Main menu

মঈন উদ্দিনের কবিতা

[pullquote][AWD_comments][/pullquote] তাঁর আগের বাংলা কবিতার ভাষায় ধরেন নাই, এমনকি ছহি ৫২ হিসাবে প্রেসক্রাইবড গণমানুষের টকিং ভাষারেও পর্যাপ্ত ভাবেন নাই মঈন; ফলে ইংরাজির হেল্প নিয়া বাংলাটারে একটু বড় কইরা নিছেন। ভরসা আছে, অনেকেই এরে ইংরাজির আধিপত্য হিসাবে দেখতে পারবেন; কিন্তু ৫২’র চেতনা দিয়া উর্দু, ইংরাজি বা মান্দি ভাষার প্রতি ঘেন্নামূলক ডিনায়্যাল কিছু পাতলা করতে পারবে মঈনের কবিতা—সেই ভরসাও আছে।

– রক মনু।

—————————–

স্মৃতিসভার পাঠ

এই বিল পাথারে
পূরাতন ঘাটের অদূরে
বালতি-দড়ি দৌড়াদৌড়ি
মধ্যাহ্নের বিল পাথারে
চিল টাইনা নামতেন
ইনকমপ্লিট বৃত্ত
ব্যাগ থেইকা হাসতেন
সর্বসুলক্ষণা তাইতে বিলাতি চেরাগ
ইট ওয়াজ দেন নাইনটিন সিক্সটি থ্রী
সো নিয়ত হারবাল হারবাল
আর প্রাক্কাল আহারমুখর আছিলেন
ঈষৎ শরণার্থী
অপার কোমল সাঁঝে
পালঙ্কে বসিয়া ঘোড়া
গীত গাহিতাম মোরা
বৃষ্টিরো ছন্দে
বকুলেরো গন্ধে
ফলতঃ সহসা
তিরোহিত যন্ত্রণা শীর্ষে
কান্দের শাল কোমোড়েতে
শুটকির ভার ধূলিতে
নিয়ার পোস্টঅফিস
উপকূলে বইসা বইসা তরমুজো-বেলায়
নার্স নির্মোহে আহা
বিড়বিড়াইতেন বিড়বিড়াইতেন।

 

প্রসাধনকলা

অঙ্গুলী প্রান্তে
যৎসামান্য চুন
কিংবা/এবং
কালি সমেত তাঁহা
সহসা সিধা কইরা
প্রদেশসমূহ ধইরা
ঘষুন।।

 

মৃতের মঞ্জিল

বরফের স্লাবে বইসা অবধূত
অর্ধশয়ানে-
খলখলাইয়া হাসেন
ফসফরাসের হাসি ।

 

মধ্যাহ্নের আলাপ

সাম কীটদষ্ট বুকস
পানের বরজে বইসা
চৌষট্টির গীত গাহেন এহসা
জনক টেইলার্সের পাশের গলির
নাছিম ভাতঘরের উতলা ফুলড়ি
মাতুলক্রমে মৎস্যাসী হুলো
চিরুনী ফেলাই রাইখা
নম্র আন্ধারে
হার্ডকোর ব্যাকব্রাশ মারে
শিশি হাতে দন্ডবৎ ঘোড়া
দাস পাড়ার দীঘির
দক্ষিণ ঘাটে আইসা
চিচিঙ্গা-জালি মজহাব মতে
পাঁ ধোয় ঘঁইসা ঘঁইসা সহসা
বিবিধ উদ্ভিদ ডালে
নৃত্যপর চন্দনা পাখি
তৎকালীন কহিনুর আইস্ক্রীমের
লটারি বলে-
আইদার বুলবুল শিস দেন প্লিজ
নাইদার বুলবুল ধান খান গো !

 

The following two tabs change content below.
Avatar photo

মঈন উদ্দিন

মাইক্রোবায়োলজিস্ট; জন্ম ১৯৮৯ সালে, চট্টগ্রামের সীতাকুন্ডে। লেখেন কবিতা ও গল্প। থাকছেন চট্টগ্রামে।

