Main menu

আবু তাহের তারেকের কবিতা

পাতার মত

সব থাকি ভালা কিছুই না হওয়া
পাতার মত
কেউ ঢাইকা রাখলে ঢাকার স্মৃতিরে ধারণ করা
ছিঁড়লে খুঁতটুকু রাখা
ডেটা হুকাইলে নিচায় লাফ দি পড়া

 

সে

আমি চাইতেছিলাম না
সে এইভাবে আসুক
ভাবি নাই
ধাক্কার বদলা সে
নকটাও করবে না দরজায়
বা হুড়মুড় করি বানের
গোলা পানি দি ঘরখান ময়লা করবে
তারে আমি কত কতভাবে চাইতেছিলাম
আর সে হাসতেই আছিল
পাকনা ধানের উপরে ইচ্ছামত
পিছল খাওয়া হাওয়া

 

দিন রাইত

দিন রাইত পড়ি আছে
কয়েকটা রমজানই পাইলাম
হেরপর যেইখানে যাব সেইখানে তেমন নাই
দু:খ আর ভুল জিঞ্জির ভেদ করতে পারতেছে না
তুমি আমি আটক হইছে দিন রাইতের পর্দায়


 

কথাগুলা

উইন্টারে
দীর্ঘ বারিষ
সামারে
ফুল ফোটা
এরপর লুকায় রে প্রাণ
ঝরে পাতা
কেউ থাকে না
কথাগুলা
ইশকুল হতে
আসতেছে
ঘরে
থাকতেছে না

 

শনের ছাউনির দিন

শনের ছাউনির দিন শেষ হইল
আড়া দিয়া বেড়া বুনার খোয়াব
আঠালো মাটির লগে গোবরের
মিলিমিশি থাকা কোমল নরম হাত
মিডল ইস্টের টেকার গরিমায়
টিপকল হইল দালান ঘরটাও উঠি উঠি
বিলাতি বাড়িগুলা নিরাই
তান তান গাছে গাছে
আতা ডালে ডালে তোতা
সকলেই করতেছে টেকার খনির সন্ধান
মরার আগে বাপে মায়ে দেইখা যাইতে চাইতেছেন
পুতের সোনালি আতার গাছে রূপালি তোতা
তারা অদূরে কয়বরে গিয়া এইসবের ডাক শুনবেন

 

মার্চের গান

লাইলাক জাগি উঠছে
জমিনর হালকা গভীর থনে
বয়ার হইতেছে
সুরুয রইদ ঢালতেছে
মার্চ ছোট পায়ে
জানালার পাশে
জবান উদলা
বসন দুলতেছে
এই মার্চে কালো আছমান
লইয়া আইয়ো না
নিরবে
মেগ আসে এইখানে

 

এওলালিয়া সিলভা

পাহাড়
দরিয়া
রাজার বাড়ি
সিনথ্রায়
ছবি হই আছো
বৃক্ষের পাশে
থামের কোণে
ঢুকতে পারতেছ,
বাইর হইতে পারতেছ!

 

The following two tabs change content below.
Avatar photo

আবু তাহের তারেক

আবু তাহের তারেকের জন্ম সুহিতপুর, ছাতক; সুনামগঞ্জ। ইউরোপে থাকেন। প্রকাশিত বই: অনুবাদ - ফের্নান্দ পেসোয়ার কবিতা (২০১৬), নাগরি প্রকাশ। কবিতা: আইয়ো রেগো ময়না (২০১৮), প্রিন্ট পোয়েট্রি। আম্মা নদী (২০২১), বুকিশ।
Avatar photo

Latest posts by আবু তাহের তারেক (see all)

