Main menu

লিস্টিং: বাংলাদেশি সিনেমার গান (১৯৫৬ – ১৯৭৫) পার্ট ১

This entry is part [part not set] of 6 in the series বাংলাদেশি সিনেমার গান

বাংলাদেশি সিনেমার পিরিয়ড’টারে আমি ব্রডলি ৩টা পার্টে ভাগ করতেছি। ১৯৫৬ টু ১৯৭৫ – এই পিরিয়ড’টারে আমি বলতে চাই পলিটিক্যালি নন-ডেমোক্রেটিক আমল। তো, এইটা নিয়া তিনটা পোশ্ন আসতে পারে। এক. ১৯৫৬ সালে “মুখ ও মুখোশ” সিনেমা দিয়াই কি বাংলাদেশি সিনেমার শুরু নাকি? ব্রিটিশ আমলে ঢাকার নবাব’রাও তো সিনেমা বানাইছিল ‘দ্য লাস্ট কিস’ বা ইন্ডিয়ান সিনেমার যে শুরু, অই লোকও তো ছিলেন বাংলাদেশের!

তো, এই জায়গাতে আমার কথা হইতেছে, কোন কিছুর শুরু কখনোই একটা না, অনেকগুলা সুতা-ই আছে, বা থাকতে পারে। কিন্তু কোন জায়গাটা নিয়া আমরা আলাপ করতেছি, সেইটার বেসিসেই ‘শুরু’টারে আইডেন্টিফাই করতে পারতে হবে। ‘বাংলাদেশ’ যদি আলাদা একটা পলিটিক্যাল এনটিটি না হইতে পারতো, যদি পার্ট অফ ব্রিটিশ-ইন্ডিয়া থাকতো, তাইলে হয়তো এই পয়েন্ট’টা সিগনিফিকেন্ট হইতে পারতো না, বা অন্যরকমভাবে দেখা এবং বলা লাগতো। কিন্তু হিস্ট্রিতে যেইটা ঘইটা গেছে, সেইটারে তো বাতিল কইরা দিতে পারি না আমরা। বাংলাদেশ বলতে যেই পলিটিক্যাল আইডেন্টিটি সেইটার শুরু ১৯৪৭’র পরে পূর্ব পাকিস্তান হওয়ার ভিতর দিয়া। আর সেইখানে ফার্স্ট ফিচার-ফিল্ম রিলিজ হইছিল ১৯৫৬ সালে। তো, এইটারে একটা ‘শুরু’ বইলা মানতে পারাটা ‘অনৈতিহাসিক’ কোন ঘটনা না।

সেকেন্ড হইতেছে, ‘মুক্তিযুদ্ধ’ কি কোন ঘটনা না!!! (আরো বিস্ময়বোধক চিহ্ন থাকতে পারে।) অবশ্যই ঘটনা। কিন্তু আমার অবজারভেশন হইতেছে, এসথেটিক্যালি মেজর কোন চেইঞ্জ ১৯৭৫ সাল পর্যন্ত আসতে পারে নাই। এর পরের সিনেমা এবং সিনেমার গানগুলাতে গিয়া বরং ‘বাংলাদেশ’ ধারণাটা মোর স্পষ্ট হইতে পারছে। যেই কারণে ১৯৭১-এ না থাইমা, টাইমলাইনটারে ১৯৭৫ পর্যন্ত এক্সটেন্ড করছি আমি। এর মানে, ‘মুক্তিযুদ্ধ’রে ‘অস্বীকার’ করা না, বরং এইভাবে দেখা যে, একটা সময়ের পলিটিক্যাল হিস্ট্রি এবং কালচারাল হিস্ট্রি রিলেটেড ঘটনা হইলেও, একই জিনিস না। যেমন ধরেন, ১৯৭১’র পরেই খালি মুক্তিযুদ্ধ নিয়া সিনেমা এবং গান পাইবেন না, এর আগেও ‘মুক্তিযুদ্ধের চেতনা’র কালচারাল এলিমেন্ট পাইবেন। মানে, আমি বলতে চাইতেছি, দুইটার টাইমলাইনই একই হওয়াটা বরং রেয়ার ঘটনা হওয়ার কথা।…

থার্ড হইতেছে, এর পরেই কি ‘ডেমোক্রেসি’ চইলা আসছে বাংলাদেশে? না, বরং পলিটিক্যালি একটা স্ট্রাগল ফর ডেমোক্রেসি শুরু হইছে আসলে। এর পরের পর্ব দুইটারে আমি এইভাবে দেখতেছি:

স্ট্রাগল ফর ডেমোক্রেসি (১৯৭৬ – ১৯৯১)
লুটপাটের রাজনীতি (১৯৯২ – ২০২০)

তো, অইগুলার আলাপ অই পর্বগুলাতেই করতেছি।

২.
আরেকটা ঘটনা হইলো, সব গানের লিস্টিং এইখানে করতেছি না। বাছাই করার একটা বেইজ হইতেছে, পপুলারিটি; যে এখনো শুনলে মনে করতে পারি আমরা কিছুটা, মানে আমাদের পাবলিক-সাইকি’তে কোন না কোনভাবে রয়া গেছে; বা অই সময়ে হিট হইছিল অনেক, এইরকম।

তবে খালি পপুলারই না, গানের জনরা হিসাবেও নেয়া হইতেছে কিছু গান – ফোকসং, রাগসঙ্গীত, ‘আধুনিক গান’ ‘দেশের গান’ হিসাবে; যে এই সবগুলা ‘ধারা’ মিইলা একটা ‘কালচারাল আইডেন্টিটি’ তৈরির দিকে যাইতেছে।

মানে, বাংলাদেশি সিনেমার গান বইলা যেই জিনিস আছে, সেইটা কয়েকটা ট্রেন্ডের একটা মিক্স অ্যান্ড মিকচারের ভিতর দিয়া আগাইতেছে আসলে এই সময়টাতে। একটা হইতেছে, “লোকগীতি”, সেকেন্ড হইতছে “কলকাতার আধুনিক গান” আর থার্ড হইতেছে, এই দুইটার ভিতর দিয়াই এক ধরণের টিউন তৈরি হওয়ার জায়গা টের পাওয়া যায় কিছু গানে। খান আতাউর রহমান’রে এই ধারাটার মেইন ফিগার হিসাবে দেখতে পারাটা দরকার আমাদের, যেইটা আলম খানে গিয়া স্পষ্ট হয়া উঠতেছে। [তো, এইখানে আরো ডিটেইল আলাপ হইতে পারে।…]

