আপনের বউ’র ছায়ার তলে হাত ঢুকাইয়া আপনের কান খোঁজে নচিকেতা
- হেলমেট দিয়ে ছোটলোক খেদান
- আপনার চাইতে আর্ট বেশি বোঝে ওরা
- ডিলিং উইথ সোসাইটি: কোলকাতা, মুম্বাই আর ঢাকা
- ম্যাসোকিস্ট ফরহাদে ক্যাথারসিস পাইবেন, রাস্তা তত না
- আপনের বউ’র ছায়ার তলে হাত ঢুকাইয়া আপনের কান খোঁজে নচিকেতা
- পয়েন্টস অফ ভিউ
- দখলের লিস্টে ফেমিনিজমও দরকার না পোলাদের!
ধরেন, ঢাকা বা কোলকাতার বাঙালি মিডল ক্লাসের ‘টপ রেটেড রেগ্রেট’ নাই আপনার; মানে, নচিকেতার প্রমোট করা বিবেক আপনের ভিতর আছে এনাফ, আপনের বুড়া বাপ-মারে ওল্ড হোমে দেন নাই আপনে; কেমনে চলতাছে আপনের হাউজহোল্ড এখন?
[pullquote][AWD_comments][/pullquote]
শুরুতেই ক্লিয়ার করা দরকার যে, এই ‘আপনে’ কিন্তু পোলা, আরো ক্লিয়ার করা দরকার ম্যারিড পোলা; কেননা, আপনে কেবল পোলা হইলেই এই টপ রেটেড রেগ্রেট বা বিবেকের কামড়টা থাকতে পারে। নচিকেতা পোলা আপনারেই কইতাছে; আপনে যদি মাইয়া হন, আপনে যদি নিজের বুড়া বাপ-মা ফালাইয়া আরেক পোলার বাড়িতে যাইয়া সেক্স করেন, হাসা মুখে সেই পোলার বুড়া বাপ-মার গু-মুত সাফ করেন, চাকরিটাও করেন, শ্বশুর-শ্বাশুরির বার্থডে, ম্যারেজ, শ্বশুরের খৎনার (হিন্দু শ্বশুর হইলে এইটা লাগবে না :)) এ্যনিভার্সারি সেলিব্রেট করেন, আপনের এইসব সার্ভিস দিতে রাজি থাকায় সেই পোলার বুড়া বা-মারে যদি ওল্ড হোমে না দিতে হয় তাইলে সেই পোলা আর আপনের বিবেক এনাফ আছে বইলা সার্টিফিকেট দেবেন নচিকেতা।
হাজার বছর ধইরা বাঙালি মাইয়াদের নিজের বাপ-মারে এমনভাবে নেগলেক্ট করতে থাকা, নিজের বুড়া বাপ-মার বদলে ২২ বছর বয়সে আচমকা পরিচয় হওয়া কতগুলি লোকরে প্রায়োরিটি দেওয়াটা নচিকেতার মোটেই অ্যাবনর্মাল লাগে না; নচিকেতার কাছে অ্যাবনর্মাল লাগে বরং ঐ আচমকা পরিচিত লোকগুলিরে কতগুলি সার্ভিস দিতে রাজি না হওয়াটা।
নচিকেতার কাছে আরো অ্যাবনর্মাল লাগে অমন মাইয়ার ভাতারকে, শয়তান শয়তান লাগে আসলে; বাট সেইটা যত বেশি নিজের বাপ-মার সেবা না করায় তার চাইতে বেশি অমন বউরে এখনো তালাক না দেওয়ায়! বা মে বি, নচিকেতা আপনারে ভাবে বেকুব, মানে বউয়ের ছায়ার নিচে থাকা এক ‘না মর্দ’, যেই মাইয়ার ছায়া নিচে থাকেন আপনে সেই মাইয়া হইলো ডাইনী, দজ্জাল, রাক্ষসী।
আপনে পোলা, নচিকেতা আপনারে রান্ধন শিখতে কয় না, কাপড় ধুইতে কয় না, বাপের গু’র ঘ্রাণে টলারেন্ট হইতে কয় না, আপনারে খালি বউ’র ছায়ার নিচে ঢুকতে মানা করে, বউ’র বাল আচরাইড়া বা কামাইয়া দিলে কেমনে আপনের মর্দামি খুন হয় সেইটা দেখতে কয়, বউরে সাইজ করতে কয়।
