এডিটোরিয়াল: উত্তম, শত্যজিৎ, শোমিত্র
১.
এই ছিনামায় অমিতাভ হইলেন ইনডিয়ান, ভারতনগর নামে মুম্বাইর ১টা বস্তির লিডার; এই বস্তির ৪টা ছেকশন–বাংগালি, মাদ্রাজি, পান্জাবি আর মোছলমান ! বস্তির বাংগালি ছেকশনের হেড হইলো উত্তম; এই ৪টা ছেকশনের (হেড) ডনেরা ঝগড়া ফেছাদ করে, তারা বাংগালি বা মোছলমান হইয়াই থাকতে থাকে, ইনডিয়ান হইতেছিল না ঠিক! ইনডিয়ান অমিতাভ তখন ওনাদের মোটিভেট কইরা ইনডিয়ান বানাইয়া তোলেন।
তো, এই ছিনামায় পাটের গুরুত্ত হিশাবে অমিতাভের থিকা জতোটা নিচে উত্তম, নিজেরে উত্তম তাই ভাবতেন অমিতাভের তুলনায়, তাই তো রাজি হইলেন অমন একটা ইস্ক্রিপ্টে; অমিতাভের তুলনায় নিজেরে এমন ভাবার কোন নজির কি তামিল রজনিকান্তের দেখছেন কেউ?
এই উত্তমের চাইতেও নাকি ছোট একজন এক্টর আছিলেন শৌমিত্র; শেই শৌমিত্র ঢাকায় আইলে তার ভাপে মাখনের মতো গইলা জান নুর-জাকের-রামেন্দু-ফেরদৌসি
২.
‘হিরক রাজার দেশে’, এই ছিনামা শত্যজিৎ বানাইতেছেন ১৯৮০ শালের ইনডিয়া নামের একটা মর্ডান রাশ্টে। মর্ডান রাশ্টের কিছু কি বুঝতেন শত্যজিৎ?
ছিনামার রাজা তার পোরজাদের শিক্ষা ঠেকাইতে চায়, নো ইশকুল। এমন রাজার একটা রাশ্টো মেটাফর হিশাবে মর্ডান রাশ্টের কিছু কি ধরতে পারে?
এই ছিনামায় শত্যজিৎ রাজার জেই মগজ ধোলাইখানা দেখাইতেছেন, ইশকুল জেইটার কাউন্টার, মর্ডান রাশ্টে ইশকুলই শেই জন্তর-মন্তর ঘর, ইশকুল দিয়াই মর্ডান রাশ্টো মগজ ধোলাই কইরা থাকে।
এগুলা বুঝতে অনেক অনেক থিয়োরি গিলতে হয় না আর্টিশের, দুনিয়ার দিকে একটু নজর দিলেই হয়; ১৯৮০ শালের ইনডিয়াতেও গনশিক্ষার বেপারে শরকারের নজর আছিল, বাচ্চাদের ইশকুলে নেবার জন্য ভর্তুকি দিতো রাশ্টো; এবং এইটা কেবল ১৯৪৭ শালের পরে শুরু হয় নাই, রাজা/রানির আমল থিকাই শুরু হইছে, শেই ইংরাজ আমলেই!
এই ইশকুলের ফলও রাজা পাইছে নগদ নগদ; ইশকুলে পড়ুয়ারাই ১৮৫৭ শালের ছিপাই-হুল ঠেকাইয়া দিছে অনেকখানি, তারা কেউ হুলে জয়েন করে নাই, ইংরাজকে জারা খেদাইতে চাইছে, তাগো ডাকাইত-বদমাশ হিশাবে খোদাই করছে নিজেদের খবরের কাগজে!
এখনকার ইনডিয়াতেও দেখেন, বিজেপি-শিবশেনার শবচে রেডিকেল হিন্দুরা শবাই শিক্ষিত, ইশকুলে পয়দা/ধোলাই হওয়া মগজ! ইশকুলের কারিকুলাম দিয়াই দরকারি ধোলাইয়ের কামটা করে বিজেপি। বিজেপি তো খারাপ, কিন্তু মর্ডান রাশ্টের তরিকাই অমন, ইনডিয়ার চাইতে ভালো রাশ্টোগুলা ছেরেফ ভালোর দিকে মগজ ধোলাই করে, ইশকুলের ভিতর দিয়াই!
ছো, শত্যজিৎ-শৌমিত্রের হিরক রাজার দেশের ভিতর দিয়া তখনকার বা এখনকার কোন দেশ-শমাজই খুব ভুল বোঝা হয়, রিভল্ট ধইরা লইয়া আপনে ইশকুলে জাইয়া মগজ ধোলাই হইয়া বাইরাইয়া আশেন! আপনের বাচ্চারা এখন দেশে কেমন কারিকুলামে কোন পোপাগান্ডা মুখস্ত করতেছে, দেইখেন পিলিজ।
৩.
জিন্দেগিতে জাগো একটা ফুশলানি বা ইন্সপিরেশন লাগে, তাগো ছাইজ পেরায়ই তাগো খাম্বা মোতাবেক। শেই কারনেই ‘টাওয়ারিং ফিগার’, ‘বামনের দেশে জায়ান্ট’ ইত্যাদি টার্ম হাজির হয় মাঝে মাঝে, কোন একটা ছেক্টরের মোড়ল টাইপের কেউ মরলে এইগুলা হাজির হয় বেশি বেশি!