এর বাইরে, পারসোনাল টেস্টের ঘটনা তো আছেই। কিন্তু ওভারঅল উদ্দেশ্যটা হইতেছে এইরকম হাজার খানেক গানের একটা লিস্ট করা যেইটা দিয়া, “বাংলাদেশি সিনেমার গান” বলতে কি ধরণের জিনিস বুঝায় ২০২২ সালে, সেইটার একটা ধারণা তৈরি করার ট্রাই করা।

এই লিস্ট’টা স্ট্যাটিক না। তবে অ্যাড করা ও বাদ দেয়ার ভিতর একটা ফাইনাল লিস্ট তৈরি করার ট্রাই করা হবে। (তখন এই লাইনটাও ডিলিট করা হবে।)

৩.
১৯৪৭ সালের পরে বাংলাদেশে কম কইরা হইলেও ৫ হাজার সিনেমা বানানো হইছে, সিনেমাহলগুলাতে দেখানো হইছে। যদি গড়ে ৫টা কইরা গানও থাকে, মিনিমাম ২৫ হাজার সিনেমার গান আছে।

কিছু পপুলার গান সিনেমাতে যেমন নেয়া হইছে তার চাইতে বেশি সিনেমার গান পপুলার হইছে। কিন্তু বাংলাদেশি সিনেমা নিয়া আলাপ-আলোচনাতে গানের সিগনিফিকেন্সটারে খালি ইগনোরই করা হয় নাই, একভাবে বাতিলও কইরা রাখা আছে। (দুই-চাইরটা বইও যা আছে, মিসলিডিং সব ন্যারেটিভরেই আপহোল্ড করার ঘটনাই আছে অইখানে।)

তবে সবগুলা সিনেমা তো দেখার উপায় নাই। সব গানও এভেইলেবল না। মানে, পাবলিকলি একসেসেবল না। ভালো জিনিস হইতেছে, ইউটিউবে মোটামুটি ৭০%-৮০% সিনেমার কিছু না কিছু গান পাওয়া যায়। ৮-১০টা ইউটিউব চ্যানেল থিকাই ম্যাটেরিয়াল আর ইনফরমেশন কালেক্ট করা। যার ফলে অথেনটিসির জায়গাটাতে ভালো ঘাটতি আছে। এবং ক্রসচেকিং করার দরকার আছে। কিছু ইনফরমেশন নাই, অইগুলাও জোড়া দিতে হবে। তারপরে লিরিকসগুলা অ্যাড করবো। এইরকম একটা ইচ্ছা আছে আমাদের।

মানে, আরো দুই-তিনটা স্টেইজ পার করা লাগবে একটা মোটামুটি ধরণের একসেপ্টবল একটা লিস্ট বানাইতে। কিন্তু কাজটা দরকারি মনে করতেছি আমরা। একেকটা পার্টে একশ গানের লিস্ট রাখার প্ল্যান আছে আমাদের।

ই.হা.

[লিস্টটা তৈরি করছেন রাবিয়া সাহিন হক ও ইমরুল হাসান।]

১৯৫৬

০১.
গানের নাম: আমি ভিন গেরামের নাইয়া, বাণিজ্যেরই লাইগা ফিরি সোনার তরী বাইয়া
সিঙ্গার: আবদুল আলীম
লিরিকস: আব্দুল গফুর সারথী
মিউজিক: সমর দাস
সিনেমার নাম: মুখ ও মুখোশ
ডিরেক্টর: আবদুল জব্বার খান

০২.
গানের নাম: আও, মাত ঘাবড়াও মাঝি (উর্দু)
সিঙ্গার: খান আতাউর রহমান
লিরিকস: ফয়েজ আহমেদ ফয়েজ
মিউজিক: তিমির বমর্ণ
সিনেমার নাম: জাগো হুয়া সভেরা
ডিরেক্টর: এ. জে. কারদার

০৩
গানের নাম: বন্ধু, আব ছোড়ো গম কি বাত (উর্দু)
সিঙ্গার: খান আতাউর রহমান
লিরিকস: ফয়েজ আহমেদ ফয়েজ
মিউজিক: তিমির বমর্ণ
সিনেমার নাম: জাগো হুয়া সভেরা
ডিরেক্টর: এ. জে. কারদার

০৪
গানের নাম: শাম ঢলি, ডুব গায়া দিল (উর্দু)
সিঙ্গার: খান আতাউর রহমান
লিরিকস: ফয়েজ আহমেদ ফয়েজ
মিউজিক: তিমির বমর্ণ
সিনেমার নাম: জাগো হুয়া সভেরা
ডিরেক্টর: এ. জে. কারদার

০৫.
গানের নাম: কে কাঁদিস এই দুদিনের খেলাঘরে
সিঙ্গার: খান আতাউর রহমান
লিরিকস: খান আতাউর রহমান
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: এ দেশ তোমার আমার
ডিরেক্টর: এহতেশাম

০৬
গানের নামঃ চুপিসারে এত করে কামিনী ডাকে
সিঙ্গারঃ?
লিরিকস: খান আতাউর রহমান
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: এ দেশ তোমার আমার
ডিরেক্টর: এহতেশাম

০৭
গানের নামঃ নয়নে লাগলো যে রঙ
সিঙ্গারঃ?
লিরিকস: খান আতাউর রহমান
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: এ দেশ তোমার আমার
ডিরেক্টর: এহতেশাম

০৮
গানের নামঃ আমার গানের সুরে তোমার বীণার তারে
সিঙ্গারঃ?
লিরিকস: খান আতাউর রহমান
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: এ দেশ তোমার আমার
ডিরেক্টর: এহতেশাম

০৯
গানের নামঃ এই মেঘেঢাকা মায়াচাঁদ
সিঙ্গারঃ?
লিরিকস: খান আতাউর রহমান
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: এ দেশ তোমার আমার
ডিরেক্টর: এহতেশাম

১০
গানের নামঃ এই দেশ এই মাটি
সিঙ্গারঃ?
লিরিকস: খান আতাউর রহমান
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: এ দেশ তোমার আমার
ডিরেক্টর: এহতেশাম

১৯৬০

১১.
গানের নাম: তোমারে লেগেছে এতো যে ভালো
সিঙ্গার: তালাত মাহমুদ
লিরিকস: কে জি মুস্তফা
মিউজিক: রবীন ঘোষ, ফেরদৌসী রহমান
সিনেমার নাম: রাজধানীর বুকে
ডিরেক্টর: এহতেশাম

১২.
গানের নাম: আমার সে গান হারিয়ে গেছে দূর অজানার বনে
সিঙ্গার: তালাত মাহমুদ
লিরিকস: সাঈদ সিদ্দিকী, কে জি মুস্তফা
মিউজিক: রবীন ঘোষ, ফেরদৌসী রহমান
সিনেমার নাম: রাজধানীর বুকে
ডিরেক্টর: এহতেশাম

