Main menu

স. মুহম্মদ নাহিন রহমানের কবিতা

পৃথিবীর সেইসব চায়ের দোকান

আমাকে বিক্রি করে দিয়েছিলো যারা চায়ের দোকানে, তাঁদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই মা-
প্রতি রাতে ঝুলে থেকে থেকে বাসি বন রুটি- পুরাতন কুকুরের অভ্যস্ত খাবার হতে হতে আমার-
তবু, মনে হয়-
আমায় তবু, তারা দেখতে আসুক একবার।
একবার কিনুক, দুধ চা দিয়ে ভেজা মিষ্টি বন রুটি হয়ে-
একবার ঘুমিয়ে পড়ি তাদের স্নিগ্ধ বুকে-

 

সুইসাইড

একদিন জানবা, সুইসাইড ও বিরক্তিকর,
সিনেমার মত, পপুলিস্ট।
অইদিন লেভেলে আসবা তুমি- অইদিন কথা হবে।
সব থেকে নির্বাণ হয়ে, মৃত্যুরে সবচাইতে
উজ্জ্বল, মোহনীয়, আরবি আতর-
মনে করে, ঝাঁপায় পড়ার
নেশা, কৈশোর-
একদিন, শেষ হোক-
আমি তো কোথাও যাইতেসি না।
আমি নিচে বইসা আছি,
অনেক নিচে,
এতটা নিচে-
আসতে হইলে-
তোমারে, তোমার কবর পার হয়ে
আরো দুই হাত নিচে,
চোখ বন্ধ করে দিতে হবে লাফ।
ঐখানে, এখনো আছি আমি-
স্থির, কোথাও যাইতেসিনা যেন, তাড়া নাই
সারামাস
অলস জুম্মাবার, অইখানে
আইসো একদিন-
চা খাবো, অইদিন কথা হবে।

 

দূরত্ব

বয়ামের ভেতর দেখবা, দূরত্ব পইড়া আছে- তোমার,
অথচ, তুমি তারে
ধ’রতেই পারতেসোনা। ভাবো,
একটা মানুষ পইড়া আছে- দূরে
যে দূরের দুঃখ বুঝতেসে না।
যেভাবে দূর ক্রমে-
লীন হয়ে যাইতেসে, মানুশ, জানে কি?-
পৃথিবী
একদিন আত্মহত্যা ক’রবে শুধু বিষাদহীনতায়;

 

লোনলি সউলস, বেঁচে থাকো

আর,
অল্প বয়স্ক মেয়েদের থেকে দূরে থাকবা,
এতটা দূরে-
যেন, তারা যখন অর্ধেক বুক হয়ে ডাকতেসে তোমারে ডার্ক শাওয়ারে-
আর, সাধতেসে- মুখে মুখে কফি,
তখনও- যেন, তোমার কোনো কাজ থাকে।

মনে রাখবা, এই জায়গাটা-
অনেক ক্ষুধার্ত, আর- মানুশের পেটে দীর্ঘদিন
কোনো দানা পড়ে নাই, এমন মানুশই মূলত,
ভালোবাসে- বিকেল বেলাতে শিকার ক’রে খেতে
মানুশের গোশ। তাই-
দূরে থাকো।
গোশ হয়ে উঠো না- এমন৷ যেন-
বিকালের মার্কেটপ্লেসে- কেউ, বেচে কিনে
খায়, এইসব বুড়া গোশ।
তুমি যা ভাবতেসো-
তা নাই, মেইনলি- কোনো গোপন চুমুই নাই
যা মুছে দিতে পারে, এইসব-
ভুল কোট টাই-
আকাশ কালো করে আসা লোনলিনেস।

 

