আল শাহারিয়ার জিদনী’র কবিতা
প্রেফারেন্স ।। যেসব বৃষ্টি মেঘ হয়ে পরে বৃষ্টি হয়েছিল ফের ।। পানি ।। পতনবোধ ।। সার্কাস ।। ইভ, তোমার কাছে যাই! ।। নরক ।। ……………………………. প্রেফারেন্স আমরা দু’জন দুইটা ভিন্ন অসুখ নিয়া বাঁইচা আছি আমাদের তাই বিছানা আর ঘুম…
হেয়ালি করে কাটায়ে দিচ্ছি জীবনটা । স্মৃতিহীন বলা চলে। অনন্ত কিছু বিদ্যুৎমূহুর্ত আছে তবে লাভ-লোকসানের কোন বালাই নাই। এই চরাচরে হৃদয়ের খুব কাছে যেই আসে ধরায়ে দেয় শূন্যতা। আমারও তাই দেওয়ার কিছু নাই শূন্যতা ছাড়া। আর নিজেরে যখনই চিনতে চাই পেঁয়াজের হৃদয়ের মত অবিকল ভিন্ন কাউরে চিনে ফেলি।
প্রেফারেন্স ।। যেসব বৃষ্টি মেঘ হয়ে পরে বৃষ্টি হয়েছিল ফের ।। পানি ।। পতনবোধ ।। সার্কাস ।। ইভ, তোমার কাছে যাই! ।। নরক ।। ……………………………. প্রেফারেন্স আমরা দু’জন দুইটা ভিন্ন অসুখ নিয়া বাঁইচা আছি আমাদের তাই বিছানা আর ঘুম…