বাছবিচার এডিটোরিয়াল আলাপ (৩): কালচার ইন্ডাস্ট্রি
২০২২ সালের ১২ই জানুয়ারি এই আলাপ’টা হইছিল, জুম অ্যাপে। এর আগে আরো দুইটা আলাপ আমরা করছি, দুইটা আলাদা সাবজেক্ট নিয়া। শুনতে পারেন, সবগুলাই।
আলাপ এক: পাবলিক ও প্রাইভেট ।।
আলাপ দুই: ইব্রাকর ঝিল্লী – জ্যাক দেরিদা ও আর্কাভাইজেশন ।।
…
আলাপ তিন: কালচার ইন্ডাস্ট্রি
ইমরুল হাসান: ইন্ডাস্ট্রির চারটা এলিমেন্ট আছে – ফিল্ম, মিউজিক, লিটারেচার আর নিউজ। এই চারটা জিনিসের উপ্রে রাষ্ট্র-ব্যবস্থা বা অন্য জিনিসগুলা দাঁড়ায়া আছে মনেহয়। গ্রামসির সুপার স্ট্রাকচার জিনিসটা এখন হইতেছে ভিজ্যুয়াল স্ট্রাকচার, মেইন স্ট্রাকচার। এই জায়গা থিকা ইন্ডাস্ট্রিরে পলিটিক্সের সাথে ইন্ট্রিগ্রেটেড কইরা দেখাটা দরকার। এইটারে বেইজ হিসাবে নেয়াটা দরকার।
ইব্রাকর ঝিল্লী: … “মগজের তালুকদারি” জিনিসটা আসলে কালচারাল ইন্ডাস্্ট্রিই তৈরি করছে। হলিউড-টলিউডে দেখবেন এক ধরণের ক্যাম্পেইন হয়া দাঁড়াইছে যে, ব্ল্যাকদের রিপ্রেজেন্টশন নাই। মেয়েদের রিপ্রেজেন্টশন নাই। কেন হলিউড-ই লাগবে? কেন নিজেদেরটা তৈরি করতেছে না? কিন্তু নিজেদেরটা তৈরি করার মতো বাস্তব পরিস্থিতি এখন নাই। মূল ব্যাপারটা হইছে হলিউডে এখন স্টেকটা বাড়ানো। তাতে কইরা অই যে একটা ভিজ্যুয়াল, ভিজ্যুয়াল ন্যারেটিভের স্পেইসে সত্যিকার অর্থে একটা দাবি তৈরি হবে। সত্যিকার অর্থে একটা ক্লেইম তৈরি হয়, সত্যিকার অর্থে একটা রিপ্রেজেন্টশন তৈরি হয়। আমরা যতোটা অভিমান নিয়া বা আবেগ দিয়া বলি না কেন যে, নিজেদের তৈরি করা, নিজেদের তৈরি করা ক্ষেত্রে শেষ পর্যন্ত একটা মার্জিনে চইলা যাওয়ার ঘটনাই ঘটে। শেষ পর্যন্ত একটা সাব-কালচার হয়া উঠে। খুব বেশি হইলে একটা কাল্টের মতো হয়া উঠে।…
রক মনু: আমরা যদি ধরি, দুনিয়াতে অনেকগুলা কালচারের ইন্ডাস্ট্রি আছে। এদের যদি একটা সিরিয়াল করি পাওয়ারের। এইটাতে আমরা আসলে কি বুঝাই? আমরা যেইটা মনেহয়, আমরা যেইভাবে বুঝি, আমরা কি, ওরা কি, আইডিয়ালি এইটা তো একটা রিয়ালিটির কথা হওয়ার কথা। … এখন এইটা আমরা পারসিভ যে করি, সেইটা তো করি থ্রু একটা মিডিয়া। যেইটার থ্রু’তে আমরা পারসিভ করি, সেইটা হইলো, কালচারের ইন্ডাস্ট্রি যদি কালচারেরর ইন্ডাস্ট্রিরে একভাবে আলগা কইরা আমরা বুঝার চেষ্টা করি।… এখন আমাদের রিয়ালিটিরে বুঝার যেই জায়গা সেইটারে যদি বানায় দেয় কালচারের ইন্ডাস্ট্রি, তাইলে যে যত বেশি বানাইতে পারে, যত বেশি মানুশের মধ্যে বানাইতে পারে, যত মজবুত ভাবে বানাইতে পারে, যার ফাঁক-ফোকড় যত কম, সেই ইন্ডাস্ট্রির পাওয়ার তত বেশি।…
…
পুরা আলাপটা শুনেন এই ইউটিউব লিংকে:
বাছবিচার
Latest posts by বাছবিচার (see all)
- আমি – জহির রায়হান (১৯৬৭) - অক্টোবর 31, 2024
- (বই থিকা) ঈশ্বর কোটির রঙ্গকৌতুক – কমলকুমার মজুমদার - অক্টোবর 12, 2024
- নজরুলের চিঠি: ফজিলাতুন্নেসা ও নারগিস’কে - জুন 13, 2024