হেলমেট দিয়ে ছোটলোক খেদান
তাইলে, ছোটলোক থেকে ডিফরেন্স ক্রিয়েট করাটাই হেলমেটের আসল কাজ। এইটা দূর থেকেও বেশ দেখা যায়! আর এতে করে বাসের হেলপারের শ্রদ্ধা পাইবেন ভালো; পুলিশের তুই-তোকারি থেকেও বাঁচবেন।…
তাইলে, ছোটলোক থেকে ডিফরেন্স ক্রিয়েট করাটাই হেলমেটের আসল কাজ। এইটা দূর থেকেও বেশ দেখা যায়! আর এতে করে বাসের হেলপারের শ্রদ্ধা পাইবেন ভালো; পুলিশের তুই-তোকারি থেকেও বাঁচবেন।…
পুরা ‘ডুবসাঁতার’-এর চাইতে খালি ‘মাধুরীর ঘাগড়া’য় পোয়েট্রি বেশি, এইটা মানার ভিতর দিয়া আর্টের ডেফিনিশন চেঞ্জ না করলে আমাদের দর্শক ফেরত পাওয়া যাবে না।…
সমাজকে ডিল করায় কোলকাতার ক্লাসিক মডেল হইলো আক্রমণ করা; এইটা শুরু হইছে ইয়ং বেঙ্গলের হাতে। শাসক ইংরাজের কালচারাল রিপ্রেজেন্টিটিভ ডিরোজিও’র শিষ্যরা এই মডেলের পাইওনিয়ার। এই মডেলের গোড়ার কথা হইলো সমাজকে চাবুকপেটা করতে হবে। ইয়ং বেঙ্গলের কয়েকটা চাবুক আছিলো: মদের চাবুক,…
আশুরার তাজিয়া মিছিল বা চড়ক পূজা খেয়াল করে দেখেন, পেইনের লগে মানুষের রিলেশনের একটা ভার্সন পাইবেন। সাইকিয়াট্রি এগুলিরে বলবে ‘পার্সোনালিটি ডিজঅর্ডার’; কেননা, সাইকিয়াট্রি খুবই ইউরোসেন্ট্রিক, ফলে বোঝে কম। বাট ‘ডিজায়্যারিং পেইন’-এর একটা ভার্সনকে আমেরিকার সাইকিয়াট্রি নর্মাল হিসাবে রিকগনাইজ করলো ১৯৮০’র…
বড়ো একটা থাল দরকার ছিলো আমার; যেন একবারেই দরকারি ভাত-টাত নিয়া নেওয়া যায়, ডাইল জাতীয় লিক্যুইড আরামে খাওয়া যায়, হাত আরামে মুভ করা যায় থালের ভিতর।[pullquote][AWD_comments][/pullquote] এমন একটা থাল আমার ছিলো, সাদা–সিরামিকের; ভাঙছিল মনে হয়; এখন, কয় দিন আগে আড়ং…