মৌনতার চে

মৌনতার চে সুন্দর কিছু নেই কিন্তু, আছে-
এরপরের লাইনে, কি লিখবো? শূন্যতা?.. তিনটি ডট? পৌনপুনিক ?…
জটিল সব ম্যাথমেটিকসের মত মনে হয়, মাটির স্থির নিচে- সকল খনিজ- প্রতিদিন আরো, গভীরে চলে গেছে যারা- অভিমানের মতন, মুখ কালো- আরো মৌন
আরো দুঃখী ভাব নিয়ে- যারা
নিভে যাচ্ছিলো- আরো অন্ধকারে,
একদিন- জটিলতর ক্রোমা হয়ে
স্থির ফুটে ওঠে সূর্যের অভিমুখে-
স্থির-
মৌনতার চে, সুন্দর, যা কিছু আছে- তা হল, তুমি।

 

মেলানকলি

তুমি ভাবতেসো দুঃখরে কেন মেলানকলি বলে বলে বুঝানো লাগতেসে-
এটাই বিষাদ-
আর, আমি ভাবতেসি
এই শব্দটাও শেষ হয়ে গেল।
এবার, কি? তোমার- মুখের দিকে
তাকায়ে থাকার বাইরে-
আর কোনো ভাষা- আছে? আমার আর-
দেখতেসো না- কত কত কথা
চারিদিকে, বলে-
সকল, মানুষ শুধু চাপতেসে- ব্যাকস্পেস….
যেন, মানুষের-
সব কিছু বলা শেষ।

 

এপ্রিল’২০

সমস্যা অইটা না- যে, ওরা তোমারে বিক্রি করতেসে।
সমস্যা-
আমার তুমারে কিনবার টাকা শুধু নাই।
এই, তুমি কি প্রতিবাদ করতে পারো না? তুমি সার্কাসের বান্দর?
তুমি কি টিয়াপাখির খাঁচা?
তুমি আর কিছুদিন- মাছের বরজে মাছ হয়ে আর কিছুদিন –
ভেসে থাকতে পারলা না? –
আর, কিছুদিন গেলেই তো-
আমিই তোমারে কিনে নিতাম। তারপর,
দেখতাম আমি- তুমি কেমন আরবী জানো
কতখানি পানি, কতখানি জল-
তোমার শরীর কাঁপানো- মুদ্রার ঝাঁকি, শুধু একা একা দেখতাম!
অথচ, তার আগেই- তুমি বিক্রি হয়ে গেলা।

 

সাইলেন্স

খিয়াল ক’রে দেখো- কি কথা ব’লতেসে- একজন লোক- আরেকজন লোকের সাথে-
রাত্তির শেষ ক’রে এসে-
নাথিং, যখন- কেউ কিছু আর ব’লতে পারেনা- সাইলেন্স-
টানা সাইলেন্স-
তাকেই কবিতা ব’লে মনে হতে থাকে-

 

The following two tabs change content below.
Avatar photo

স. মুহম্মদ নাহিন রহমান

কবি, চিন্তক। আগ্রহের বিষয়- মানুশ, মানুশের চিন্তা পদ্ধতি ও চিন্তার রাজনীতি।
Avatar photo

Latest posts by স. মুহম্মদ নাহিন রহমান (see all)