১৩.
গানের নাম: ঝিকিমিকি তারা জ্বলে আকাশের গায়
সিঙ্গার: ফেরদৌসি রহমান
লিরিকস: কে জি মুস্তফা
মিউজিক: রবীন ঘোষ, ফেরদৌসী রহমান
সিনেমার নাম: রাজধানীর বুকে
ডিরেক্টর: এহতেশাম

১৪.
গানের নাম: ফুলের হাওয়া লাগলো বনে হায়
সিঙ্গার: ফরিদা ইয়াসমিন
লিরিকস: কে জি মোস্তফা
মিউজিক: রবীন ঘোষ, ফেরদৌসী রহমান
সিনেমার নাম: রাজধানীর বুকে
ডিরেক্টর: এহতেশাম

১৫.
গানের নাম: দাওয়ায় করসে মেঘমেঘালি তোলাইল পুবাল বাও
সিঙ্গার: ফেরদৌসী রহমান, মুস্তফা জামান আব্বাসী
লিরিকস: আবদুল করিম (সংগ্রহ)
মিউজিক: আব্বাসউদ্দিন/আবদুল করিম (সংগ্রহ)
সিনেমার নাম: আসিয়া
ডিরেক্টর: সুভাষ দত্ত

১৯৬১

১৬.
গানের নাম: আমি রূপনগরের রাজকন্যা রূপের যাদু এনেছি
সিঙ্গার: ফেরদৌসি রহমান
লিরিকস: আজিজুর রহমান
মিউজিক: রবীন ঘোষ
সিনেমার নাম: হারানো দিন
ডিরেক্টর: মুস্তাফিজ

১৭.
গানের নাম: এই যে নিঝুম রাত
সিঙ্গার: ফেরদৌসি রহমান
লিরিকস: আজিজুর রহমান
মিউজিক: রবীন ঘোষ
সিনেমার নাম: হারানো দিন
ডিরেক্টর: মুস্তাফিজ

১৮.
গানের নাম: অভিমান করো না তুমি কি গো বুঝো না
সিঙ্গার: আঞ্জুমান আরা বেগম, নাজমুল হুদা
লিরিকস: আজিজুর রহমান
মিউজিক: রবীন ঘোষ
সিনেমার নাম: হারানো দিন
ডিরেক্টর: মুস্তাফিজ

১৯.
গানের নাম: প্রজাপতি ওড়না ছড়িয়ে
সিঙ্গার: ফেরদৌসি রহমান
লিরিকস: আজিজুর রহমান
মিউজিক: রবীন ঘোষ
সিনেমার নাম: হারানো দিন
ডিরেক্টর: মুস্তাফিজ

২০.
গানের নাম: বুঝি না মন যে দোলে বাঁশির সুরে
সিঙ্গার: আঞ্জুমান আরা বেগম
লিরিকস: আজিজুর রহমান
মিউজিক: রবীন ঘোষ
সিনেমার নাম: হারানো দিন
ডিরেক্টর: মুস্তাফিজ

২১.
গানের নাম: মুখের হাসি নয় গো শুধু
সিঙ্গার: আসাফউদ্দৌলা
লিরিকস: আবু হেনা মোস্তফা কামাল
মিউজিক: কাদের জামেরী
সিনেমার নাম: তোমার আমার
ডিরেক্টর: মহিউদ্দিন

২২.
গানের নাম: সোনা ঝরা আকাশ সোনা ফলায় মাটি
সিঙ্গার: আসাফউদ্দৌলা
লিরিকস: আবু হেনা মোস্তফা কামাল
মিউজিক: কাদের জামেরী
সিনেমার নাম: তোমার আমার
ডিরেক্টর: মহিউদ্দিন

২৩.
গানের নাম: মনে হলো যেন এই নিশি লগনে
সিঙ্গার: ফেরদৌসি রহমান
লিরিকস: আবু হেনা মোস্তফা কামাল
মিউজিক: কাদের জামেরী
সিনেমার নাম: তোমার আমার
ডিরেক্টর: মহিউদ্দিন

২৪.
গানের নাম: দুনিয়া বড় এলোমেলো
সিঙ্গার: খান আতাউর রহমান
লিরিকস: খান আতাউর রহমান
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: কখনো আসেনি
ডিরেক্টর: জহির রায়হান

২৫.
গানের নাম: সোনা রোদে ভরা এই পৌষালি দুপুরে
সিঙ্গার: খান আতাউর রহমান
লিরিকস: খান আতাউর রহমান
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: কখনো আসেনি
ডিরেক্টর: জহির রায়হান

২৬.
গানের নাম: নিরালা রাতের প্রথম প্রহরে
সিঙ্গার: মাহবুবা রহমান
লিরিকস: খান আতাউর রহমান
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: কখনো আসেনি
ডিরেক্টর: জহির রায়হান

২৭.
গানের নাম: এখন রাত্রি, কুয়াশার কোলে পৃথিবী ঘুমায়
সিঙ্গার: মাহবুবা রহমান
লিরিকস: খান আতাউর রহমান
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: কখনো আসেনি
ডিরেক্টর: জহির রায়হান

২৮.
গানের নাম: তোমাকে ভালোবেসে আমি অবশেষে কি পেলাম
সিঙ্গার: মাহবুবা রহমান
লিরিকস: খান আতাউর রহমান
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: কখনো আসেনি
ডিরেক্টর: জহির রায়হান

২৯.
গানের নাম: কেন হে পৃথিবী
সিঙ্গার: কলিম শরাফী
লিরিকস: খান আতাউর রহমান
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: কখনো আসেনি
ডিরেক্টর: জহির রায়হান

১৯৬২

৩০.
গানের নামঃ ও সাভেরিয়া রে, কেছি লাগে(উর্দু)
সিঙ্গারঃ মাহবুবা রহমান
লিরিকসঃ?
মিউজিকঃখান আতাউর রহমান
সিনেমার নামঃ সূর্যস্নান
ডিরেক্টরঃ সালাউদ্দিন

৩১
গানের নামঃ এই সোনালি ভোরে লুকোচুরি খেলা
সিঙ্গারঃ মাহবুবা রহমান
লিরিকসঃ?
মিউজিকঃখান আতাউর রহমান
সিনেমার নামঃ সূর্যস্নান
ডিরেক্টরঃ সালাউদ্দিন

৩২
গানের নামঃ সাধের সোহাগ ঝরে নিঝুম আঁখি পাতে
সিঙ্গারঃ মাহবুবা রহমান
লিরিকসঃ?
মিউজিকঃখান আতাউর রহমান
সিনেমার নামঃ সূর্যস্নান
ডিরেক্টরঃ সালাউদ্দিন

