Main menu

সুপ্রিয় সাহার কবিতা

তারিখ । পাঠচক্র । আত্মঘাতী স্বপ্ন। অভাব । এডিকশন । ডিকন্সট্র্যাকশন । আফসোস। ইচ্ছা । ইরোটিসিজম । মাল্টিপল পারসোনালিটি ডিসঅর্ডার-২ ।

তারিখ

দ্যাখেন, এই কবিতাটা অনেক আগে লেখা। আমি সেসময় কবি হিসেবে শিশু। এখন আমার অনেক উন্নতি হইছে, ম্যাচিউরড হইছি আমি। এখনকার আমি কী আর এইটার মতো কবিতা লেখি নাকি! আমার কবিতা এখন অনেক বেটার। তারপরও দিলাম। দেখছেন, আমি কত অনেস্ট!

কবিতার নিচে লেখা তারিখটা চিল্লায়ে বলতেছিলো তার রিডাররে।


পাঠচক্র

আমি হইতে চাই
একটা অ্যাবসার্ড আর্ট
আমি হইতে চাই না
তার ব্যাখ্যা
আমি হইতে চাই একটা আড্ডা
তোমারে আমি পাবলিক লেকচার ভাবিনাই


আত্মঘাতী স্বপ্ন

হেই নি, আজকে সকালে তোমারে স্বপ্নে দেখসি। আজগুবি স্বপ্ন। আমি যেই হাইস্কুলে পড়সি মফস্বলে, ওইখানে তুমি তোমার বান্ধবীদের সাথে আসতেসো, মানে ঐ স্কুলেই পড়ো, ক্লাসে আসতেসো। একটা দুষ্টু ছেলে তোমারে ডিস্টার্ব করতেসে। আমি তারে চোখরাঙানি দিয়ে একটাই ওয়ার্ড কোইলাম- ডোন্ট। পরে দেখি ওইছেলে দৃশ্যপট থেকে সরে যাইতেছে। মনে হইলো এই ঘটনায় তুমি একটু নাখোশ হইলা আমার উপর। পরে দেখলাম, আমি যারে সরায় দিলাম সে-ই আমি।


অভাব

যদি একটা প্যালেস্টাইন না থাকে
না থাকে একটা গাযা
তাইলে তুমি কেমনে পেরেশান হবা
কী দিয়া ভরবা তোমার ইন্সটা স্টোরি
বিডি হিল ট্র্যাক তো অতোটা সেক্সি না


এডিকশন

আমি একজন পর্ন-এডিক্ট
ক্লাস সেভেনে পড়ার সময় বন্ধুর ফোনে প্রথম অভিজ্ঞতা
কিছুদিনের মধ্যে আমার হাতে কম্পিউটার আসলো
তারপর আমিই হলাম ডিলার, হোল্ডার এবং ডিস্ট্রিবিউটার
আবিষ্কার করলাম থ্রিসাম, ফোরসাম কিংবা আরো বেশি সামে আমার কোনো আপত্তি নেই
তবে শর্ত একটাই —
বিছানায় একটি মাত্র ছেলে থাকবে
মেয়ের সংখ্যা বাড়লে ভালো
শুধু মেয়েদের দেখতেও বেশ লাগতো
পর্ন দেখে দেখে আমার এন্টি-রেসিস্ট চরিত্র গড়ে উঠলো
আফ্রিকার সঙ্গে প্রেম শুরু হলো
মঙ্গোলয়েড মেয়েদের চিকন গলাও ভালো লাগতো
অতঃপর স্ক্যান্ডাল, লিকড সেলিব্রিটি, ফ্যামিলি স্ট্রোকস, ব্রাজার্স এক্সট্রা, সানি লিওনি, মিয়া খলিফা ন্যাচারাল, অ্যামেচার, লিসা অ্যান, অ্যাঞ্জেলা হোয়াইট, আবেলা ডেঞ্জার..
নানান কিসিমের পর্ন আমি দেখলাম
এসবের মধ্যে আমার ফেভারিট হলো পোভার্টি-পর্ন


ডিকন্সট্র্যাকশন

প্রত্যেক হররের মাঝে আছে মায়া
আর প্রত্যেক বিপ্লবে প‍র্নোগ্রাফিক সুখ


আফসোস

আমার তাকে ভালো লাগতো
আমার তাকে শুধু দেখতেই ভালো লাগতো


ইচ্ছা

একদিন
এক
ম্যানিকুইনের
ইচ্ছা
হলো
হাত
নাড়ানোর


ইরোটিসিজম

ভাগ্যিস তোমার নাভিটা দেখা যাচ্ছিল
নাহলে কীভাবে দিতাম তোমায়..
লাভ রিঅ্যাক্ট!


