জাকির হোসেনের কবিতা
ছায়াহরিণ আমি ভালোবাসি ছায়াহরিণ কোথাও কি যাইতে পারে সে কল্পনার বাহিরে? আমার আপোন বাস্তবতায় বসন্তের পাতা দিবো তারে চিবাইতে তোমার কানের দুলের মতো নড়ে যে পাতা, সে কি পারবে? যেমন পারবে না সে হারায়া ফেলতে আমারে যদি না হই উদাস…
জন্ম: লক্ষীপুর। পড়াশুনা : চবি, দর্শন বিভাগ। সমাজ, রাজনীতি, দর্শন,ও সাহিত্য নিয়ে আগ্রহী। একজন সাধারণ অবজারভার।
ছায়াহরিণ আমি ভালোবাসি ছায়াহরিণ কোথাও কি যাইতে পারে সে কল্পনার বাহিরে? আমার আপোন বাস্তবতায় বসন্তের পাতা দিবো তারে চিবাইতে তোমার কানের দুলের মতো নড়ে যে পাতা, সে কি পারবে? যেমন পারবে না সে হারায়া ফেলতে আমারে যদি না হই উদাস…
সে কি ফিরবে না? সেই কবে পদত্যাগ কইরা গেছি ফুল থেইকা ঘ্রাণ থেইকা নবজাত সকালের রোইদ থেইকা ম্যাগনোলিয়ার মন। ইচ্ছা, কল্পনা, উঠানভর্তি সোনালী ফসল দাদিমার ঝাঁরফুক সাথে আরবী ছবক, বাবার শাহাদাত আঙুল ধরা হাতে মুখে কালিমা। কত তোড়জোড় হুলস্থুল মায়া…