৩৩
গানের নামঃ কূজন কাকলী কল্পনা শুধু
সিঙ্গারঃ মাহবুবা রহমান
লিরিকসঃ?
মিউজিকঃখান আতাউর রহমান
সিনেমার নামঃ সূর্যস্নান
ডিরেক্টরঃ সালাউদ্দিন

৩৪.
গানের নাম: পথে পথে দিলাম ছড়াইয়া রে
সিঙ্গার: কলিম শরাফী
লিরিকস: খান আতাউর রহমান
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: সূর্যস্নান
ডিরেক্টর: সালাউদ্দিন

৩৫.
গানের নাম: ঝুম ঝুম কে কোয়েল বোলে [উর্দু]
সিঙ্গার: মাহবুবা রহমান
লিরিকস: কুতুবউদ্দিন আরস
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: সূর্যস্নান
ডিরেক্টর: সালাউদ্দিন

৩৬.
গানের নাম: কে স্মরণের প্রান্তরে চুপি চুপি
সিঙ্গার: আঞ্জুমান আরা বেগম
লিরিকস: কে. জি. মুস্তফা
মিউজিক: রবীন ঘোষ
সিনেমার নাম: নতুন সুর
ডিরেক্টর: এতহেশাম

৩৭
গানের নামঃ নিশি জাগা চাঁদ হাসে
সিঙ্গারঃ ফেরদৌসি রহমান
লিরিকসঃ মোহাম্মদ মোহসীন
মিউজিকঃ ধীর আলী মনসুর
সিনেমার নামঃ জোয়ার এলো
ডিরেক্টরঃ আব্দুল জব্বার খান।

৩৮.
গানের নাম: মনে যে লাগে এতো রং
সিঙ্গার: ফেরদৌসী রহমান
লিরিকস: মোহাম্মদ মহসিন
মিউজিক: ধীর আলী মনসুর
সিনেমার নাম: জোয়ার এলো
ডিরেক্টর: আবদুল জব্বার খাঁ

৩৯.
গানের নাম: তেরি ইস নদীয়া নে মুঝকো কেয়া কেয়া রঙ দেখায়ে (উর্দু)
সিঙ্গার: আবদুল আলীম
লিরিকস: ইউসুফ খান কোরেশী
মিউজিক: ধীর আলী মনসুর
সিনেমার নাম: জোয়ার এলো
ডিরেক্টর: আবদুল জব্বার খাঁ

৪০.
গানের নাম: বল তো পাখিরা কেন যে গান গায়
সিঙ্গার: আঞ্জুমান আরা বেগম
লিরিকস: মোহাম্মদ মহসীন
মিউজিক: ধীর আলী মনসুর
সিনেমার নাম: জোয়ার এলো
ডিরেক্টর: আবদুল জব্বার খাঁ

৪১.
গানের নাম: ডুব গায়া খুশিও কা ডেরা (উর্দু)
সিঙ্গার: ফেরদৌসি রহমান
লিরিকস: শুরুর বারাবাঙ্কভি
মিউজিক: রবীন ঘোষ
সিনেমার নাম: চান্দা (উর্দু)
ডিরেক্টর: এতহেশাম

৪২
গানের নাম: আখিয়া তোরি রাহ নিহারে (উর্দু)
সিঙ্গার: ফেরদৌসি রহমান
লিরিকস: শুরুর বারাবাঙ্কভি
মিউজিক: রবীন ঘোষ
সিনেমার নাম: চান্দা (উর্দু)
ডিরেক্টর: এতহেশাম

৪৩.
গানের নাম: সামালকে ও আলবেলি (উর্দু)
সিঙ্গার: আঞ্জুমান আরা বেগম, আখতার আব্বাস
লিরিকস: শুরুর বারাবাঙ্কভি
মিউজিক: রবীন ঘোষ
সিনেমার নাম: চান্দা (উর্দু)
ডিরেক্টর: এতহেশাম

৪৪.
গানের নাম: চাঁদনী ভিগি ভিগি হাওয়া (উর্দু)
সিঙ্গার: আঞ্জুমান আরা বেগম
লিরিকস: শুরুর বারাবাঙ্কভি
মিউজিক: রবীন ঘোষ
সিনেমার নাম: চান্দা (উর্দু)
ডিরেক্টর: এতহেশাম

৪৫.
গানের নামঃ ছালকে গাগারিয়া ভিগে চুনারিয়া
সিঙ্গারঃ ফেরদৌসী বেগম ও ফরিদা ইয়াসমিন
লিরিকসঃ সুরুর বারাবাঙ্কভি
মিউজিকঃ রবিন ঘোষ
সিনেমার নামঃ চান্দা
ডিরেক্টরঃ এহতেশাম।

১৯৬৩

৪৬.
গানের নাম: শ্যামল বরণ মেয়েটি
সিঙ্গার: খান আতাউর রহমান
লিরিকস: খান আতাউর রহমান
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: কাঁচের দেয়াল
ডিরেক্টর: জহির রায়হান

৪৭.
গানের নাম: ঝন ঝন ঝন ঝন পায়েল বাজে (উর্দু)
সিঙ্গার: ওস্তাদ নুর মোহাম্মদ
লিরিকস: ওস্তাদ নুর মোহাম্মদ
মিউজিক: সালাহউদ্দিন
সিনেমার নাম: ধারাপাত
ডিরেক্টর: সালাহউদ্দিন

৪৮.
গানের নাম: এতো কাছে চাঁদ বুঝি কখনো আসেনি
সিঙ্গার: ইসমত আরা
লিরিকস: আমজাদ হোসেন
মিউজিক: সালাহউদ্দিন
সিনেমার নাম: ধারাপাত
ডিরেক্টর: সালাহউদ্দিন

৪৯.
গানের নাম: আমি রিকশাওলা মাতোয়ালা
সিঙ্গার: বশীর আহমেদ
লিরিকস: গাজী মাজহারুল আনোয়ার, গোলাম সারোয়ার
মিউজিক: আনোয়ার পারভেজ, রবিন ঘোষ
সিনেমার নাম: তালাশ
ডিরেক্টর: মুস্তাফিজ

৫০.
গানের নাম: আমি আজ পিয়েছি তো কি, মন নেশাতে চুর হলো তো কি
সিঙ্গার: বশীর আহমেদ
লিরিকস: গাজী মাজহারুল আনোয়ার, গোলাম সারোয়ার

মিউজিক: আনোয়ার পারভেজ, রবিন ঘোষ
সিনেমার নাম: তালাশ
ডিরেক্টর: মুস্তাফিজ

৫১.
গানের নাম: কিছু আপনি শোনান, কিছু আমার শুনে যান
সিঙ্গার: বশীর আহমেদ
লিরিকস: গাজী মাজহারুল আনোয়ার, গোলাম সারোয়ার
মিউজিক: রবিন ঘোষ, আনোয়ার পারভেজ
সিনেমার নাম: তালাশ
ডিরেক্টর: মুস্তাফিজ

