Bengali, Spoken and Written. Sayamacharan Ganguli (1877). কিস্তি ১
শ্যামাচরণ গাঙ্গুলি কইছিলেন যে, বিশ্ববিদ্যালয় বলার চাইতে ইউনির্ভাসিটি বলাটাই বেটার, অথচ সংস্কৃত-খাদেমদের ফতোয়া-মতে ছোটলোক বাঙালিদের মুখ দিয়া বিশ্ববিদ্যালয় বাইর করার কোশিশ দেড়শ বছর ধইরা আমরা কইরা যাইতেছি, রিটেন ল্যাঙ্গুয়েজে। উনার আর্গুমেন্ট সিম্পল – যে কোন ভাষাই চেইঞ্জ হয়, ফিক্সড না।…