বুড়াবুড়িদের ব্যাপারে আপনের/নচিকেতার স্টেটের রেসপন্সিবিলিটি নিয়াও কিছু কয় না, সিনিয়র সিটিজেনদের ব্যাপারে মডার্ন, ক্যাপিটালিস্ট স্টেট কী করতে পারে সেই ব্যাপারে নচিকেতা ভাবেন না; ইভেন, ওল্ড হোম কী সেইটাও বোঝেন বইলা ভাবার কারণ নাই, কেমন হওয়া উচিত ওল্ড হোমের, সেইটাও ভাবেন না নচিকেতা; একটা হাউজহোল্ড একজনের কামাইতে যে খরচ কুলাইতে পারে না, বউ-ভাতার দুইজনে চাকরি-বাকরি করার পরে কতটা এনার্জি থাকে আর–সেই ব্যাপারে নচিকেতার কথা নাই। উনি কেবল আপনারে আর আপনের বউরে গালি দেবেন। তাতে আপনের বিবেক কামড়াইতে থাকবে আপনারে, আপনেও আর কিছু না ভাইবা বউয়ের ছায়ার নিচে থেকে মর্দামির দিকে হাঁটা দেবেন।
আপনে আসলে বউ’র ছায়ার নিচে নাই, আপনে আছেন নচিকেতার ধুতির ভিতর, জাঙ্গিয়ার পকেটে, আইড়ার তলে। বাইর হন। বাইর হইয়া ভাবা শুরু করেন, আমি বাইরে বইলা আমার অ্যাডভাইস খালি পোলাদের না মাইয়াদের জন্যও:
২. স্টেটের উপর চাপ দেন, আপনের ট্যাক্সের টাকা সামরিক খাতে যেন যাইতে না পারে, আমলাদের বেতন আর গাড়ির পিছে সব খরচ না কইরা সিনিয়র সিটিজেনদের জন্য এনাফ বাজেট পাওয়া যায়।
৪. ওল্ড হোমে বুড়াদের সার্ভিস দিতে স্পেশালি ট্রেইন্ড নার্স আছে কিনা দ্যাখেন, না থাকলে সেইটাতে দিয়েন না বাপ-মারে।
৭. ওল্ড হোমে এথিক্যাল পুলিশিং থামাবার ট্রাই করেন; বুড়া-বুড়িরা অনেকে একসাথে থাকা কম মজার না, সেইখানে একজন আরেকজনের লগে শুইতে চাইলে এথিক্যাল পুলিশিং যেন ঝামেলা না করে সেই ব্যাপারে ওল্ড হোম ম্যানেজমেন্টের লগে কথা কন; অনুমান করা যায়, ওল্ড হোমের মাইয়াদের মেনোপজ হইছে, বাচ্চা-কাচ্চা হইয়া যাবার তেমন ইস্যু না থাকায় সমাজ ওল্ড হোমের সেক্স-লাইফ নিয়া অত আপত্তি করবে না।
৯. ওল্ড হোমের বুড়াদের লোনলিনেসের ধারনা ভুল, সেম জেনারেশনের অনেকে থাকেন বলে মজা হয়–বুড়া বয়সে দোস্তি-পীরিত আজব কোন ঘটনা না–খুবই নর্মাল, বরং আপনের বাসাতেই বেশি লোনলি, সিঙ্গেল হইলে আরো বেশি। এক রুম কমের বাসা ভাড়া নিয়া বাইচা যাওয়া টাকায় ভাল ওল্ড হোমে দেন, হেলথ ইন্স্যুরেন্স করেন–সেবা এবং মেডিকেশনটা এনসিওর হবে তাইলে।
সো, নচিকেতা না-পছন্দ আমার; কেন যে, সেইটা ক্লিয়ার করলাম; বাট এর বাইরেও অবশ্য না-পছন্দ হবার কারণ আছে।
[youtube id=”jg_k1w_cLS8″]
আরেকটা কারণ হইলো, পাবলিক চুমাচুমির ব্যাপারে ঘুষের লগে ওনার তুলনামূলী আলাপ। ভারত বা বাংলাদেশের আইনে চুমাচুমি কোন ক্রাইম না, পাবলিক হইলেও না; বরং ঘুষই ক্রাইম। সমাজে পাবলিক চুমাচুমির ব্যাপারে এক ধরনের না-পছন্দ আছে; বাট সেক্স-মেলামেশা-পীরিতের ব্যাপারে যতটা ভাবেন অত রেস্ট্রিকশন নাই। বিয়ার বাইরে সেক্স-পীরিত পছন্দ না করলেও দ্যাখেন, এখনকার অ্যারেঞ্জড ম্যারেজগুলি এক ধরনের লাভ ম্যারেজ হইয়া গেছে; বিয়ার কথাবার্তা থেকেই পীরিত পারমিটেড, দেখা করাইতে নিয়াও যায়, প্রাইভেসিও দেয় অনেক গার্ডিয়ানই।
