মিডিয়া-রিডিং: আ রিভিউ অফ এ প্রেস ব্রিফিং(যেই সকল কারণে ফারদিনের দোস্তদের ব্রিফিংটা ঠিকঠাক)
যেইভাবে এই ব্রিফিংটা হ্যান্ডেল করছে ফারদিনের দোস্তরা সেইটা… ঠিকঠাক।
কি কি কারণে?
১. উনারা রিয়েলি বলতে পারছেন কি কি জিনিস তাদেরকে দেখানো হইছে এবং কি কি আর্গুমেন্ট শো করা হইছে। যেইটা ডিবি বা রেবেরাও গতদিন বলছে। কিন্তু রিসিভিং এন্ডে যারা ছিল তাদের পার্সপেক্টিভটা পাওয়ায় একটা ফুল পিকচার পাওয়া গেছে। এইটা এখন প্রপারলি পাবলিক স্পেসে গেছে। পাবলিক স্পেকুলেশনের জন্য ওপেন হইছে। দ্যাটস এ গুড থিং। নতুন কোন দিশা, ইনসাইট এইসব স্পেকুলেশনের ভেতর থিকা বের হয়ে আসতে পারে(নয়েজও থাকবে প্রচুর, ওয়াকিবহাল মহলের কাম ওগুলি ফিল্টার করা)।
২. উনারা ডাউটের স্পেস রাখছেন, পয়েন্ট আউট করছেন উনাদের জানার পরিধির ভিতর থেকে যেইসব কোশ্চেন আসা সম্ভব কেবলমাত্র সেগুলির আন্সারই উনারা পাইছেন। এর বাইরে যে আরও আননোটিসড ইস্যু থাকতে পারে এই স্পেস উনারা রাখছেন।
৩. এই ইস্যুতে পরবর্তীতে পোগ্রাম দেয়ার ব্যাপারে ওপেন এন্ডেড থাকতে পারছেন। জানাইছেন ফেমিলির যে কোন স্টেপের ব্যাপারে তাদের সাপোর্ট জারি থাকবে।
৪. জার্নালিষ্টদের মৃদু হেকলিং সত্ত্বেও উনাদের মুখ দিয়া ‘সন্তুষ্ট’ ওয়ার্ডটা বের করা গেল না। এইটা ইম্পর্টেন্ট।
শেষে একটা কথা কওয়া দরকার, আমাদের বুঝতে হবে, ফারদিন ইশুরে জাতীয় ইশু হিসাবে জিয়ায়ে রাখা একটা ফল্টি রিএকশনই হবে শেশতক। কারণ অলরেডি এই জন্য ফারদিনের এক দোস্ত জেল খাটতেছে। একজনের হইছে কোরছফায়ার। সেই কোরছফায়ার কোন শখে ঘটছে তার কোন জবাব আমরা পাবোনা। দ্যাশে যে ইনসাফের বেহাল দশা তার সুরাহা এই রিয়েকশনে নাই। আবার ফারদিনের দোস্তরাও এইটা বুঝবেন, পাবলিক স্পেকুলেট করবে। খেয়াল কইরা দেখবেন ফারদিন লইয়া সর্বপ্রথম আন্দাজি(আমি কইবো ইল-মোটিভেটেড) বকোয়াজ, জঙ্গি সন্দেহের নিউজ বেরোইছে ভোরের কাগজের মতন স্ট্যাবলিশড পত্রিকা হইতে। যেইখানে নিউজ ভেরিফিকেশনের প্রপার স্ট্রাকচার, প্রটোকল থাকে, সেইখানেই গুজব আটকানো যাইতেছে না। অনেকক্ষেত্রে তৈরি হইতেছে। সেইখানে ইন্ডিভিজুয়াল পাবলিকের স্পেকুলেশন লইয়া পইড়া থাকা কামের কথা না। পারতঃ ডিফেন্ড করা দরকার এইটা। জাস্ট একটা জিনিস ভাববেন, আপনারা যে ফ্যাক্টের একসেস পাইছেন, ফাষ্ট হ্যান্ড, ডিবি রেবের অফিশে ঢুইকা, এই পোড়ার বাংলাদেশের খুব কম লোকের ভাগ্যেই জোটে এই জিনিশ।
(অলরেডি যে টেনাসিটি শো করছে এরা সেইটা দূর ভাবনীয়। সালাম উনাদের)
…
https://web.facebook.com/JamunaTelevision/videos/834681867640016
…
ইব্রাকর ঝিল্লী
Latest posts by ইব্রাকর ঝিল্লী (see all)
- এডিটোরিয়াল: গনতন্ত্র হারাইয়া কি পাইলাম: ফেসিবাদ নাকি বাকশাল? - মার্চ 27, 2024
- ইব্রাকর ঝিল্লীর ১২খান বাংলা কবিতা (বানান ইগনোর কইরেন পিলিজ) - ফেব্রুয়ারি 9, 2024
- বুক রিভিউ: মুহূর্তের ভিতর মুহূর্ত গইলা পড়ে - নভেম্বর 7, 2023