Main menu

বাংলাদেশের অনলাইন সাহিত্য সামারি: জুলাই – সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশের সাহিত্য-আর্ট-কালচার নিয়া যেইসব ওয়েবসাইটের লেখা আমাদের চোখে পড়ছে, সেইখান থিকা কিছু লেখা রিকমেন্ড করতে চাইতেছি আমরা। আমাদের বিচার-বিবেচনায়, এই লেখাগুলা আপনারা পড়তে পারেন।

দুইটা পয়েন্ট কন্সিডার করার জন্য বলবো আমরা। এক হইতেছে, সব ওয়েবসাইট তো আমাদের পরিচিত না; যার ফলে বাংলাদেশে এই সময়ে অনলাইনে যা কিছু ছাপা হইছে, তার সবকিছু্‌ই আমাদের দেখার আওতার মধ্যে নাই। কিন্তু কম-বেশি যেইগুলা চালু আছে, একটা সার্কেলে লোকজন শেয়ার করে, কথা বলে, মোস্টলি ব্রাউজ কইরা দেখছি আমরা অই সাইটগুলা। তবে এর বাইরেও কিছু লেখা থাকতে পারে। মোটামুটি ৩০টার মতো ওয়েবসাইট ব্রাউজ করছি আমরা; আমাদের ধারণা, এর বাইরে একই রকমের আরো সাইট থাকার কথা।

সেকেন্ড হইলো, ব্যাপারটা এইরকম না যে, এই লেখাগুলা আমরা ছাপাইতাম, বা লেখার কনটেন্ট বা আর্গুমেন্টগুলার সাথে আমরা একমত; বরং উল্টাটাই বেশি, এইসব বিষয়ে আমাদের ধারণা বা পজিশনগুলা আলাদা; কিন্তু আলাপের বিষয় হিসাবে ইম্পর্টেন্ট মনে করতেছি, যে, এইগুলা নিয়া কথা-বার্তা হইতে পারে।

তিন মাস পর পর এইরকমের লেখার লিংক শেয়ার করার ইচ্ছা আছে আমাদের, যেইটা জানুয়ারি, ২০২১ থিকা শুরু করছি আমরা।

… … …

জানুয়ারি – জুন, ২০২১

… … …

জুলাই – সেপ্টেম্বর, ২০২১

১. বাংলাদেশের গ্রাফিতি। রাজীব দত্ত। শিরিষের ডালাপালা। https://cutt.ly/4E0wyoA

২. টয়লেট গ্রাফিতি। মঈনউদ্দিন। শিরিষের ডালপালা। https://cutt.ly/WE0wgCI

৩. বাংলাদেশের মাংগা কমিকস ও আমাদের কমিকস চর্চা। শান্তনা শান্তুমা। শ্রী।  https://cutt.ly/kE0r0We

৪. আবুল হাসান: গোলাপের নিচে নিহত কবি। টোকন ঠাকুর। শ্রী। https://cutt.ly/EE0rI4J

৫. আর্কিটেক্ট রফিক আজমের ইন্টারভিউ। নিউজবাংলাডটকম। https://cutt.ly/uE16aIT

৬. যতীন সরকারের ইন্টারভিউ। তর্কবাংলা। https://cutt.ly/GE163F6

৭. বুলবুল চৌধুরীর ইন্টারভিউ। তর্ক বাংলা। https://cutt.ly/AE16YDm

৮. কবি উৎপলকুমার বসু’র ইন্টারভিউ। প্রতিপক্ষ। https://cutt.ly/zE15uCA

৯. ঔপনিবেশিক আধুনিকতা: বাংলায় ধাত্রীবিদ্যা (১৮৬০ – ১৯৪৭)। তরজমা: শিবলী নোমান।  সহজিয়া। https://cutt.ly/lE0iJ8P

১০. কাপ্তাই বাঁধ। এবং আমাদের যাযাবরের জীবন। ঠোঁটকাটা। https://cutt.ly/7E0oRNp

১১. ফিকশন-রাইটার ওয়াসি আহমেদকে নিয়া সংখ্যা। গল্পপাঠ। https://cutt.ly/gE0a5i0

১২. বে গা না সমাচার/ বাঙলা (দেশের) গানে নারী সমাচার। নাফিস সবুর। গানপার। https://cutt.ly/YE0dkBo

১৩. বিজন ধ্যানকেন্দ্র দেয়াল পত্রিকার শেষ সাক্ষী। রনি আহম্মেদ। নয় নাম্বার বাস। https://cutt.ly/AE0fmIg

১৪. রিক্লেইমিং দ্য মস্ক। তরজমা – জোবায়ের আল মাহমুদ। (ফেব্রুয়ারি মাসের পোস্ট।) https://cutt.ly/qE0gHX2

 

