আনোয়ার পাশার পিরিতের চাবুকে বাংলার জখম
মাদ্রাসার মাস্টার আনোয়ার পাশার নভেল ‘রাইফেল, রোটি, আওরাত’ পড়ছেন? এইটা মুক্তিযুদ্ধ লইয়া পয়লা নভেল, যুদ্ধের টাইমেই লেখা, ১৯৭১ সালের ডিসেম্বরে উনি খুন হন পাকিস্তানপন্থিদের হাতে, এ কারণে বাংলাদেশ এই মাদ্রাসার মাস্টারকে শহীদ বুদ্ধিজীবী হিসাবে মনে রাখে। বাংলাদেশে ১৪ ডিসেম্বর যাগো কারণে মনে আসে তাগো মাঝে আনোয়ার পাশা একজন।
তো, অনলাইনে পড়তেছিলাম রাইফেল, রোটি, আওরাত। না, এইটার ভিত্রে বাংলা একাডেমীতে বই বেচার যে বড় বাজার বসে সেইটার লগে দুশমনি নাই কোন :)! পুরাটা পড়তেও চাইতেছি না, দুই-চার পাতা পইড়া স্রেফ দুইটা কথা পাড়ার পায়তারা করতেছি আর কি![pullquote][AWD_comments][/pullquote]
এই নভেলের নায়ক মনে হইতেছে সুদীপ্ত শাহিন, ইনি ইংরাজির মাস্টার ঢাকা ভার্সিটিতে। কোলকাতা থিকা পাকিস্তানে মাইগ্রেট করছিল, এই নাম লইয়া ভেজালে পড়ে পাকিস্তানে–মোসলমান কিনা সন্দেহ করে, তাই নাম পাল্টাইয়া ফেলেন এই মাস্টার সাব।
আগে এক লেখায় কইতেছিলাম, আইউব খান পাকিস্তানে রঠার গান গাইতে মানা করায় রঠার গান দিয়া ছায়ানট বা উদীচী সারা পূব পাকিস্তানে মুভমেন্ট শুরু করে, বাংলাদেশের কালচার্ড মিডল ক্লাসের মন রঠার গানের দখলে যাবার গোড়ায় আছেন আইউব খান, ছায়ানট হইলো ঐ খান সাহেবের আনওয়ান্টেড চাইল্ড। আমার এই কথারে কিছু ভ্যালিডিটি দিতেছে আমাদের এই মাদ্রাসামাস্টার, নায়কের নাম ‘সুদীপ্ত’ রাইখা। এই নাম একটা অর্থ দেবার লোভে রাখা হইতেছে, কিন্তু বাঙালিরা এইটার অর্থ জানে না, অশিক্ষিত তো দূর, শিক্ষিতরাও জানে না!
সুদীপ্ত শাহিন কলেজে মাস্টারির চাকরিতে ইন্টারভিউ দিতে গেলে বোর্ডের লোকেরা ঐটার অর্থ না জানাটা জানায়, জিগায়–”সুদীপ্ত কথাডার মানেডা কি?”।সুদীপ্ত তখন অর্থটা জানায়, “উত্তমরূপে দীপ্যমান যাহা”। পাশা সাহেব নায়কের এমন নাম কেন রাখলেন? এমন নাম যা গড় বাঙালি বোঝে না, একবার শুইনা কইতেও পারবে না! এইটা আসলে রেজিস্ট্যান্স, পাকিস্তানপন্থিদের ভাবনার রিঅ্যাকশন! কোন ভাবনা? বোর্ডের জবাবে সেইটা পাইবেন– “এ তো তবে বাংলা নাম হইলো সাব। আপনে তবে হিন্দু হইতে চান?”।
বোর্ডের লোকের মুখে বাংলার একটা ভুল ডেফিনিশন বসাইছেন আনোয়ার পাশা! এইটা বাংলা না, সংস্কৃত; বাঙালি সমাজের বোঝাবুঝির মাঝে সংস্কৃত শব্দ থাকলে সেইটা বাংলাই, কিন্তু এইটা নাই। বোর্ডের লোকেরা বাঙালি, শিক্ষিত, তারাও এইটা বোঝে না দেখা গেল! তারপর বাংলা আর হিন্দুর যোগাযোগটাও ভুল; আরবীতে কথা কওয়া ইহুদী যেমন থাকতে পারে, বাংলা কওয়া ইহুদীও তেমন থাকতে পারে–বুলির লগে ধর্মের অমন নেসেসারি রিলেশন নাই। তাইলে দুইটা ভুল ভাবনারে পাকিস্তানপন্থিদের ভাবনা হিসাবে অনুমান কইরা, ধইরা নিয়া তার রিঅ্যাকশন হিসাবে নায়কের নাম রাখছেন ‘সুদীপ্ত’! চারপাশে দেখেন, প্রায় ৫০ বছর আগে পাকিস্তান মরলেও আজকের বাংলাদেশেও সেই রিঅ্যাকশন দেখাইয়া কতজন নিজের/পোলার নাম সুদীপ্ত রাখতেছেন! আনোয়ার পাশা থিকা আরো কতো কতো লেখক চেষ্টা করলেন, কিন্তু সুদীপ্ত শব্দটা আরো কম লোকে বোঝে এখন! ইংরাজি মিডিয়াম হিসাবে লইলে সাফ সাফ বুঝবেন :)।