মাল্টিপল পারসোনালিটি ডিসঅর্ডার-২

এক সুপ্রিয়
জানুয়ারির শীতে
হাঁটতেছে পাঁচিলের উপরে
বিড়াল-ভঙ্গিমায়
নিচে গ্র্যান্ড ক্যানিয়ন
তার পাড়ে
আরেক সুপ্রিয়
কনভার্সেশনে যাইতে চায়
জানতে চায় ডাকব্যবস্থার হালচাল

এক সুপ্রিয়
নাতিশীতোষ্ণ ফেব্রুয়ারিতে
লাঞ্চ শেষে ফিরতেসে স্কুলে
গেটে তারে দাঁড় করায়
আরেক সুপ্রিয়
জিগায় যে সুপ্রিয়রে সে ভালোবাসে কিনা
নার্সিসিজম তখনো লইজ্জার বিষয় দুনিয়ায়
অস্বীকার করে সে
তখনই গেটের পিছন থিকা বাইর হয়া আসে
আরো এক সুপ্রিয়
হাস্য-ভঙ্গিমায়

এক সুপ্রিয়
মার্চের গরমে
রাইতের বেলায়
ইজাকুলেশনের আনন্দ পায়
সেই সুপ্রিয়
সকালে উইঠা আবিষ্কার করে বীর্য
তার গুহ্যদ্বারে
এইভাবে
এক সুপ্রিয়
রেইপড হয়
আরেক সুপ্রিয় দ্বারা

এক সুপ্রিয়
অতীত থিকা আসা এক এপ্রিলে
ফোন টিপতে টিপতে আগায়
হঠাৎ সে ধাক্কা খায়
আরেক সুপ্রিয়’র সাথে
লিপলক করবে তারা পরের মাসেই

এক সুপ্রিয়
প্লেইন এক মে মাসে
চুমু খায়- তার দ্বিতীয় প্রেমিকা-
অন্য এক সুপ্রিয়রে
সেই কথা রাষ্ট্র হয়ে যায়
ভায়া পরিবার, সমাজ
তবু কেমনে কেমনে জানি
সমকামিতার অভিযোগ ওঠে না কোনোমতে

এক সুপ্রিয়
আরেক সুপ্রিয়রে নিয়া
আকথা-কুকথা কয়
প্রতিশোধকল্পে প্রেম ভেঙে যায় সুপ্রিয়’র
আরেক সুপ্রিয়’র লগে
চিটিং-ভঙ্গিমায়
রেভেঞ্জফুল সুপ্রিয় তারপর
খুন করে ভিলেন সুপ্রিয়রে
স্বপ্নের ভিতরকার আরেক স্বপ্নে
এই ঘটনা ঘটে জুন মাসে

এক সুপ্রিয়
নতুন জন্মাইসে যে
একটা কবিতা লেখে
পুরনো সুপ্রিয়’র উদ্দেশ্যে
মার্চ নিয়া লেখা সেই কবিতা
পড়া হয় জুলাই মাসে আইসা

এক সুপ্রিয়
আগস্ট মাসের ২৬ তারিখ
ছাইড়া চইলা যায়
আরেক সুপ্রিয়রে
সারাদিন কাইন্দা সুপ্রিয়
রাইতে ডাক দেয় আরেক সুপ্রিয়রে
উষ্ণতার লাগি
সুপ্রিয়’র প্রিয় ঋতু সেপ্টেম্বর
এই টাইমে

এক সুপ্রিয়
স্মৃতিচারণা করে প্রথম প্রেমিকার
যার নাম ছিলো সুপ্রিয়

এক সুপ্রিয়
যখন চিঠি দেয়
আরেক সুপ্রিয়রে
তখন সেই চিঠি পইড়া ফ্যালে
অন্য আরেক সুপ্রিয়
ফলস্বরূপ বিচার যায় সুপ্রিয়’র কাছে
শাস্তি হিসেবে সিজোফ্রেনিয়ার ওষুধ খাইতে হয়
লাভবার্ডস দুই সুপ্রিয়’র
এই পর্যায়ে আইসা
সুপ্রিয় আর মাসের হিসাব রাখতে পারে না
সেপ্টেম্বরের পরে আর কোনো মাস
যেন এক্সিস্টই করে না
সময়ের হিসাব হারায়া সুপ্রিয়
চাইপা বসে টাইম মেশিনে
খুনেচ্ছা মিটায়া আসে
আরো একটা সুপ্রিয়রে মাইরা

