প্লে-লিস্ট: আজম খান

বাংলাদেশের সিনেমা তো দেখি নাই আমি খুব একটা – এইটা যেমন খালি না-দেখা না, বরং একটা এসথেটিকাল পজিশন যে আমার দেখাদেখির জায়গাগুলা এতো লো না! এইরকম ভাবে, আজম খানের গান না শুইনা মহীনের ঘোড়াগুলি (একটা নাম হিসাবেই বললাম, কম্পিটিশন লাগায়া দিয়েন না আবার) শোনাটা একটা ‘রুচি-সম্মত’ ঘটনা তো! এইটা রিকগনাইজ করতে রাজি হওয়াটা ভালো।
মানে, আজম খানের গানগুলা ভালো বা খারাপ – এইরকম এসথেটিকাল জায়গা থিকা দেখার বাইরেও যে কিছু ঘটনা আছে, সেইটার কথা বলতে চাইতেছি আমি; আমরা কিশোর বয়সে (তখনো টিএনএইজ শব্দটা বাংলা হইতে পারে নাই) গোয়ার্তুমির কারনেই অনেকে শুনতে শুরু করছি, কোন এসথেটিকসের কারনে না… বরং আমরা যে বাপ-মা’দের হেমন্ত-মান্নাদে সলিল চৌধুরী ভূপেন হাজারিকা আশা ভোঁসলে লতা মুঙ্কেশকদের ‘আধুনিক গান’ শুইনা আসছি, অইগুলার চাইতে ডিফরেন্ট
কিনতু এই গানগুলা তো আবার চাষা-ভুষাদের মাজার-মজমার মতো অনেকটা! যার ফলে নাক সিঁটকানো ছিল কিছুটা, কারন ‘ফোক সং’য়ের গলার মালা বা কানের দুল আমরা আবিষ্কার করতে পারি নাই, যেইটা পরে হইছে যে, এইগুলা ‘মেইন স্ট্রিম’ 🙂 না, কিনতু এদেরকে তো আমাদেরই (মিডল-ক্লাসদেরই) ‘রক্ষা’ করতে হবে! 😁
আমি বলতে চাইতেছি, আজম খানের গান শুনতেছি – এইটা এখন অবশ্যই কোন রুচি-সম্মত কালচারাল পজিশন না বাংলাদেশে, বরং নাইনটিসের একটা নস্টালজিয়াই অনেকটা; আপনি খুব বেশি ইসমার্ট লোকজনের নোটিশে আসতে পারবেন না এইসব কইরা, কিনতু আমি দাবি করতে চাই যে, যদি (নট বাঙালি, বরং) বাংলাদেশের কালচার বইলা যদি একটা কিছুরে লোকেট করতে চান আপনি সেইখানে আজম খান’রে নোটিশ না কইরা পারবেন না!
…
১. হায়রে হায় বাংলাদেশ
২. ওরে ছালেকা, ওরে মালেকা
৩. আমি যারে চাই রে
৪. আলাল ও দুলাল
৫. চুপ চুপ চুপ অনামিকা চুপ
৬. পাপড়ি কেন বুঝে না
৭. আসি আসি বলে তুমি আর এলে না
৮. অভিমানী তুমি কোথায় হারিয়ে গেছো
৯. হারিয়ে গেছে, খুজে পাবো না
১০. প্রেম চিরদিন দূরে দূরে এক হয়ে থাক না
১১. বধুয়া কি গাইতে পারে গান
১২. চাঁদকে ভালোবেসো না
১৩. বাধা দিও না ও মোর প্রেম
১৪. হাইকোর্টের মাজারে
১৫. জীবনে কিছু পাবো না রে
১৬. হে আল্লাহ, এতো সুন্দর দুনিয়ায়
১৭. চাইলেই কি প্রেম করা যায়
১৮. আমি বাংলাদেশের বাঙালি
১৯. জীবনে মরন কেন আসে
২০. হয়তোবা এইদিন থাকবে না কোনদিন


Latest posts by ইমরুল হাসান (see all)
- দুশমনের নাম ‘বাঙালি জাতীয়তাবাদ’ - মার্চ 12, 2025
- প্লে-লিস্ট: আজম খান - ফেব্রুয়ারি 28, 2025
- পলিটিকাল ডাইরি ২০২৪ (চাইর) - জানুয়ারি 27, 2025