Main menu

শরিয়া জিনিসটা কি আসলে?

গত একসপ্তাহে নিজের কিউরিওসিটি থেকে আমি আমার পরিচিতদের মধ্যে বিভিন্ন ইকোনমিক ক্লাস, পেশা, বয়সের অন্তত ৫০জন মানুষকে জিজ্ঞেস করেছি, দেশে ইসলামী শাসন/শরিয়াহ চান কিনা? ৪৮ জন উত্তর দিয়েছে হ্যাঁ৷ আর দুজন মাত্র না বলছে। এই দুজনের একজন হচ্ছেন আমার বাবা; যিনি কিনা স্থানীয় মাদরাসার শিক্ষক এবং আমাদের মসজিদের ঈমাম। আর আরেকজন আমাদের বাজারের হিন্দু এক নাপিত, যার কাছে আমি চুল কাটাই বুঝ হওয়ার পর থেকেই।

যারা হ্যাঁ বলছে, তাদের প্রত্যেককে জিজ্ঞেস করেছি, ইসলামী শাসন/শরিয়াহ বলতে তারা আসলে কি বুঝেন?

১৫জনের মতো কোনো উত্তরই দেননি। আরো ১২জনের উত্তর খুবই অগুছালো এবং আগামাথাহীন। উদাহরণ দিয়ে বলি, একজন বললেন, ইসলাম প্রতিষ্টা মানে আল্লার আইন প্রতিষ্টা। আমি বললাম দশটা আল্লার আইন বলেন, বা আল্লার আইন আসলে কি? জবাবে উনি বললেন, আল্লার আইন মানে কোরআন। আমি জিজ্ঞেস করলাম, কোরআন থেকেই আপনি জানেন এমন পাঁচ-দশটা আইনের কথা বলেন। জবাব না দিয় তিনি বললেন, আমার কাজ নাকি খামোখা প্রশ্ন করে ভেজাল লাগানো।

বাকি যারা উত্তর দিয়েছেন, এদের প্রত্যেকের জবাব আমি একজায়গায় করে এই কয়েকটা বিষয় পাচ্ছি,

১. চুরি করলে হাত কাঁ/টা হবে। একই ভাবে খু/নের শাস্তি প্রকাশ্যে গ/র্দা/ন উড়ানো।
২. যে ছেলে বাবা-মায়ের কথা না শুনে বউয়ের কথা শুনবে, তাকে শাস্তি দেয়া হবে।
৩. নামাজ না পড়লে, শাস্তি প্রদান করা হবে।
৪. মেয়েরা বুরখা না পরলে শাস্তি দেয়া হবে।
৫. সিনেমা/গান এইগুলা বন্ধ করা হবে।
৬. কেউ চাইলেই ৪ বিয়ে করতে পারবে।
৭. বিভিন্ন সরকারি কাজে কোনো অন্যধর্মালম্বীদের চাকরি দেয়া যাবে না। তবে তারা দেশে শান্তি থাকার ব্যবস্থা করতে হবে।
৮. নাস্তিক, সম/কামী, ট্রান্স এদের মৃত্যু/দণ্ড দেয়া হবে।
৯. ইফতারী, মিলাদকিয়াম, চল্লিশার সিন্নি এসব চিরকালের জন্য উঠায় দেয়া হবে।

মোটামুটি সবার জবাবই এরমধ্যে ছিলো। এই জবাবগুলো নিয়ে আমি একটু চিন্তা করে দেখলাম, ইকোনমিতে লোয়ার ক্লাস কেউ সিনেমা/গান নিষিদ্ধ সম্পর্কে কিছু বলে নাই। নাস্তিকদের শাস্তি চাওয়া তিনজনেরই বয়স ১৮-২৫ এর মধ্যে। মহিলারা সবচে বেশি চান নামাজ না পড়লে শাস্তি এবং ইসলামের নামে বেদাতি কার্যক্রম বন্ধ। এইরকম আরো বেশ কিছু ইন্টারেস্টিং প্যাটার্ন আমি পাইলাম তাদের উত্তরে।