৫২.
গানের নাম: তুমি আছো আমি আছি আজ এই রঙিন ক্ষণে
সিঙ্গার: বশীর আহমেদ, সাবিনা ইয়াসমীন
লিরিকস: গাজী মাজহারুল আনোয়ার, গোলাম সারোয়ার
মিউজিক: আনোয়ার পারভেজ, রবিন ঘোষ
সিনেমার নাম: তালাশ
ডিরেক্টর: মুস্তাফিজ

৫৩.
গানের নামঃ আরে, এই যে সাহেব সালামালাইকুম
সিঙ্গারঃ সাবিনা ইয়াসমিন
লিরিকস: গাজী মাজহারুল আনোয়ার, গোলাম সারোয়ার
মিউজিক: আনোয়ার পারভেজ, রবিন ঘোষ
সিনেমার নাম: তালাশ
ডিরেক্টর: মুস্তাফিজ

৫৪.
গানের নামঃ জেনে গেছি রে, চুপিসারে মনে তোর কে এলো রে
সিঙ্গারঃ দলীয়
লিরিকস: গাজী মাজহারুল আনোয়ার, গোলাম সারোয়ার
মিউজিক: আনোয়ার পারভেজ, রবিন ঘোষ
সিনেমার নাম: তালাশ
ডিরেক্টর: মুস্তাফিজ

৫৫.
গানের নামঃ জানি না জানি, কভু না কভু মন তো হারাবে
সিঙ্গারঃ বশীর আহমেদ, সাবিনা ইয়াসমীন
লিরিকস: গাজী মাজহারুল আনোয়ার, গোলাম সারোয়ার
মিউজিক: আনোয়ার পারভেজ, রবিন ঘোষ
সিনেমার নাম: তালাশ
ডিরেক্টর: মুস্তাফিজ

৫৬.
গানের নামঃ মওসুম রঙিলা সোনালি হাওয়া এসময় মন হায় কেড়ে নিলো কে
সিঙ্গারঃ সাবিনা ইয়াসমীন
লিরিকস: গাজী মাজহারুল আনোয়ার, গোলাম সারোয়ার
মিউজিক: আনোয়ার পারভেজ, রবিন ঘোষ
সিনেমার নাম: তালাশ
ডিরেক্টর: মুস্তাফিজ

৫৭.
গানের নাম: খোয়ে খোয়ে রাহে নেয়না (উর্দু)
সিঙ্গার: ফেরদৌসী রহমান, জ্যোতি মির্জা
লিরিকস: সুরুর বারাবাঙ্কভি
মিউজিক: ধীর আলী মনসুর
সিনেমার নাম: নাচঘর (উর্দু)
ডিরেক্টর: আবদুল জব্বার খান

৫৮.
গানের নাম: মেহকে হোয়ে মিলন কে ইয়ে রাত চান্দা (উর্দু)
সিঙ্গার: আঞ্জুমান আরা বেগম, বশীর আহমেদ
লিরিকস: সুরুর বারাবাঙ্কভি
মিউজিক: ধীর আলী মনসুর
সিনেমার নাম: নাচঘর (উর্দু)
ডিরেক্টর: আবদুল জব্বার খান

৫৯.
গানের নাম: আজা, আজা রে মন কে মিত (উর্দু)
সিঙ্গার: ফেরদৌসি রহমান
লিরিকস: সুরুর বারাবাঙ্কভি
মিউজিক: সুবল দাস
সিনেমার নাম: প্রীত না জানে রীত (উর্দু)
ডিরেক্টর: মাসুদ চৌধুরী

১৯৬৪

৬০.
গানের নাম: তুমি আসবে বলে, কাছে ডাকবে বলে
সিঙ্গার: আঞ্জুমান আরা বেগম, সৈয়দ আনোয়ার হোসেন
লিরিকস: সৈয়দ শামসুল হক
মিউজিক: সত্য সাহা
সিনেমার নাম: সুতরাং
ডিরেক্টর: সুভাষ দত্ত

৬১.
গানের নাম: পরাণে দোলা দিল এ কোন ভোমরা
সিঙ্গার: আঞ্জুমান আরা বেগম
লিরিকস: সৈয়দ শামসুল হক
মিউজিক: সত্য সাহা
সিনেমার নাম: সুতরাং
ডিরেক্টর: সুভাষ দত্ত

৬২.
গানের নাম: এমন মজা হয় না, গায়ে সোনার গয়না
সিঙ্গার: আলেয়া শরাফী
লিরিকস: সৈয়দ শামসুল হক
মিউজিক: সত্য সাহা
সিনেমার নাম: সুতরাং
ডিরেক্টর: সুভাষ দত্ত

৬৩.
গানের নাম: নদী বাঁকা জানি, চাঁদ বাঁকা জানি
সিঙ্গার: ফেরদৌসী রহমান, মুস্তফা জামান আব্বাসী
লিরিকস: সৈয়দ শামসুল হক
মিউজিক: সত্য সাহা
সিনেমার নাম: সুতরাং
ডিরেক্টর: সুভাষ দত্ত

৬৪.
গানের নাম: এই যে আকাশ, এই যে বাতাস
সিঙ্গার: কাজী আনোয়ার হোসেন, আবদুল আলীম
লিরিকস: সৈয়দ শামসুল হক
মিউজিক: সত্য সাহা
সিনেমার নাম: সুতরাং
ডিরেক্টর: সুভাষ দত্ত

৬৫.
গানের নাম: জানি না ফুরায় যদি এই মধুরাতি
সিঙ্গার: ফরিদা ইয়াসমীন
লিরিকস: শামসুর রাহমান
মিউজিক: সমর সেন
সিনেমার নাম: রাজা এলো শহরে
ডিরেক্টর: মহিউদ্দিন

৬৬.
গানের নাম: তুমি জীবনে মরণে আমায় আপন করেছো
সিঙ্গার: ফরিদা ইয়াসমীন
লিরিকস: শামসুর রাহমান
মিউজিক: সমর সেন
সিনেমার নাম: রাজা এলো শহরে
ডিরেক্টর: মহিউদ্দিন

৬৭.
গানের নাম: তোমার সবই ছিল জানা
সিঙ্গার: আবদুল আলীম
লিরিকস: সৈয়দ শামসুল হক
মিউজিক: শেখ মহিতুল হক
সিনেমার নাম: শীত বিকেল
ডিরেক্টর: মহিউদ্দিন

