে পাবে প্রিয় কবি
কিন্তু একসাইটেটমেন্ট পাবে না, পাবে না, পাবে না
তারাশঙ্কর বন্দোপাধ্যায়
হায় এই জীবন এত ফানি কেনে!
ভ্যান গগঁ
বিলানেস উইল লাস্ট ফরএভার!
[youtube id=”tVMCnvuCADg”]
Latest posts by ইমরুল হাসান (see all)
- পলিটিকাল ডাইরি – ২০২৪ (তিন) - নভেম্বর 15, 2024
- পলিটিকাল ডাইরি – ২০২৪ (দুই) - সেপ্টেম্বর 17, 2024
- পলিটিকাল ডাইরি – ২০২৪ (এক) - সেপ্টেম্বর 4, 2024