কলিকাতা আর ঢাকার আট-কালচারের মহাজনদের মগজে এখনো ঐ টাওয়ারিং ফিগার হইলেন রঠা। এক মাইয়া আর্কিটেক্টের বরাতে মনে হইলো, বেপারগুলা খুব পোলা পোলা বইলা টাওয়ারে এতো ফেছিনেশন, নাইলে লেক বা দরিয়াও তো হইতে পারতো!
তা ঘটনা জেইটাই হৌক, শত্যজিৎ, শৌমিত্র বা উত্তমদের টাওয়ারিং ফিগার হইলেন রঠা এবং এই রঠার কাছে বাংলার চাইতে ইনডিয়া বড়ো, বাংলা হইলো তার অন্দরমহর, দুনিয়ার নাম ইনডিয়া, রঠার বানানো এক পোলার টার্মে কইতে পারেন, ঘড়ায় তোলা পানি আর দরিয়া/শাগর।
আজকের কলিকাতা বা ঢাকার কাছে রঠা তো বটেই, শত্যজিৎ বা শৌমিত্ররাও খাম্বা একেকজন; উত্তম নামের খাম্বা ভাই ইনডিয়ার আত্মা বলিউডকে কুর্নিশ করতেন, মইরা না গেলে হয়তো অনন্ত জলিলের কাছে দুইদিন থাইকা একটু দেমাগের ছবক লইতে পারতেন!
কিন্তু রঠা বা শত্যজিৎ তো কলোনিয়াল আমলের লোক, বিলাত/ইউরোপকে কুর্নিশ করাটাই তখন কমন, ইনডিয়া নামের দরিয়া তখনো ইংরাজ দাপাইয়া বেড়াইতেছে! তবু কলিকাতা থিকা ইনডিয়ার কেপিটাল দিল্লি জাওয়া বা হিন্দিই জে ইনডিয়ার ১ নাম্বার ভাশা হবে, এইগুলা ওনারা খুবই নেচারাল ভাবছেন।
তো, শত্যজিতের খাম্বা আছিলেন রঠা এবং রঠার নোবেলের লগে শত্যজিতের অশ্কারের একটা মিলও আছে! ‘ছং অফারিংস’ দিয়া রঠা দেখাইয়া দিলেন ইউরোপকে জে, ইনডিয়া মনোথেইজমের ছবক লইতে পারে, চার্চে গাওয়ার মতো গান লিখতে পারতেছে ইনডিয়া! ঐ ছবকটা কেন আগে থিকাই হাজির ইছলামের থিকা না লইয়া কেন খিরিস্টানদের থিকা লইতে হইলো, শেইটা একটা রহশ্য অবশ্য! কিন্তু পলিথেইজম থিকা মনোথেইজমের দিকে জাবার এনাম দিলো ইউরোপ, রঠার নোবেল হইলো শেই এনাম!
আর শত্যজিৎ কি দেখাইলেন? ইনডিয়া আরবান হইয়া উঠতে পারতেছে, ইভলুশন ঘটতেছে, কেপিটালিজম ডেভলাপ করতে পারতেছে; শাবেক ইনডিয়া আর টিকতে পারতেছে না, নেচারাল ছিলেকশনের মেটাফর হিশাবে মরলো দুর্গা, অপুর বাপ-মা আরবান হইলো, বামুন কেপিটালের ছিস্টেমে আরবান হইতে জাইতেছে, ধর্মরে একটা পোডাক্ট হিশাবে বেচা জায় শহরে, পুরানা জজমানিতে আর পোশায় না, নেচারাল ছিলেকশনে বাতিল হইয়া গেছে।
ইনডিয়ার ঘুনে ধরা, ছার্কুলার, মজবুত খুটায় বান্ধা শমাজের কুয়া থিকা দরিয়ার দিকে জাবার রাস্তায় চলতেছে অপুদের গরুর গাড়ি, চলতেছে পোগতির রাস্তায়… এমন একটা দেশকে তো একটা অশ্কার দেওয়াই উচিত!
নোবেল আর অশ্কার, জতো না রঠা বা শত্যজিৎ পাইছে, তারচে বেশি ইনডিয়ারে দিছে! ইনডিয়ারে স্নেহ করে তারা, ইনডিয়া স্নেহ চায়; অমন আকুল নয়নে ইউরোপের স্নেহ চাওয়া লোকেরাই হইলেন টাওয়ারিং ফিগার, এখনো ঢাকা-কলিকাতায়! আগে এনারা অমিতাভকে কুর্নিশ করা উত্তম কুমার বানাইছে, এখন বানাইতেছে কলিকাতা আর দিল্লির তাবেদার, আট-কালচারে তো বটেই, পলিটিকেল এরেনা তো আট-কালচারের গায়ে গা লাগাইয়াই থাকে! বর্ডারে তাই ইনডিয়া জখন খুন করে, খুন হওয়া শেই বাংলাদেশিরা তখন ছেরেফ বদমাইশ, খুনই তো করার কথা এবং এইটা ইনডিয়ার দাবিও করতে হয় না, রঠা-শত্যজিৎ-উত্তমের কাছে কুর্নিশের তালিম লওয়া বাংলাদেশি ছায়ানটি নেশনালিস্টরাই শিকার কইরা মাফ চাইতে থাকে দিল্লির দরবারে।
রক মনু
Latest posts by রক মনু (see all)
- হিস্ট্রিওগেরাফি এন্ড পলিটিকেল লয়ালটি - অক্টোবর 18, 2024
- খলিফা হইয়া ওঠা - সেপ্টেম্বর 2, 2024
- আমাদের নিয়ত এবং বাংলাদেশের ফিউচার - আগস্ট 25, 2024