৬৮.
গানের নাম: সামাল সামাল
সিঙ্গার: আবদুল আলীম, শাহনাজ রহমতউল্লাহ, আনোয়ার উদ্দিন
লিরিকস: সৈয়দ শামসুল হক
মিউজিক: শেখ মহিতুল হক
সিনেমার নাম: শীত বিকেল
ডিরেক্টর: মহিউদ্দিন

৬৯.
গানের নাম: এটা কই ওটা কই যাগ্গে
সিঙ্গার: সোহরাব হোসেন
লিরিকস: সৈয়দ শামসুল হক
মিউজিক: শেখ মহিতুল হক
সিনেমার নাম: শীত বিকেল
ডিরেক্টর: মহিউদ্দিন

৭০.
গানের নাম: ডেকো না ও বাঁশি ডেকো না
সিঙ্গার: ফরিদা ইয়াসমিন
লিরিকস: খান আতাউর রহমান
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: অনেক দিনের চেনা
ডিরেক্টর: খান আতাউর রহমান

https://www.youtube.com/watch?v=77OP3ZEyvh0

[খান আতাউরের রহমানের এই গানটা দেখেন, ভালো আছে তো, ইন্টারেস্টিংও। কিন্তু একটু খেয়াল করলেই রিলেট করতে পারবেন যে, এইটা ‘উত্তম-সুচিত্রা’র কোন সিনেমার গান-ই হইতে পারতো। এইটা ১৯৬৪ সালের সিনেমার গান। তার কিছুদিন আগেই কলকাতার উত্তম-সুচিত্রা মুভিগুলা বানানো হইতেছিল, এবং পূর্ব পাকিস্তানের সিনেমাহগুলা মধ্যবিত্ত দর্শকরা এই ধরণের জিনিসই বাংলা-সিনেমা হিসাবে কনজিউম করতেন।

মানে, বিফোর রূপবান, এইটাই ছিল ‘আদর্শ’, এর বাইরে অন্য কোন সিনেমাটিক রিয়ালিটি ছিল না বাংলা-সিনেমায়, সিনেমার গানেও। যদিও “মুখ ও মুখোশে” আবদুল আলীমের গান আছে, কিন্তু অইটা সিনেমা হিসাবে যেইরকম টেকনিক্যালি ভালো-জিনিস ছিল না, তার উপরে ছিল গেরামের সিনেমা। কিন্তু শহরের দর্শকরা তো সিনেমায় নিজেদেরকেই দেখতে চাওয়ার কথা না! এহতেশাম, মুস্তাফিজ, সালাউদ্দিনের লগে খান আতাউর রহমানও এই ট্রাই করতেছিলেন। দর্শক হিসাবে পুব-পাকিস্তানের মধ্যবিত্তের রুচি ও মেজাজরেই স্যাটিসফাই করতে চাইছেন। (পরে উনারা নিজেদের মতো এক্সপ্লোর করছেন আরো…)

তো, রূপবানের পরে যেইটা হইছে, সিনেমার দর্শক আর ‘মধ্যবিত্ত’ থাকে নাই। গেরামের লোকেরাও যে সিনেমা দেখতে পারে, তাদের লাইগাই যে সিনেমা বানানো যাইতে পারে, বা এইটাই যে ‘বাংলা-সিনেমার’ জায়গা – অই রিয়ালিটি’টা রিভিলড হয়া পড়ে!

আর্ট-মারানি দেখবেন কয় যে, “‘লোক-কাহিনি ভিত্তিক’ সিনেমা বানানির ধুম পড়ে”, যেইটা গোড়া থিকাই কলকাতার সিনেমা থিকা আলাদা। এই সিনেমাগুলারে খুবই নেগলেট করা হইছে ‘রুচিহীন’ ‘ফোক-ফ্যান্টাসি’ বইলা। এখনো বাংলাদেশের ‘ফিল্ম এপ্রিশিয়েশনের’ ভিতরে অই জিনিসটাই আছে। যার ফলে খান আতাউর রহমানের এই গানটারেও ‘রুচিশীল’ মনে হইতে পারে। গান তো অবশ্যই খারাপ না, কিন্তু মিউজিকের ভিতরের সোশিও-পলিটিক্যাল জায়গাগুলারে ইগনোর কইরা যাওয়াটা সবসময় সমঝদারির লক্ষণ না-ও হইতে পারে আর কি!…

মানে, আমি বলতে চাইতেছি, ১৯৬০-১৯৬৪/৬৫, এমনকি তার কিছুদিন পরেও, এমনকি ১৯৮০’এর দশকেও কিছু গান পাইবেন, যেইগুলা ‘রুচি’র দিক থিকা, সুরের দিক থিকা কলোনিয়াল-বাংলার কাছাকাছি। কিন্তু ওভারঅল ট্রেন্ডটা যদি ফলো করেন দেখতে পাইবেন যে, ১৯৬৫’র পরে সিগনিফিকেন্টলি আলাদা হয়া উঠতেছে। অইটা জাস্ট আরো কয়েকটা ট্রেন্ডের লগে আরেকটা ট্রেন্ড। এইটাই বাংলাদেশি সিনেমা না, বা সিনেমার গানের একমাত্র জায়গা না। কিন্তু এইসব ডিফরেন্সের জায়গাগুলারে বাংলাদেশি সিনেমার আলাপে, বাংলাদেশি সিনেমার গানের জায়গাতে ‘রুচি’ ও ‘আর্টের’ দোহাই দিয়া না-বলার ভিতরেই রাইখা দেয়া হইছে, সবসময়।…]

৭১.
গানের নাম: বলো তো কেমন করে হৃদয় পিঞ্জরে
সিঙ্গার: ফরিদা ইয়াসমিন
লিরিকস: খান আতাউর রহমান
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: অনেক দিনের চেনা
ডিরেক্টর: খান আতাউর রহমান

৭২.
গানের নাম: তুমি থাইকো সদা হুশিয়ার
সিঙ্গার: মমতাজ আলী খান
লিরিকস: মমতাজ আলী খান
মিউজিক: মমতাজ আলী খান
সিনেমার নাম: অনেক দিনের চেনা
ডিরেক্টর: খান আতাউর রহমান

৭৩.
গানের নামঃ তোমায় আমি যত ভালোবেসেছি হায়
সিঙ্গারঃ ফরিদা ইয়াসমিন
লিরিকস: মমতাজ আলী খান
মিউজিক: মমতাজ আলী খান
সিনেমার নাম: অনেক দিনের চেনা
ডিরেক্টর: খান আতাউর রহমান

৭৪.
গানের নাম: হৃদয়ে দোল লেগেছে
সিঙ্গার: ফেরদৌসি রহমান
লিরিকস: খান আতাউর রহমান
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: দুই দিগন্ত
ডিরেক্টর: ওবায়েদুল হক