যাইহোক, আমার আসলে মনে হয়, শরিয়া প্রতিষ্ঠা করার আগে শরিয়া আসলে কি? এইটা ব্যাপক হারে সাধারণ মানুষ লেভেলে পৌছানো উচিত। যারা প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ, তারা এক-দুই বছর চেষ্টা করলে প্রত্যন্ত অঞ্চলেও পৌছে দিতে পারবেন তাদের মেসেজ। যেহেতু শরিয়া মানেই ইসলাম অতএব এটা না চাইলেতো আমার ঈমান থাকবে না টাইপ একটা চিন্তা থেকেই বেশিরভাগ মানুষ শরিয়া চায় বলে আমার ধারণা। শরিয়া প্রতিষ্টার আলাপ থেকেও শরিয়া কি, শরিয়া আসলে কি কি হবে এসব ব্যাপারে বিভিন্ন ঘরনার লোকেরা ব্যাপক পরিমাণে আলাপ করার প্রয়োজন। কওমির শরিয়া আর আহলে হাদীসের শরিয়া কি সমান? আহলে হাদীসের শরিয়া আর জামায়াতের শরিয়া কি সমান? সমান না হলে কি সে আলাদা? আর সমান হলে তাদের মতানৈক্য তবে কি নিয়ে? এসব ব্যাপারে গ্রাম পর্যায়েও আলাপের সময় চলে এসেছে।

বি:দ্র: আমার আব্বারে জিজ্ঞেস করলাম, উনি হুজুর হয়েও শরিয়া চান না কেন? জবাবে একটা কেতাবী জবাব দিয়ে বললেন, ‘ইসলামী রাস্ট্র চালাতে লাগবে একদল দয়ালু, সাহসী, জ্ঞানী এবং ন্যায়পরায়ণ মানুষ। তিনি এইসব গুণের মিশ্রণের মানুষ এখন সমাজে দেখেন না। একজন দুইজন যা দেখেন, এরা কখনোই একটা দল হয়ে কাজ করবে না। অতএব, ইসলামী আইনের নামে একটা শোষণমূলক নিয়ম প্রতিষ্টার সম্ভবনা বেশি। তাই উনি শরিয়া চান না। তবে যদি সমাজের ব্যাপক পরিবর্তন আসে এবং নেতা শ্রেণির লোকেদের মধ্যে এসব গুণ ব্যাপক হারে দেখা যায়, তবে উনি উনার উত্তর বদলাবেন।

The following two tabs change content below.
Avatar photo

ইফতি চৌধুরী

পড়ালেখা করছি ইউল্যাবে। শখের বসে সিনেমা রিভিউ লিখি আর মাঝেমধ্যে টুকটাক অনুবাদ করি।
Avatar photo

Latest posts by ইফতি চৌধুরী (see all)

