Main menu

বইমেলা ২০১৫ এর বই: সকলই সকল – তানিম কবির।

[pullquote][AWD_comments][/pullquote] বাংলা একাডেমি’র ২০১৫-এর বইমেলায় শুদ্ধস্বর তানিম কবিরের সেকেন্ড কবিতার বই – ‘সকলই সকল’ পাবলিশ করার কথা। এর আগে গত বছর একই প্রকাশনা পাবলিশ করছিল তাঁর কবিতার বই ‘ওই অর্থে’।

‘সকলই সকল’-এর প্রচ্ছদ করছেন শিল্পী খেয়া মেজবা।

কবিতার বই থিকা কবি’র বাছাই করা দশটা কবিতা।

________________________________________________________

 

 

তেহারি দোকান

 

যেন কারও রূপ রস গন্ধ নেহারি

ভুবনও কিনারে বসে খেয়েছি তেহারি

 

নাড়িয়া চামচ মম লঙ্ঘিত প্রাণ

যে হারান, তাকে ফের ফিরে পেতে চান

 

এ চাওয়া মাতৃহীন – এতিম শ্মশান

দেয়ালের উচ্চতা দেয়ালে খসান

 

উচ্চতাভীতি নিয়ে তেহারি দোকান

টায়ার ও টিউবসহ ঘূর্ণায়মান

 

 

সহজ অন্ধকার

 

তোমারে বিছরাব

পাব খাব হারিয়ে যাব

আবারো পস্তাব

 

প্রস্থে যতই দূর

বাড়ুক আমি দৈর্ঘ্য জুড়ে

খামোখা ঘুরঘুর—

 

করছি করে যাই

শখের ঢঙে বকের ঠ্যাঙে

সমস্ত ওড়াই

 

উড়তে নিলেই পর

আজাইরা ধরফরে আমি

বদ্ধপরিকর—

 

হয়ত জানো, আর

জানারে বারবার, জানতে দিও

মানতে এমন সহজ অন্ধকার

 

 

তোমরা দুজন

 

একদিন খুব সকালে

গাছের যে পাতাগুলো গাছেই ছিল,

সে সবুজ—

আলোর দ্বিধান্বিত অন্ধকারে

বেরিয়ে পড়েছিলে

তোমরা দুজন।

 

রাতজাগা পলেথিন

উড়ে উড়ে রাস্তায়,

যে হোটেল খোলেনি তখনও

তবু খুলবে বলে,

তবু জেগে উঠে কুলকুচি করবে বলে

এক লোক—

তখনও ঘুমিয়ে ছিল।

 

শুধু তার জেগে না ওঠার পাশ দিয়ে

হেঁটে চলে যাচ্ছিলে

তোমরা দুজন।

 

 

বৃহস্প্রতিভা

 

বৃহস্পতিবারের রাত মাত্রই

বৃহস্পতিবারের রাত্রি তো নয়

এমনই হয়

যে,

মাথা ঘুরে যায়;

কখনও এমনও বা

কাথা ঘুরে যায়—

 

আর,

বৃহস্পতিবারের প্রতিবারই চাই

বৃহস্পতিবারের প্রতিভার ঘাঁই

 

তবু এমন

যেন

তথাপিও তাই;

তবু এমন যেন কথাটিও তাই

 

 

অর্ধেক চাঁদে

 

সমস্ত গ্রাম নাড়াক্ষেতে বেষ্টিত

নিজ পদতলে মচমচ করে ফাটি

শুষ্কবক্ষা রোগা নদী হতে দূরে

অর্ধেক চাঁদে আড়াআড়ি হয়ে হাঁটি

 

পেরিয়ে অপার ভাঙা শ্মশানের সিঁড়ি

মাঠ খুড়ে কত ভগ্নাবশেষ লাটিম

খুঁজে পাই; খুঁজে পাওয়া সব হতে দূরে

অর্ধেক চাঁদে আড়াআড়ি হয়ে হাঁটি

 

গঞ্জের যত মেশিনেরা গাঢ় ঘুমে

প্রোথিত রয়েছে শুয়ে আছে পরিপাটি

অনাত্নীয়ের অনাদর হতে দূরে

অর্ধেক চাঁদে আড়াআড়ি হয়ে হাঁটি

 

 

ইউনিভারসাল ক্রাই

 

সেই কতকাল আগে

কোথাও আমি বইসা ছিলাম

ভাবতে কেমন লাগে!

 

হয় মনে হয়

আমার বইসা থাকাই

আমার আগে;

এই দুনিয়ায় আইসা আবার

ফেরত গেছিল চাঁদে।

 

তার বহুকাল বাদে

 

এখন এমন লাগে;

চাঁদের নিচে ওইসমস্ত

বইসা থাকা জাগে!