ডিসেম্বর আসলে পরে
টাইম নিকালকে
বিয়ে করে ন্যায়
এক সুপ্রিয়
আরেক সুপ্রিয়রে
রাগে-দুঃখে
অন্য আরেক সুপ্রিয়
ফেসবুকে স্ট্যাটাস দেয়
‘ডিসেম্বর হইলো মানুষের ভাদ্রমাস’

এইসব দৃশ্য দেখতেছিলো
একটা সিগারেটের প্যাকেট
তারে রাস্তা থিকা তুইলা নিলো
একটা সুপ্রিয়
এই দৃশ্য ক্যামেরায় তুইলা নিলো
এক স্পাই সুপ্রিয়
তার ছিলো ফিল্মমেকারের ডিজগাইজ
সব সমস্ত দৃশ্য প্রত্যক্ষ করতেছিলো
এক ঈশ্বর সুপ্রিয়
নির্লিপ্ত ভঙ্গিতে

এরপর সুস্থ সুপ্রিয়, ব্যাধিগ্রস্ত সুপ্রিয়, বিড়াল সুপ্রিয়, হাস্যরত সুপ্রিয়, রেপিস্ট সুপ্রিয়, রেইপড সুপ্রিয়, সমকামী সুপ্রিয়, বিষমকামী সুপ্রিয়, ভিলেন সুপ্রিয়, হিরো সুপ্রিয়, এন্টিহিরো সুপ্রিয়, ক্ষমাশীল সুপ্রিয়, প্রতিশোধপরায়ণ সুপ্রিয়, চিটার সুপ্রিয়, লয়‍্যাল সুপ্রিয়, ডিলিউশনাল সুপ্রিয়, বাস্তবমুখী সুপ্রিয়, ডোসাইল সুপ্রিয়, অ্যাগ্রেসিভ সুপ্রিয়, দৌড়বিদ সুপ্রিয়, মার্শাল আর্টিস্ট সুপ্রিয়, নীৎশে সুপ্রিয়, সদ্যোজাত সুপ্রিয়, বৃদ্ধ সুপ্রিয়, প্রত্যাখ্যাত সুপ্রিয়, বিচারক সুপ্রিয়, শাস্তিপ্রাপ্ত সুপ্রিয়, সুপারি কিলার সুপ্রিয়, লাভবার্ড সুপ্রিয়, হেইটফুল সুপ্রিয়, টাইম ট্র্যাভেলার সুপ্রিয়, বিবাহিত সুপ্রিয়, টোকাই সুপ্রিয়, স্পাই সুপ্রিয়, সিভিলিয়ান সুপ্রিয়, ফিল্মমেকার সুপ্রিয়, অভিনেতা সুপ্রিয়, মানুষ সুপ্রিয়, অতিমানব সুপ্রিয়, ঈশ্বর সুপ্রিয় যুগপৎ আরম্ভ করিলো ধোন খ্যাচা; কামভঙ্গিমায়; সমুদ্র মন্থনের ন্যায়। মহাবিশ্ব উথালপাথাল হইলো, ব্যাপোক ধংশো হইলো। অবশেষে, নতুন বছরে, পৃথিবীর সব সুপ্রিয় একত্রে মাল ঢালিলো। তাহা গিয়া পড়িলো আরেকটা সুপ্রিয়’র গায়।

The following two tabs change content below.
Avatar photo

সুপ্রিয় সাহা

জন্ম খুলনায়, একটা ক্লিনিকে। ঢাবিতে সমাজবিজ্ঞান পড়সি। পড়া শেষ৷ পেশায় মধু ব্যবসায়ী এবং প্রুফরিডার। ঢাকায় থাকি। কবিতাই লিখি মূলত৷
Avatar photo

Latest posts by সুপ্রিয় সাহা (see all)