৭৫.
গানের নামঃ চলো, রিক্সা চালাই, ভুলে বিদ্যার বালাই
সিঙ্গারঃ
লিরিকস: খান আতাউর রহমান
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: দুই দিগন্ত
ডিরেক্টর: ওবায়েদুল হক

৭৬.
গানের নামঃ এই পার্কের বুকে লভিয়াছে ঠাঁই যত বেকারের দল
সিঙ্গারঃ
লিরিকস: খান আতাউর রহমান
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: দুই দিগন্ত
ডিরেক্টর: ওবায়েদুল হক

৭৭.
গানের নামঃ আমার মনে যে কথাটি রয়েছে গোপনে
সিঙ্গারঃ ফরিদা ইয়াসমিন
লিরিকস: খান আতাউর রহমান
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: দুই দিগন্ত
ডিরেক্টর: ওবায়েদুল হক

৭৮.
গানের নাম: কিতনে সুহানে রাঙ্গিন (উর্দু)
সিঙ্গার: ফেরদৌসি রহমান
লিরিকস: আজিজুর হক আজিজ
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: সঙ্গম (উর্দু)
ডিরেক্টর: জহির রায়হান

৭৯.
গানের নাম: নীলা গগন হে তেরা (উর্দু)
সিঙ্গার: ফেরদৌসি রহমান, আবদুল জব্বার
লিরিকস: সুরুর বারাভকাভি
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: সঙ্গম (উর্দু)
ডিরেক্টর: জহির রায়হান

৮০.
গানের নাম: হাজার সাল বাদ (উর্দু)
সিঙ্গার: মেহবুবা রহমান, বশির আহমেদ
লিরিকস: সুরুর বারাভকাভি
মিউজিক: খান আতাউর রহমান
সিনেমার নাম: সঙ্গম (উর্দু)
ডিরেক্টর: জহির রায়হান

৮১.
গানের নাম: যব তুম আকেলে হোগে (উর্দু)
সিঙ্গার: বশির আহমেদ
লিরিকস: শাইর সিদ্দিকী
মিউজিক: রবীন ঘোষ
সিনেমার নাম: কারওয়া (উর্দু)
ডিরেক্টর: এম. এম. পারভেজ

৮২.
গানের নাম: তুঝ বিন ক্যায়সে জিউ (উর্দু)
সিঙ্গার: নাহিদ নিয়াজি
লিরিকস: শাইর সিদ্দিকী
মিউজিক: রবীন ঘোষ
সিনেমার নাম: কারওয়া (উর্দু)
ডিরেক্টর: এম. এম. পারভেজ

১৯৬৫

৮৩.
গানের নাম: নিদয়া তুই অই নদী রে
সিঙ্গার: সুভাষ দত্ত
লিরিকস:?
মিউজিক: আবেদ হোসেন খান
সিনেমার নাম: নদী ও নারী
ডিরেক্টর: সাদেক খান

৮৪.
গানের নাম: চ্যাংড়া বন্ধুর মুচকি হাসি
সিঙ্গার: আবদুল আলীম?
লিরিকস: ???
মিউজিক: আবেদ হোসেন খান
সিনেমার নাম: নদী ও নারী
ডিরেক্টর: সাদেক খান

৮৫.
গানের নাম: দয়াল তোমার পানে চাইয়া
সিঙ্গার: আবদুল আলীম
লিরিকস: সাদেক খান
মিউজিক: আবেদ হোসেন
সিনেমার নাম: নদী ও নারী
ডিরেক্টর: সাদেক খান

৮৬.
গানের নামঃ বন্ধু, আমি তোমায় চিনলাম না
সিঙ্গার: আবদুল আলীম
লিরিকস: সাদেক খান
মিউজিক: আবেদ হোসেন
সিনেমার নাম: নদী ও নারী
ডিরেক্টর: সাদেক খান

৮৭.
গানের নাম: দাইমা, দাইমা গো
সিঙ্গার: নীনা হামিদ
লিরিকস: জানা যায় নাই
মিউজিক: সত্য সাহা
সিনেমার নাম: রূপবান
ডিরেক্টর: সালাহউদ্দিন

৮৮.
গানের নাম: ঢেউ উঠেছে সাগরে রে
সিঙ্গার: আবদুল আলীম
লিরিকস: জানা যায় নাই
মিউজিক: সত্য সাহা
সিনেমার নাম: রূপবান
ডিরেক্টর: সালাহউদ্দিন

৮৯.
গানের নাম: সাগর কুলের নাইয়া
সিঙ্গার: নীনা হামিদ
লিরিকস: জানা যায় নাই
মিউজিক: সত্য সাহা
সিনেমার নাম: রূপবান
ডিরেক্টর: সালাহউদ্দিন

৯০.
গানের নামঃ ও দয়াল রে, একি তোমার খেলা
সিঙ্গার: আবদুল আলীম
লিরিকস: জানা যায় নাই
মিউজিক: সত্য সাহা
সিনেমার নাম: রূপবান
ডিরেক্টর: সালাহউদ্দিন

৯১.
গানের নামঃ আমার প্রাণ বিনোদিয়া রে
সিঙ্গার: নীনা হামিদ
লিরিকস: জানা যায় নাই
মিউজিক: সত্য সাহা
সিনেমার নাম: রূপবান
ডিরেক্টর: সালাহউদ্দিন

৯২.
গানের নামঃ মনের দুঃখ কইলারে বন্ধু
সিঙ্গার: নীনা হামিদ
লিরিকস: জানা যায় নাই
মিউজিক: সত্য সাহা
সিনেমার নাম: রূপবান
ডিরেক্টর: সালাহউদ্দিন

৯৩.
গানের নামঃ আমার নিদারুণ শাম
সিঙ্গার: নীনা হামিদ
লিরিকস: জানা যায় নাই
মিউজিক: সত্য সাহা
সিনেমার নাম: রূপবান
ডিরেক্টর: সালাহউদ্দিন

৯৪.
গানের নামঃ প্রাণপতি গো, আমি কোনবা প্রাণে
সিঙ্গার: নীনা হামিদ
লিরিকস: জানা যায় নাই
মিউজিক: সত্য সাহা
সিনেমার নাম: রূপবান
ডিরেক্টর: সালাহউদ্দিন

৯৫.
গানের নামঃ নদীতে না যাইয়ো রে, বন্ধু
সিঙ্গার: নীনা হামিদ
লিরিকস: জানা যায় নাই
মিউজিক: সত্য সাহা
সিনেমার নাম: রূপবান
ডিরেক্টর: সালাহউদ্দিন

৯৬.
গানের নামঃ দুঃখ যে মনের মাঝে হানিলো আমায়
সিঙ্গার: নীনা হামিদ
লিরিকস: জানা যায় নাই
মিউজিক: সত্য সাহা
সিনেমার নাম: রূপবান
ডিরেক্টর: সালাহউদ্দিন