বরং বেআইনীভাবে ঝামেলা করে স্টেট/পুলিশ; বাপ-মা, সমাজ তো আপনারে ঘরে আটকাইয়া রাখে নাই, আপনে পীরিত করতে পারেন দোস্তের বাসায়, হোটেলে, পার্কে, ক্যাম্পাসে–গার্ডিয়ানরা গোয়েন্দা/গার্ড লাগাইয়া রাখে না, তালামারা জাঙ্গিয়া/প্যান্টিও পরাইয়া রাখে না আপনারে। আপনারে বরং পুলিশ ধরে বেআইনীভাবে–কেননা, আইনে কনসেন্টের কথা বলা আছে–বিয়ার কথা নাই ইন্টারকোর্সের বেলায়; পুলিশ আনলাইন্সড বেশ্যা হিসাবে জেলে ঢুকায় আপনারে, রেপও করতে পারে, সরকারী ছাত্র সংগঠনের ক্যাডাররা রেপ করে। আপনে তাইলে সরকারের উপর না খেইপা সমাজের উপর খ্যাপেন কেন নচিকেতার কথায়?
নচিকেতার (সুমনেরও) কাছে পাবলিক চুমাচুমি যে এতো দামি সেইটার কারণ বরং আরেক জায়গায়; কলোনাইজড ইন্ডিয়ায় খৃস্টধর্মের চাপে মধুসূদনের খৃস্টান হওয়া বা হিন্দু ধর্মের রিফর্মেশনের লেজুড় এইটা।
সো, আপনি যারে সেক্যুলার ভাবেন তা আসলে খৃস্টান। এই রকম সাদা খৃস্টানদের রিলিজিয়াস একটা অনুষ্ঠানের ভক্ত হইলেন নচিকেতা সুমন। আপনে যদি ভক্ত না হন তাইলে বুঝবেন ভালো। দ্যাখেন, সমাজ কমপ্লেক্স জিনিস; ওয়েস্টার্ন খৃস্টান সমাজে বিয়ার আগে ওইগুলি পাবলিক-প্রাইভেট স্পেসে চুমাচুমি না-পছন্দ হইলেও নাক গলায় না খুব, স্টেটও গলায় না। দেইখাও না দেখার মতো কইরা থাকে।
ওয়েস্টার্ন খৃস্টান যদি আপনার মানবিক উচ্চতার মিটার না হয় এবং আমাদের সমাজের জন্য হাছাই যদি কাম করতে চান তাইলে আরো কত কত গুরু ব্যাপার আছে! একটা বইলা শেষ করি; ধরেন, আমাদের সমাজের বাসাবাড়ির কাম করেন যারা তাগো উইকলি ছুটি নাই, ম্যাটার্নিটি লিভ নাই, সিক লিভ নাই, ১৬/১৮ ঘন্টা কাম করতে হয়, টিভি দেখতে দেয় না, লিফটে উঠতে দেয় না, এনাফ খাইতে দেয় না, ইভেন একবার নতুন এক বাসায় উইঠা রান্নাঘরের এগজস্ট ফ্যানের সুইচে টেপ মারা পাইছি যাতে ছাড়তে না পারে! মাইর খাইতে হয়, ফাও সেক্সুয়াল সার্ভিস দিতে হয়, রেপড হয়। এই ইস্যুতে একটা মুভমেন্ট সফল হবার চান্স বেশি; কেননা, সমাজ এগুলি জাস্টিফাই করার হিম্মত রাখে না, বরং গিল্টি ফিলিং আছে হিউজ।
রক মনু
Latest posts by রক মনু (see all)
- হিস্ট্রিওগেরাফি এন্ড পলিটিকেল লয়ালটি - অক্টোবর 18, 2024
- খলিফা হইয়া ওঠা - সেপ্টেম্বর 2, 2024
- আমাদের নিয়ত এবং বাংলাদেশের ফিউচার - আগস্ট 25, 2024