এডিটর, বাছবিচার।
View Posts →
কবি, গল্প-লেখক, ক্রিটিক এবং অনুবাদক। জন্ম, ঊনিশো পচাত্তরে। থাকেন ঢাকায়, বাংলাদেশে।
View Posts →
কবি। লেখক। চিন্তক। সমালোচক। নিউ মিডিয়া এক্সপ্লোরার। নৃবিজ্ঞানী। ওয়েব ডেভলপার। ছেলে।
View Posts →
মাহীন হক: কলেজপড়ুয়া, মিরপুরনিবাসী, অনুবাদক, লেখক। ভালোলাগে: মিউজিক, হিউমর, আর অক্ষর।
View Posts →
দর্শন নিয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা, চাকরি সংবাদপত্রের ডেস্কে। প্রকাশিত বই ‘উকিল মুন্সীর চিহ্ন ধরে’ ও ‘এই সব গল্প থাকবে না’। বাংলাদেশি সিনেমার তথ্যভাণ্ডার ‘বাংলা মুভি ডেটাবেজ- বিএমডিবি’র সহপ্রতিষ্ঠাতা ও সমন্বয়ক। ভালো লাগে ভ্রমণ, বই, সিনেমা ও চুপচাপ থাকতে। ব্যক্তিগত ব্লগ ‘ইচ্ছেশূন্য মানুষ’। https://wahedsujan.com/
View Posts →
কবি। লেখক। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। রাজনীতি এবং বিবিধ বিষয়ে আগ্রহী।
View Posts →
গল্পকার। অনুবাদক।আপাতত অর্থনীতির ছাত্র। ঢাবিতে। টিউশনি কইরা খাই।
View Posts →
জন্ম ২০ ডিসেম্বরে, শীতকালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধবিজ্ঞান বিভাগে পড়তেছেন। রোমান্টিক ও হরর জনরার ইপাব পড়তে এবং মিম বানাইতে পছন্দ করেন। বড় মিনি, পাপোশ মিনি, ব্লুজ— এই তিন বিড়ালের মা।
View Posts →
জন্ম ১০ নভেম্বর, ১৯৯৮। চট্টগ্রামে বেড়ে ওঠা, সেখানেই পড়াশোনা। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত। লেখালেখি করেন বিভিন্ন মাধ্যমে। ফিলোসফি, পলিটিক্স, পপ-কালচারেই সাধারণত মনোযোগ দেখা যায়।
View Posts →
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেন। সংঘাত-সহিংসতা-অসাম্যময় জনসমাজে মিডিয়া, ধর্ম, আধুনিকতা ও রাষ্ট্রের বহুমুখি সক্রিয়তার মানে বুঝতে কাজ করেন। বহুমত ও বিশ্বাসের প্রতি সহনশীল গণতান্ত্রিক সমাজ নির্মাণের বাসনা থেকে বিশেষত লেখেন ও অনুবাদ করেন। বর্তমানে সেন্টার ফর স্টাডিজ ইন সোস্যাল সায়েন্সেস, ক্যালকাটায় (সিএসএসসি) পিএইচডি গবেষণা করছেন। যোগাযোগ নামের একটি পত্রিকা যৌথভাবে সম্পাদনা করেন ফাহমিদুল হকের সাথে। অনূদিত গ্রন্থ: মানবপ্রকৃতি: ন্যায়নিষ্ঠা বনাম ক্ষমতা (২০০৬), নোম চমস্কি ও এডওয়ার্ড এস হারম্যানের সম্মতি উৎপাদন: গণমাধম্যের রাজনৈতিক অর্থনীতি (২০০৮)। ফাহমিদুল হকের সাথে যৌথসম্পাদনায় প্রকাশ করেছেন মিডিয়া সমাজ সংস্কৃতি (২০১৩) গ্রন্থটি।
View Posts →
তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের ছাত্র, তবে কোন বিষয়েই অরুচি নাই।
View Posts →
পড়ালেখাঃ রাজনীতি বিজ্ঞানে অনার্স, মাস্টার্স। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বর্তমানে সংসার সামলাই।
View Posts →
মাইক্রোবায়োলজিস্ট; জন্ম ১৯৮৯ সালে, চট্টগ্রামের সীতাকুন্ডে। লেখেন কবিতা ও গল্প। থাকছেন চট্টগ্রামে।
View Posts →
জন্ম: টাঙ্গাইল, পড়াশোনা করেন, টিউশনি করেন, থাকেন চিটাগাংয়ে।
View Posts →
বিনোদিনী দাসী (১৮৬২/৩ - ১৯৪১): থিয়েটার অভিনেত্রী, রাইটার। ১৮৭৪ থেকে ১৮৮৬ এই ১২ বছর তিনি কলকাতার বিভিন্ন থিয়েটারে অভিনয় করেন। কবিতার বই – বাসনা এবং কনক ও নলিনী। আত্মজীবনী - ‘আমার কথা’ (১৯২০)।
View Posts →