 

বিস্মৃত আজ

কখন কবে

দাঁড়াইছিলাম পরে;

এই দুনিয়ায় আগেই আসা

আমরা পরস্পরে।

 

 

এ নির্বাণ এ নির্বাণ

 

অন্ধকার আলস্যে

সঙ্ঘহীন সহাস্যে

রাত্রিভর রাত্রিময়

গোত্রহীন যাত্রীদ্বয়

শ্রুশ্রূষায়

যায় ভেসে;

এ নিস্তার এ লাস্য

এ বিস্তার প্রকাশ্য

চতুর্দিক চারপেশে

হায় ভেসে যায় ভেসে

শ্বাসপ্রধান

বাষ্পপ্রাণ

 

 

ইভনিং রেইন

 

দীর্ঘশ্বাসগুলি এ বিশ্ব বায়ুমণ্ডলে

ঘুরপাক খায়

 

দীর্ঘ ঘুর্ণি তারা দীর্ঘ পাকে;

 

যেন বা স্ক্রু কোনও

টাইট দেয় তোমাকে আমাকে

 

টাইট হয়ে এ নিখিল লেকের কিনারে

তুমি সহ বসে থাকি রুদ্ধশ্বাস

 

হঠাৎ বাতাস আসে;

 

মৃতদের রেখে যাওয়া দীর্ঘশ্বাসবাহিত

সে বাতাসে কান পাতি

 

চরাচরে সন্ধ্যার ব্যাপ্ত বাতি

লেকের পানিতে ক্রম সম্প্রসারিত হয়

 

আমাদের প্রসঙ্গগুলো;

 

বিজড়িত, বিস্তারিত, এছাড়াও

পারস্পরিক। ঘামে ভেজা, শীতে কাঁপা

 

যেন বৈ,চিত্রের শর্তপূরণে সদা

সক্রিয়, মনোযোগী, বাধ্য ও দায়িত্বশীল

 

সন্ধ্যার বাতি তার হলদে আলোর প্রতি

মেলে ধরে জেব্রাক্রসিং

 

বৃষ্টি নামলে উই নীড অ্যান আমব্রেলা

প্রিয়!

 

 

সর্দির দিন

 

সর্দি লাগল প্রাণে

আমি কুয়াতলা থেকে কুয়াতলা

দৌড়ালাম অঘ্রাণে

 

কলাপাতা নড়ে গেল

যা কিছু ধাতব ঝনঝন করে

অক্লেশে মরে গেল

 

ছায়া ছায়া হল সব

টিয়া পাখি তার বোকাসোকা ঠোঁটে

ঝগড়াটে কলরব

 

হিন্দুপাড়ার মেয়ে

জবাফুল নিয়ে ইনিয়ে বিনিয়ে

আসলে তো ছোঁয়াচে

 

বরং এসব থাক

সর্দির দিনে কানটুপি পরে

একা শুয়ে থাকা যাক

 

আমার উদলা বুক

পারে যদি ব্যাঙ ঠাণ্ডা পেটের

মমতা নিয়ে আসুক

 

 

সকলই সকল

 

না মানে থাকে না যে, সকলই ফিরুক?

আমি তো চাই না তা গোপনে বাড়ুক

বরং একের প্রতি অপরের বুক

পারস্পরিক ভাবে সকলই ভুলুক

 

ভুলুক চিবুক তার বিপরীত টান

গ্রীবায় গ্রীবায় হাড়ে যত আশেকান

ঝুলে আছে ভুলে গিয়ে সকলে আসান

পাক মানে যাক ভুলে স্বকৃত দান

 

আকৃতিহীন হয়ে গাড়ির চাকার

নিচে পড়ে মরে থাকে মাদার ফাকার

এমনও হোক যেন মনে না থাকার

কারণে উবে যাক যেকারও আকার

 

The following two tabs change content below.
Avatar photo
তানিম কবির: সংবাদ পেশার সঙ্গে জড়িত। জন্ম: ২৫শে মার্চ, ফেনীতে। লেখেন কবিতা, গল্প ও ফেসবুক জার্নালিকা। সম্পাদনা করেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের শিল্প-সাহিত্যের পাতা।
Avatar photo

Latest posts by তানিম কবির (see all)