একটামাত্র শব্দ লইয়া এমন কেন প্যাচাইতেছি, তাই ভাবছেন? না, একটা শব্দ না। এইটা একটা প্যাটার্ন। বাংলা গ্রামারের বেকুবগুলা ‘সুযোগ’ বা ‘সুখবর’ ধরনের দুই চারটা শব্দ দেইখা ‘সু’ দিয়া পুরা মাখাইয়া ফেলছে বাংলা, কতগুলা সংস্কৃত শব্দের লগে ‘সু’ জোড়া লাগাইয়া দেয় খালি, তাতেই যেন সুন্দর বাংলা হইতেছে! এমন আরো আছে। যেমন ‘বি’ দিয়া কইবে ‘বিনম্র’, ‘বিশুষ্ক’ ‘বিশিষ্ট’। কিন্তু দেখেন, এগুলা বাংলার লগে মেলে না আসলে, ভালো বাড়ি বুঝাইতে সুবাড়ি কইছেন? ভালো চাউলরে কইলেন সুচাউল? আপনের বিশেষ ছাগলটারে বিছাগল কন নাকি?
এক ভাষার/বুলির শব্দ আরেক ভাষা/বুলিতে অনেকভাবেই আইতে পারে। ধরেন, ‘ইন্টারেস্টিং’ বা ‘কুলিং’ ‘শ্যুটিং’ বা ‘বোরিং’ বা ‘ডেটিং’– এমন অনেক ইংরাজি গোড়ার শব্দ এখন বাংলায় পাইবেন, তাই বইলা কি আপনে ‘ing/ইং’ যোগ করতে থাকবেন বাংলায়? দৌড়িং কইবেন? গোছলিং? খাইং? লিখিং? চাবাইং? পিরিতিং? ব্যাপারটা বুঝলে আপনে সিধা বুঝবেন যে, সুফল কইতে পারেন বাংলায়, তাতে ভালো ফ্রুট/ফল বোঝেই না লোকে, এই ফল আরেক কিসিমের, আবার চাকরিতে আপনে সুমজুরি পান, সুমজুরি শব্দটার চল নাই, লোকে কয় না, লেখে না, ঐ ‘সু’অলা বাঙালিরা হয়তো বুঝবে, তাও একটু ভাবার পরে!
কিন্তু রাইফেল, রোটি, আওরাতের দুই/তিন পাতায় আরো কিছু ভাবার ব্যাপার আছে। ইন্টারভিউ বোর্ডে থাকা বাঙালিদের আলাপ দেখেন। আগের দুয়েকটা কথার লগে আরো দেখাই:
১. “ঠিক কইছ হাওলাদার বাই।”
২. “মনে তো লয় যে, দরখাস্তে আপনে মিছা কথা বানাইছেন।”
এই কথাগুলাই তখনকার পূব পাকিস্তানের আমজনতার বাংলা, আমি এইটার নাম কই ‘কমন বাংলা’, জেনারেল বাংলাও কইতে পারেন। এইটাই লোকে এখনো কয়, এই বাংলাতেই ভাবে, অশিক্ষিত-শিক্ষিতের আলাপগুলাও এই বাংলায় চলে এখনো। আনোয়ার পাশা ‘সুদীপ্ত’ হইয়া আমজনতার এই বাংলারে ফালাইয়া দিয়া লোকে কয় না বা বোঝে না তেমন একটা বানানো বাংলায় লেখেন; যেই বাংলাটা কলোনিয়াল কোলকাতার ল্যাবরেটরিতে কম্যুনাল এবং জমিদারি এলিটের হাতে পয়দা হইছে, শূদ্র এবং মোসলমান–বাঙালির এই ৯৫{855ff4e32ca5c8db0719e8f837cd158afce0d103a8821dfb7d995472b79aa6d7} মেম্বারের ঢঙ এবং শব্দ বা ভোকাবুলারি ফালাইয়া দিয়া, ঘেন্না কইরা, ভালগার নাম দিয়া, রেসিজমে মাতাল হইয়া আর্যের সংস্কৃতের বনেদি বাছুর হবার লোভে!
রক মনু
Latest posts by রক মনু (see all)
- হিস্ট্রিওগেরাফি এন্ড পলিটিকেল লয়ালটি - অক্টোবর 18, 2024
- খলিফা হইয়া ওঠা - সেপ্টেম্বর 2, 2024
- আমাদের নিয়ত এবং বাংলাদেশের ফিউচার - আগস্ট 25, 2024