এডিটর, বাছবিচার।
View Posts →
কবি, গল্প-লেখক, ক্রিটিক এবং অনুবাদক। জন্ম, ঊনিশো পচাত্তরে। থাকেন ঢাকায়, বাংলাদেশে।
View Posts →
কবি। লেখক। চিন্তক। সমালোচক। নিউ মিডিয়া এক্সপ্লোরার। নৃবিজ্ঞানী। ওয়েব ডেভলপার। ছেলে।
View Posts →
মাহীন হক: কলেজপড়ুয়া, মিরপুরনিবাসী, অনুবাদক, লেখক। ভালোলাগে: মিউজিক, হিউমর, আর অক্ষর।
View Posts →
দর্শন নিয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা, চাকরি সংবাদপত্রের ডেস্কে। প্রকাশিত বই ‘উকিল মুন্সীর চিহ্ন ধরে’ ও ‘এই সব গল্প থাকবে না’। বাংলাদেশি সিনেমার তথ্যভাণ্ডার ‘বাংলা মুভি ডেটাবেজ- বিএমডিবি’র সহপ্রতিষ্ঠাতা ও সমন্বয়ক। ভালো লাগে ভ্রমণ, বই, সিনেমা ও চুপচাপ থাকতে। ব্যক্তিগত ব্লগ ‘ইচ্ছেশূন্য মানুষ’। https://wahedsujan.com/
View Posts →
কবি। লেখক। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। রাজনীতি এবং বিবিধ বিষয়ে আগ্রহী।
View Posts →
গল্পকার। অনুবাদক।আপাতত অর্থনীতির ছাত্র। ঢাবিতে। টিউশনি কইরা খাই।
View Posts →
জন্ম ২০ ডিসেম্বরে, শীতকালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধবিজ্ঞান বিভাগে পড়তেছেন। রোমান্টিক ও হরর জনরার ইপাব পড়তে এবং মিম বানাইতে পছন্দ করেন। বড় মিনি, পাপোশ মিনি, ব্লুজ— এই তিন বিড়ালের মা।
View Posts →
জন্ম ১০ নভেম্বর, ১৯৯৮। চট্টগ্রামে বেড়ে ওঠা, সেখানেই পড়াশোনা। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত। লেখালেখি করেন বিভিন্ন মাধ্যমে। ফিলোসফি, পলিটিক্স, পপ-কালচারেই সাধারণত মনোযোগ দেখা যায়।
View Posts →
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেন। সংঘাত-সহিংসতা-অসাম্যময় জনসমাজে মিডিয়া, ধর্ম, আধুনিকতা ও রাষ্ট্রের বহুমুখি সক্রিয়তার মানে বুঝতে কাজ করেন। বহুমত ও বিশ্বাসের প্রতি সহনশীল গণতান্ত্রিক সমাজ নির্মাণের বাসনা থেকে বিশেষত লেখেন ও অনুবাদ করেন। বর্তমানে সেন্টার ফর স্টাডিজ ইন সোস্যাল সায়েন্সেস, ক্যালকাটায় (সিএসএসসি) পিএইচডি গবেষণা করছেন। যোগাযোগ নামের একটি পত্রিকা যৌথভাবে সম্পাদনা করেন ফাহমিদুল হকের সাথে। অনূদিত গ্রন্থ: মানবপ্রকৃতি: ন্যায়নিষ্ঠা বনাম ক্ষমতা (২০০৬), নোম চমস্কি ও এডওয়ার্ড এস হারম্যানের সম্মতি উৎপাদন: গণমাধম্যের রাজনৈতিক অর্থনীতি (২০০৮)। ফাহমিদুল হকের সাথে যৌথসম্পাদনায় প্রকাশ করেছেন মিডিয়া সমাজ সংস্কৃতি (২০১৩) গ্রন্থটি।
View Posts →
তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের ছাত্র, তবে কোন বিষয়েই অরুচি নাই।
View Posts →
পড়ালেখাঃ রাজনীতি বিজ্ঞানে অনার্স, মাস্টার্স। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বর্তমানে সংসার সামলাই।
View Posts →
মাইক্রোবায়োলজিস্ট; জন্ম ১৯৮৯ সালে, চট্টগ্রামের সীতাকুন্ডে। লেখেন কবিতা ও গল্প। থাকছেন চট্টগ্রামে।
View Posts →
জন্ম: টাঙ্গাইল, পড়াশোনা করেন, টিউশনি করেন, থাকেন চিটাগাংয়ে।
View Posts →
বিনোদিনী দাসী (১৮৬২/৩ - ১৯৪১): থিয়েটার অভিনেত্রী, রাইটার। ১৮৭৪ থেকে ১৮৮৬ এই ১২ বছর তিনি কলকাতার বিভিন্ন থিয়েটারে অভিনয় করেন। কবিতার বই – বাসনা এবং কনক ও নলিনী। আত্মজীবনী - ‘আমার কথা’ (১৯২০)।
View Posts →