মুশকিলের নাম পিনাকি ইলিয়াস

জুলাই রেভলুশনের একটা এস্কেচ বানাবার খায়েশ আছিলো মনে, তা আর হইলো কই 🙁 ! এইখানে বেশ মাঝখান থিকা আতকা কতোগুলা কথা লেইখা রাখতে চাইতেছি, পরে কখনো ঐ খোয়াব পুরন করতে পারলে এই লেখাটা কামে লাগবে খুব শম্ভব! রেভলুশনের এস্কেচ করার…
জুলাই রেভলুশনের একটা এস্কেচ বানাবার খায়েশ আছিলো মনে, তা আর হইলো কই 🙁 ! এইখানে বেশ মাঝখান থিকা আতকা কতোগুলা কথা লেইখা রাখতে চাইতেছি, পরে কখনো ঐ খোয়াব পুরন করতে পারলে এই লেখাটা কামে লাগবে খুব শম্ভব! রেভলুশনের এস্কেচ করার…
ক। আমার বউ আর আমার বড়ো মাইয়ার নাম পার্লিন অপার। ওর একটা পেন্সিল বাক্স আছিলো; শক্ত পেলাস্টিকের। ভাংছে। ও নিজেই হয়তো। জানি না। তাই ও আমারে এইবার বাক্সের বদলে ব্যাগ কিনতে বললো। ইশকুল থিকা দুই মাইয়ারে লইয়া বাশার নিচে আইলাম,…
যেইভাবে এই ব্রিফিংটা হ্যান্ডেল করছে ফারদিনের দোস্তরা সেইটা… ঠিকঠাক। কি কি কারণে? ১. উনারা রিয়েলি বলতে পারছেন কি কি জিনিস তাদেরকে দেখানো হইছে এবং কি কি আর্গুমেন্ট শো করা হইছে। যেইটা ডিবি বা রেবেরাও গতদিন বলছে। কিন্তু রিসিভিং এন্ডে যারা…