এডিটর, বাছবিচার।
View Posts →
কবি, গল্প-লেখক, ক্রিটিক এবং অনুবাদক। জন্ম, ঊনিশো পচাত্তরে। থাকেন ঢাকায়, বাংলাদেশে।
View Posts →
কবি। লেখক। চিন্তক। সমালোচক। নিউ মিডিয়া এক্সপ্লোরার। নৃবিজ্ঞানী। ওয়েব ডেভলপার। ছেলে।
View Posts →
মাহীন হক: কলেজপড়ুয়া, মিরপুরনিবাসী, অনুবাদক, লেখক। ভালোলাগে: মিউজিক, হিউমর, আর অক্ষর।
View Posts →
দর্শন নিয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা, চাকরি সংবাদপত্রের ডেস্কে। প্রকাশিত বই ‘উকিল মুন্সীর চিহ্ন ধরে’ ও ‘এই সব গল্প থাকবে না’। বাংলাদেশি সিনেমার তথ্যভাণ্ডার ‘বাংলা মুভি ডেটাবেজ- বিএমডিবি’র সহপ্রতিষ্ঠাতা ও সমন্বয়ক। ভালো লাগে ভ্রমণ, বই, সিনেমা ও চুপচাপ থাকতে। ব্যক্তিগত ব্লগ ‘ইচ্ছেশূন্য মানুষ’। https://wahedsujan.com/
View Posts →
কবি। লেখক। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। রাজনীতি এবং বিবিধ বিষয়ে আগ্রহী।
View Posts →
গল্পকার। অনুবাদক।আপাতত অর্থনীতির ছাত্র। ঢাবিতে। টিউশনি কইরা খাই।
View Posts →
জন্ম ২০ ডিসেম্বরে, শীতকালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধবিজ্ঞান বিভাগে পড়তেছেন। রোমান্টিক ও হরর জনরার ইপাব পড়তে এবং মিম বানাইতে পছন্দ করেন। বড় মিনি, পাপোশ মিনি, ব্লুজ— এই তিন বিড়ালের মা।
View Posts →
জন্ম ১০ নভেম্বর, ১৯৯৮। চট্টগ্রামে বেড়ে ওঠা, সেখানেই পড়াশোনা। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত। লেখালেখি করেন বিভিন্ন মাধ্যমে। ফিলোসফি, পলিটিক্স, পপ-কালচারেই সাধারণত মনোযোগ দেখা যায়।
View Posts →
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেন। সংঘাত-সহিংসতা-অসাম্যময় জনসমাজে মিডিয়া, ধর্ম, আধুনিকতা ও রাষ্ট্রের বহুমুখি সক্রিয়তার মানে বুঝতে কাজ করেন। বহুমত ও বিশ্বাসের প্রতি সহনশীল গণতান্ত্রিক সমাজ নির্মাণের বাসনা থেকে বিশেষত লেখেন ও অনুবাদ করেন। বর্তমানে সেন্টার ফর স্টাডিজ ইন সোস্যাল সায়েন্সেস, ক্যালকাটায় (সিএসএসসি) পিএইচডি গবেষণা করছেন। যোগাযোগ নামের একটি পত্রিকা যৌথভাবে সম্পাদনা করেন ফাহমিদুল হকের সাথে। অনূদিত গ্রন্থ: মানবপ্রকৃতি: ন্যায়নিষ্ঠা বনাম ক্ষমতা (২০০৬), নোম চমস্কি ও এডওয়ার্ড এস হারম্যানের সম্মতি উৎপাদন: গণমাধম্যের রাজনৈতিক অর্থনীতি (২০০৮)। ফাহমিদুল হকের সাথে যৌথসম্পাদনায় প্রকাশ করেছেন মিডিয়া সমাজ সংস্কৃতি (২০১৩) গ্রন্থটি।
View Posts →
তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের ছাত্র, তবে কোন বিষয়েই অরুচি নাই।
View Posts →
পড়ালেখাঃ রাজনীতি বিজ্ঞানে অনার্স, মাস্টার্স। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বর্তমানে সংসার সামলাই।
View Posts →
মাইক্রোবায়োলজিস্ট; জন্ম ১৯৮৯ সালে, চট্টগ্রামের সীতাকুন্ডে। লেখেন কবিতা ও গল্প। থাকছেন চট্টগ্রামে।
View Posts →
জন্ম: টাঙ্গাইল, পড়াশোনা করেন, টিউশনি করেন, থাকেন চিটাগাংয়ে।
View Posts →
বিনোদিনী দাসী (১৮৬২/৩ - ১৯৪১): থিয়েটার অভিনেত্রী, রাইটার। ১৮৭৪ থেকে ১৮৮৬ এই ১২ বছর তিনি কলকাতার বিভিন্ন থিয়েটারে অভিনয় করেন। কবিতার বই – বাসনা এবং কনক ও নলিনী। আত্মজীবনী - ‘আমার কথা’ (১৯২০)।
View Posts →