এডিটর, বাছবিচার।
View Posts →
কবি, গল্প-লেখক, ক্রিটিক এবং অনুবাদক। জন্ম, ঊনিশো পচাত্তরে। থাকেন ঢাকায়, বাংলাদেশে।
View Posts →
কবি। লেখক। চিন্তক। সমালোচক। নিউ মিডিয়া এক্সপ্লোরার। নৃবিজ্ঞানী। ওয়েব ডেভলপার। ছেলে।
View Posts →
মাহীন হক: কলেজপড়ুয়া, মিরপুরনিবাসী, অনুবাদক, লেখক। ভালোলাগে: মিউজিক, হিউমর, আর অক্ষর।
View Posts →
দর্শন নিয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা, চাকরি সংবাদপত্রের ডেস্কে। প্রকাশিত বই ‘উকিল মুন্সীর চিহ্ন ধরে’ ও ‘এই সব গল্প থাকবে না’। বাংলাদেশি সিনেমার তথ্যভাণ্ডার ‘বাংলা মুভি ডেটাবেজ- বিএমডিবি’র সহপ্রতিষ্ঠাতা ও সমন্বয়ক। ভালো লাগে ভ্রমণ, বই, সিনেমা ও চুপচাপ থাকতে। ব্যক্তিগত ব্লগ ‘ইচ্ছেশূন্য মানুষ’। https://wahedsujan.com/
View Posts →
কবি। লেখক। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। রাজনীতি এবং বিবিধ বিষয়ে আগ্রহী।
View Posts →
গল্পকার। অনুবাদক।আপাতত অর্থনীতির ছাত্র। ঢাবিতে। টিউশনি কইরা খাই।
View Posts →
জন্ম ২০ ডিসেম্বরে, শীতকালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধবিজ্ঞান বিভাগে পড়তেছেন। রোমান্টিক ও হরর জনরার ইপাব পড়তে এবং মিম বানাইতে পছন্দ করেন। বড় মিনি, পাপোশ মিনি, ব্লুজ— এই তিন বিড়ালের মা।
View Posts →
জন্ম ১০ নভেম্বর, ১৯৯৮। চট্টগ্রামে বেড়ে ওঠা, সেখানেই পড়াশোনা। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত। লেখালেখি করেন বিভিন্ন মাধ্যমে। ফিলোসফি, পলিটিক্স, পপ-কালচারেই সাধারণত মনোযোগ দেখা যায়।
View Posts →
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেন। সংঘাত-সহিংসতা-অসাম্যময় জনসমাজে মিডিয়া, ধর্ম, আধুনিকতা ও রাষ্ট্রের বহুমুখি সক্রিয়তার মানে বুঝতে কাজ করেন। বহুমত ও বিশ্বাসের প্রতি সহনশীল গণতান্ত্রিক সমাজ নির্মাণের বাসনা থেকে বিশেষত লেখেন ও অনুবাদ করেন। বর্তমানে সেন্টার ফর স্টাডিজ ইন সোস্যাল সায়েন্সেস, ক্যালকাটায় (সিএসএসসি) পিএইচডি গবেষণা করছেন। যোগাযোগ নামের একটি পত্রিকা যৌথভাবে সম্পাদনা করেন ফাহমিদুল হকের সাথে। অনূদিত গ্রন্থ: মানবপ্রকৃতি: ন্যায়নিষ্ঠা বনাম ক্ষমতা (২০০৬), নোম চমস্কি ও এডওয়ার্ড এস হারম্যানের সম্মতি উৎপাদন: গণমাধম্যের রাজনৈতিক অর্থনীতি (২০০৮)। ফাহমিদুল হকের সাথে যৌথসম্পাদনায় প্রকাশ করেছেন মিডিয়া সমাজ সংস্কৃতি (২০১৩) গ্রন্থটি।
View Posts →
তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের ছাত্র, তবে কোন বিষয়েই অরুচি নাই।
View Posts →
পড়ালেখাঃ রাজনীতি বিজ্ঞানে অনার্স, মাস্টার্স। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বর্তমানে সংসার সামলাই।
View Posts →
মাইক্রোবায়োলজিস্ট; জন্ম ১৯৮৯ সালে, চট্টগ্রামের সীতাকুন্ডে। লেখেন কবিতা ও গল্প। থাকছেন চট্টগ্রামে।
View Posts →
জন্ম: টাঙ্গাইল, পড়াশোনা করেন, টিউশনি করেন, থাকেন চিটাগাংয়ে।
View Posts →
বিনোদিনী দাসী (১৮৬২/৩ - ১৯৪১): থিয়েটার অভিনেত্রী, রাইটার। ১৮৭৪ থেকে ১৮৮৬ এই ১২ বছর তিনি কলকাতার বিভিন্ন থিয়েটারে অভিনয় করেন। কবিতার বই – বাসনা এবং কনক ও নলিনী। আত্মজীবনী - ‘আমার কথা’ (১৯২০)।
View Posts →