৯৭.
গানের নাম: ক্ষণিকের এই রঙের মেলায়
সিঙ্গার: আঞ্জুমান আরা বেগম, আসাফউদ্দৌলা
লিরিকস: কাজী আজিজ আহমেদ
মিউজিক: সত্য সাহা
সিনেমার নাম: জানাজানি
ডিরেক্টর: আলী মনসুর

১৯৬৬

৯৮.
গানের নাম: হলুদ বাটো মেন্দি বাটো বাটো ফুলের মৌ
সিঙ্গার: শাহনাজ রহমতউল্লাহ, মমতাজ ও দিলশাদ
লিরিকস: মোহাম্মদ মনিরুজ্জামান
মিউজিক: আলী হোসেন
সিনেমার নাম: ডাকবাবু
ডিরেক্টর: মুস্তাফিজ

৯৯.
গানের নামঃ ওগো তুমি দূরে থেকে আমারে যে যাও ডেকে
সিঙ্গারঃ ফেরদৌসি, সৈয়দ আব্দুল হাদী
লিরিকস: মোহাম্মদ মনিরুজ্জামান
মিউজিক: আলী হোসেন
সিনেমার নাম: ডাকবাবু
ডিরেক্টর: মুস্তাফিজ

১০০.
গানের নামঃ দোলে দোল দোলনা দোলে
সিঙ্গারঃ ফেরদৌসি
লিরিকস: মোহাম্মদ মনিরুজ্জামান
মিউজিক: আলী হোসেন
সিনেমার নাম: ডাকবাবু
ডিরেক্টর: মুস্তাফিজ

Series Navigation
The following two tabs change content below.

বাছবিচার

এডিটর, বাছবিচার।

এডিটর, বাছবিচার।
View Posts →
কবি, গল্প-লেখক, ক্রিটিক এবং অনুবাদক। জন্ম, ঊনিশো পচাত্তরে। থাকেন ঢাকায়, বাংলাদেশে।
View Posts →
কবি। লেখক। চিন্তক। সমালোচক। নিউ মিডিয়া এক্সপ্লোরার। নৃবিজ্ঞানী। ওয়েব ডেভলপার। ছেলে।
View Posts →
মাহীন হক: কলেজপড়ুয়া, মিরপুরনিবাসী, অনুবাদক, লেখক। ভালোলাগে: মিউজিক, হিউমর, আর অক্ষর।
View Posts →
গল্পকার। অনুবাদক।আপাতত অর্থনীতির ছাত্র। ঢাবিতে। টিউশনি কইরা খাই।
View Posts →
দর্শন নিয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা, চাকরি সংবাদপত্রের ডেস্কে। প্রকাশিত বই ‘উকিল মুন্সীর চিহ্ন ধরে’ ও ‘এই সব গল্প থাকবে না’। বাংলাদেশি সিনেমার তথ্যভাণ্ডার ‘বাংলা মুভি ডেটাবেজ- বিএমডিবি’র সহপ্রতিষ্ঠাতা ও সমন্বয়ক। ভালো লাগে ভ্রমণ, বই, সিনেমা ও চুপচাপ থাকতে। ব্যক্তিগত ব্লগ ‘ইচ্ছেশূন্য মানুষ’। https://wahedsujan.com/
View Posts →
কবি। লেখক। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। রাজনীতি এবং বিবিধ বিষয়ে আগ্রহী।
View Posts →
জন্ম ১০ নভেম্বর, ১৯৯৮। চট্টগ্রামে বেড়ে ওঠা, সেখানেই পড়াশোনা। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত। লেখালেখি করেন বিভিন্ন মাধ্যমে। ফিলোসফি, পলিটিক্স, পপ-কালচারেই সাধারণত মনোযোগ দেখা যায়।
View Posts →
জন্ম ২০ ডিসেম্বরে, শীতকালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধবিজ্ঞান বিভাগে পড়তেছেন। রোমান্টিক ও হরর জনরার ইপাব পড়তে এবং মিম বানাইতে পছন্দ করেন। বড় মিনি, পাপোশ মিনি, ব্লুজ— এই তিন বিড়ালের মা।
View Posts →
পড়ালেখাঃ রাজনীতি বিজ্ঞানে অনার্স, মাস্টার্স। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বর্তমানে সংসার সামলাই।
View Posts →
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেন। সংঘাত-সহিংসতা-অসাম্যময় জনসমাজে মিডিয়া, ধর্ম, আধুনিকতা ও রাষ্ট্রের বহুমুখি সক্রিয়তার মানে বুঝতে কাজ করেন। বহুমত ও বিশ্বাসের প্রতি সহনশীল গণতান্ত্রিক সমাজ নির্মাণের বাসনা থেকে বিশেষত লেখেন ও অনুবাদ করেন। বর্তমানে সেন্টার ফর স্টাডিজ ইন সোস্যাল সায়েন্সেস, ক্যালকাটায় (সিএসএসসি) পিএইচডি গবেষণা করছেন। যোগাযোগ নামের একটি পত্রিকা যৌথভাবে সম্পাদনা করেন ফাহমিদুল হকের সাথে। অনূদিত গ্রন্থ: মানবপ্রকৃতি: ন্যায়নিষ্ঠা বনাম ক্ষমতা (২০০৬), নোম চমস্কি ও এডওয়ার্ড এস হারম্যানের সম্মতি উৎপাদন: গণমাধম্যের রাজনৈতিক অর্থনীতি (২০০৮)। ফাহমিদুল হকের সাথে যৌথসম্পাদনায় প্রকাশ করেছেন মিডিয়া সমাজ সংস্কৃতি (২০১৩) গ্রন্থটি।
View Posts →
তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের ছাত্র, তবে কোন বিষয়েই অরুচি নাই।
View Posts →
মাইক্রোবায়োলজিস্ট; জন্ম ১৯৮৯ সালে, চট্টগ্রামের সীতাকুন্ডে। লেখেন কবিতা ও গল্প। থাকছেন চট্টগ্রামে।
View Posts →
জন্ম: টাঙ্গাইল, পড়াশোনা করেন, টিউশনি করেন, থাকেন চিটাগাংয়ে।
View Posts →
বিনোদিনী দাসী (১৮৬২/৩ - ১৯৪১): থিয়েটার অভিনেত্রী, রাইটার। ১৮৭৪ থেকে ১৮৮৬ এই ১২ বছর তিনি কলকাতার বিভিন্ন থিয়েটারে অভিনয় করেন। কবিতার বই – বাসনা এবং কনক ও নলিনী। আত্মজীবনী - ‘আমার কথা’ (১৯২০)।
View Posts →