এডিটর, বাছবিচার।
View Posts →
কবি, গল্প-লেখক, ক্রিটিক এবং অনুবাদক। জন্ম, ঊনিশো পচাত্তরে। থাকেন ঢাকায়, বাংলাদেশে।
View Posts →
কবি। লেখক। চিন্তক। সমালোচক। নিউ মিডিয়া এক্সপ্লোরার। নৃবিজ্ঞানী। ওয়েব ডেভলপার। ছেলে।
View Posts →
মাহীন হক: কলেজপড়ুয়া, মিরপুরনিবাসী, অনুবাদক, লেখক। ভালোলাগে: মিউজিক, হিউমর, আর অক্ষর।
View Posts →
গল্পকার। অনুবাদক।আপাতত অর্থনীতির ছাত্র। ঢাবিতে। টিউশনি কইরা খাই।
View Posts →
দর্শন নিয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা, চাকরি সংবাদপত্রের ডেস্কে। প্রকাশিত বই ‘উকিল মুন্সীর চিহ্ন ধরে’ ও ‘এই সব গল্প থাকবে না’। বাংলাদেশি সিনেমার তথ্যভাণ্ডার ‘বাংলা মুভি ডেটাবেজ- বিএমডিবি’র সহপ্রতিষ্ঠাতা ও সমন্বয়ক। ভালো লাগে ভ্রমণ, বই, সিনেমা ও চুপচাপ থাকতে। ব্যক্তিগত ব্লগ ‘ইচ্ছেশূন্য মানুষ’। https://wahedsujan.com/
View Posts →
কবি। লেখক। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। রাজনীতি এবং বিবিধ বিষয়ে আগ্রহী।
View Posts →
জন্ম ১০ নভেম্বর, ১৯৯৮। চট্টগ্রামে বেড়ে ওঠা, সেখানেই পড়াশোনা। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত। লেখালেখি করেন বিভিন্ন মাধ্যমে। ফিলোসফি, পলিটিক্স, পপ-কালচারেই সাধারণত মনোযোগ দেখা যায়।
View Posts →
জন্ম ২০ ডিসেম্বরে, শীতকালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধবিজ্ঞান বিভাগে পড়তেছেন। রোমান্টিক ও হরর জনরার ইপাব পড়তে এবং মিম বানাইতে পছন্দ করেন। বড় মিনি, পাপোশ মিনি, ব্লুজ— এই তিন বিড়ালের মা।
View Posts →
পড়ালেখাঃ রাজনীতি বিজ্ঞানে অনার্স, মাস্টার্স। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বর্তমানে সংসার সামলাই।
View Posts →
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেন। সংঘাত-সহিংসতা-অসাম্যময় জনসমাজে মিডিয়া, ধর্ম, আধুনিকতা ও রাষ্ট্রের বহুমুখি সক্রিয়তার মানে বুঝতে কাজ করেন। বহুমত ও বিশ্বাসের প্রতি সহনশীল গণতান্ত্রিক সমাজ নির্মাণের বাসনা থেকে বিশেষত লেখেন ও অনুবাদ করেন। বর্তমানে সেন্টার ফর স্টাডিজ ইন সোস্যাল সায়েন্সেস, ক্যালকাটায় (সিএসএসসি) পিএইচডি গবেষণা করছেন। যোগাযোগ নামের একটি পত্রিকা যৌথভাবে সম্পাদনা করেন ফাহমিদুল হকের সাথে। অনূদিত গ্রন্থ: মানবপ্রকৃতি: ন্যায়নিষ্ঠা বনাম ক্ষমতা (২০০৬), নোম চমস্কি ও এডওয়ার্ড এস হারম্যানের সম্মতি উৎপাদন: গণমাধম্যের রাজনৈতিক অর্থনীতি (২০০৮)। ফাহমিদুল হকের সাথে যৌথসম্পাদনায় প্রকাশ করেছেন মিডিয়া সমাজ সংস্কৃতি (২০১৩) গ্রন্থটি।
View Posts →
তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের ছাত্র, তবে কোন বিষয়েই অরুচি নাই।
View Posts →
মাইক্রোবায়োলজিস্ট; জন্ম ১৯৮৯ সালে, চট্টগ্রামের সীতাকুন্ডে। লেখেন কবিতা ও গল্প। থাকছেন চট্টগ্রামে।
View Posts →
জন্ম: টাঙ্গাইল, পড়াশোনা করেন, টিউশনি করেন, থাকেন চিটাগাংয়ে।
View Posts →
বিনোদিনী দাসী (১৮৬২/৩ - ১৯৪১): থিয়েটার অভিনেত্রী, রাইটার। ১৮৭৪ থেকে ১৮৮৬ এই ১২ বছর তিনি কলকাতার বিভিন্ন থিয়েটারে অভিনয় করেন। কবিতার বই – বাসনা এবং কনক ও নলিনী। আত্মজীবনী - ‘আমার কথা’ (১৯২০)।
View Posts →