এডিটর, বাছবিচার।
View Posts →
কবি, গল্প-লেখক, ক্রিটিক এবং অনুবাদক। জন্ম, ঊনিশো পচাত্তরে। থাকেন ঢাকায়, বাংলাদেশে।
View Posts →
কবি। লেখক। চিন্তক। সমালোচক। নিউ মিডিয়া এক্সপ্লোরার। নৃবিজ্ঞানী। ওয়েব ডেভলপার। ছেলে।
View Posts →
মাহীন হক: কলেজপড়ুয়া, মিরপুরনিবাসী, অনুবাদক, লেখক। ভালোলাগে: মিউজিক, হিউমর, আর অক্ষর।
View Posts →
দর্শন নিয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা, চাকরি সংবাদপত্রের ডেস্কে। প্রকাশিত বই ‘উকিল মুন্সীর চিহ্ন ধরে’ ও ‘এই সব গল্প থাকবে না’। বাংলাদেশি সিনেমার তথ্যভাণ্ডার ‘বাংলা মুভি ডেটাবেজ- বিএমডিবি’র সহপ্রতিষ্ঠাতা ও সমন্বয়ক। ভালো লাগে ভ্রমণ, বই, সিনেমা ও চুপচাপ থাকতে। ব্যক্তিগত ব্লগ ‘ইচ্ছেশূন্য মানুষ’। https://wahedsujan.com/
View Posts →
কবি। লেখক। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। রাজনীতি এবং বিবিধ বিষয়ে আগ্রহী।
View Posts →
গল্পকার। অনুবাদক।আপাতত অর্থনীতির ছাত্র। ঢাবিতে। টিউশনি কইরা খাই।
View Posts →
জন্ম ২০ ডিসেম্বরে, শীতকালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধবিজ্ঞান বিভাগে পড়তেছেন। রোমান্টিক ও হরর জনরার ইপাব পড়তে এবং মিম বানাইতে পছন্দ করেন। বড় মিনি, পাপোশ মিনি, ব্লুজ— এই তিন বিড়ালের মা।
View Posts →
জন্ম ১০ নভেম্বর, ১৯৯৮। চট্টগ্রামে বেড়ে ওঠা, সেখানেই পড়াশোনা। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত। লেখালেখি করেন বিভিন্ন মাধ্যমে। ফিলোসফি, পলিটিক্স, পপ-কালচারেই সাধারণত মনোযোগ দেখা যায়।
View Posts →
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেন। সংঘাত-সহিংসতা-অসাম্যময় জনসমাজে মিডিয়া, ধর্ম, আধুনিকতা ও রাষ্ট্রের বহুমুখি সক্রিয়তার মানে বুঝতে কাজ করেন। বহুমত ও বিশ্বাসের প্রতি সহনশীল গণতান্ত্রিক সমাজ নির্মাণের বাসনা থেকে বিশেষত লেখেন ও অনুবাদ করেন। বর্তমানে সেন্টার ফর স্টাডিজ ইন সোস্যাল সায়েন্সেস, ক্যালকাটায় (সিএসএসসি) পিএইচডি গবেষণা করছেন। যোগাযোগ নামের একটি পত্রিকা যৌথভাবে সম্পাদনা করেন ফাহমিদুল হকের সাথে। অনূদিত গ্রন্থ: মানবপ্রকৃতি: ন্যায়নিষ্ঠা বনাম ক্ষমতা (২০০৬), নোম চমস্কি ও এডওয়ার্ড এস হারম্যানের সম্মতি উৎপাদন: গণমাধম্যের রাজনৈতিক অর্থনীতি (২০০৮)। ফাহমিদুল হকের সাথে যৌথসম্পাদনায় প্রকাশ করেছেন মিডিয়া সমাজ সংস্কৃতি (২০১৩) গ্রন্থটি।
View Posts →
তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের ছাত্র, তবে কোন বিষয়েই অরুচি নাই।
View Posts →
পড়ালেখাঃ রাজনীতি বিজ্ঞানে অনার্স, মাস্টার্স। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বর্তমানে সংসার সামলাই।
View Posts →
মাইক্রোবায়োলজিস্ট; জন্ম ১৯৮৯ সালে, চট্টগ্রামের সীতাকুন্ডে। লেখেন কবিতা ও গল্প। থাকছেন চট্টগ্রামে।
View Posts →
জন্ম: টাঙ্গাইল, পড়াশোনা করেন, টিউশনি করেন, থাকেন চিটাগাংয়ে।
View Posts →
বিনোদিনী দাসী (১৮৬২/৩ - ১৯৪১): থিয়েটার অভিনেত্রী, রাইটার। ১৮৭৪ থেকে ১৮৮৬ এই ১২ বছর তিনি কলকাতার বিভিন্ন থিয়েটারে অভিনয় করেন। কবিতার বই – বাসনা এবং কনক ও নলিনী। আত্মজীবনী - ‘আমার কথা’ (১৯২০)।
View Posts →