এডিটর, বাছবিচার।
View Posts →
কবি, গল্প-লেখক, ক্রিটিক এবং অনুবাদক। জন্ম, ঊনিশো পচাত্তরে। থাকেন ঢাকায়, বাংলাদেশে।
View Posts →
কবি। লেখক। চিন্তক। সমালোচক। নিউ মিডিয়া এক্সপ্লোরার। নৃবিজ্ঞানী। ওয়েব ডেভলপার। ছেলে।
View Posts →
মাহীন হক: কলেজপড়ুয়া, মিরপুরনিবাসী, অনুবাদক, লেখক। ভালোলাগে: মিউজিক, হিউমর, আর অক্ষর।
View Posts →
গল্পকার। অনুবাদক।আপাতত অর্থনীতির ছাত্র। ঢাবিতে। টিউশনি কইরা খাই।
View Posts →
দর্শন নিয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা, চাকরি সংবাদপত্রের ডেস্কে। প্রকাশিত বই ‘উকিল মুন্সীর চিহ্ন ধরে’ ও ‘এই সব গল্প থাকবে না’। বাংলাদেশি সিনেমার তথ্যভাণ্ডার ‘বাংলা মুভি ডেটাবেজ- বিএমডিবি’র সহপ্রতিষ্ঠাতা ও সমন্বয়ক। ভালো লাগে ভ্রমণ, বই, সিনেমা ও চুপচাপ থাকতে। ব্যক্তিগত ব্লগ ‘ইচ্ছেশূন্য মানুষ’। https://wahedsujan.com/
View Posts →
কবি। লেখক। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। রাজনীতি এবং বিবিধ বিষয়ে আগ্রহী।
View Posts →
জন্ম ১০ নভেম্বর, ১৯৯৮। চট্টগ্রামে বেড়ে ওঠা, সেখানেই পড়াশোনা। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত। লেখালেখি করেন বিভিন্ন মাধ্যমে। ফিলোসফি, পলিটিক্স, পপ-কালচারেই সাধারণত মনোযোগ দেখা যায়।
View Posts →
জন্ম ২০ ডিসেম্বরে, শীতকালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধবিজ্ঞান বিভাগে পড়তেছেন। রোমান্টিক ও হরর জনরার ইপাব পড়তে এবং মিম বানাইতে পছন্দ করেন। বড় মিনি, পাপোশ মিনি, ব্লুজ— এই তিন বিড়ালের মা।
View Posts →
পড়ালেখাঃ রাজনীতি বিজ্ঞানে অনার্স, মাস্টার্স। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বর্তমানে সংসার সামলাই।
View Posts →
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেন। সংঘাত-সহিংসতা-অসাম্যময় জনসমাজে মিডিয়া, ধর্ম, আধুনিকতা ও রাষ্ট্রের বহুমুখি সক্রিয়তার মানে বুঝতে কাজ করেন। বহুমত ও বিশ্বাসের প্রতি সহনশীল গণতান্ত্রিক সমাজ নির্মাণের বাসনা থেকে বিশেষত লেখেন ও অনুবাদ করেন। বর্তমানে সেন্টার ফর স্টাডিজ ইন সোস্যাল সায়েন্সেস, ক্যালকাটায় (সিএসএসসি) পিএইচডি গবেষণা করছেন। যোগাযোগ নামের একটি পত্রিকা যৌথভাবে সম্পাদনা করেন ফাহমিদুল হকের সাথে। অনূদিত গ্রন্থ: মানবপ্রকৃতি: ন্যায়নিষ্ঠা বনাম ক্ষমতা (২০০৬), নোম চমস্কি ও এডওয়ার্ড এস হারম্যানের সম্মতি উৎপাদন: গণমাধম্যের রাজনৈতিক অর্থনীতি (২০০৮)। ফাহমিদুল হকের সাথে যৌথসম্পাদনায় প্রকাশ করেছেন মিডিয়া সমাজ সংস্কৃতি (২০১৩) গ্রন্থটি।
View Posts →
তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের ছাত্র, তবে কোন বিষয়েই অরুচি নাই।
View Posts →
মাইক্রোবায়োলজিস্ট; জন্ম ১৯৮৯ সালে, চট্টগ্রামের সীতাকুন্ডে। লেখেন কবিতা ও গল্প। থাকছেন চট্টগ্রামে।
View Posts →
জন্ম: টাঙ্গাইল, পড়াশোনা করেন, টিউশনি করেন, থাকেন চিটাগাংয়ে।
View Posts →
বিনোদিনী দাসী (১৮৬২/৩ - ১৯৪১): থিয়েটার অভিনেত্রী, রাইটার। ১৮৭৪ থেকে ১৮৮৬ এই ১২ বছর তিনি কলকাতার বিভিন্ন থিয়েটারে অভিনয় করেন। কবিতার বই – বাসনা এবং কনক ও নলিনী। আত্মজীবনী - ‘আমার কথা’ (১৯২০)।
View Posts →