যুবা রহমানের কবিতা
চায়ের দাওয়াত আমি এদিকেই থাকি মোড়ের দোকানে চা খাই তুমি চাইলে আসা যাওয়ার মাঝে আমাকে ইউজ করতে পারো এই ধরো একটা চা খাইলাম খুব বেশি হইলে, কোনোদিন একসাথে সূর্যডুবা দেখলাম। তারপর আর কিছু না দুইজনে নিজ নিজ অন্ধকারের দিকে যাইতে…
কবি ও দুনিয়া যে দিকে যাইতেছে সেই দিকে তাকায়া থাকা লোক
চায়ের দাওয়াত আমি এদিকেই থাকি মোড়ের দোকানে চা খাই তুমি চাইলে আসা যাওয়ার মাঝে আমাকে ইউজ করতে পারো এই ধরো একটা চা খাইলাম খুব বেশি হইলে, কোনোদিন একসাথে সূর্যডুবা দেখলাম। তারপর আর কিছু না দুইজনে নিজ নিজ অন্ধকারের দিকে যাইতে…