উইনস্টন চার্চিলের লেকচার: হাল ছাইড়ো না, নেভার, নেভার, নেভার (১৯৪১)
উইন্সটন চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন— দুই মেয়াদে, একবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে (১৯৪০-১৯৪৫), দ্বিতীয়বার শীতল যুদ্ধের সময়ে (১৯৫১-১৯৫৫)। চার্চিলের পলিটিকাল ক্যারিয়ার খুবই মিক্সড ন্যাচারের ছিল, একবার তিনি কনজারভেটিভে ছিলেন, আরেকবার তিনি লেবার পার্টিতে ছিলেন, পরে আবার কনজারভেটিভে ফেরত আসেন। একবার চ্যান্সেলরের…