তিনখানা নারীবাদ।। তিন নম্বরঃ দি গড অব স্মল থিংস বাই অরুন্ধতি রয়
এক।। দুই।। সাতানব্বুই সনের উপন্যাস দি গড অব স্মল থিংস। গুরুত্বপূর্ণ বই। নানাভাবেই গুরত্বপূর্ণ। তবে নারীবাদী জায়গাটা প্রকট বলা যায় সন্দেহ ছাড়াই।কালচারাল স্ট্রাগলের জায়গাটাও আসছে ভালোমতোই। দি গড অব স্মল থিংসে বয়ানের নারীবাদী ধারাখানি স্পষ্ট হয় মূলত বিভিন্ন সাংস্কৃতিক লোকেশনগুলোতেই।…